ভাইরাস, জীবাণু, রোগ এবং স্বাস্থ্যবিধি

Submitted by arpita pramanik on Mon, 04/25/2011 - 16:02

ভাইরাস, জীবাণু, রোগ এবং স্বাস্থ্যবিধি (Virus, Microbes, Diseases and Hygiene)

ভাইরাস [Virus]:-

ভাইরাসের সংজ্ঞা [Definition of Virus]:-

ভাইরাসের বৈশিষ্ঠ্য [Characteristics of Virus]:-

ভাইরাসে জড়ের লক্ষণ [ Non-living Character of virus]:-

ভাইরাসে প্রাণের লক্ষণ [ Living Character of virus]:-

ভাইরাসকে অ-কোশীয় বলা হয় :-

ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় :-

ভাইরাসের আকার:-

 

ব্যাকটিরিয়া আক্রমণকারী ভাইরাস বা ব্যাকটিরিওফাজ [Bacteriophage]:-

ব্যাকটিরিওফাজের সংজ্ঞা:-

ব্যাকটিরিওফাজের উদাহরণ :-

ব্যাকটিরিওফাজের গুরুত্ব :-

 

রোগসৃষ্টিকারী ভাইরাসের রোগসংক্রমণ প্রক্রিয়া [Mode of Transmission of Pathogenic Viruses]:-

[১]  ইনফ্লুয়েঞ্জা ভাইরাস [Influenza Virus]:-

[a]  সংক্রমণ প্রক্রিয়া ও রোগ লক্ষণ:-

[b] রোগ-প্রতিরোধ ব্যবস্থা:-

[২]  HIV

[a]  বর্ণনা:-

[b]  HIV সংক্রমণ প্রক্রিয়া:-

[৩]  পোলিও ভাইরাস [Poliomyelitis]:-

 

জীবাণু [Microbes]:-

জীবাণুর সংজ্ঞা:-

জীবাণুর প্রকারভেদ:-

 

ব্যাকটিরিয়া [Bacteria]:-

ব্যাকটিরিয়ার সংজ্ঞা [Definition of Bacteria]:-

ব্যাকটিরিয়ার গুরুত্ব [Significance of Bacteria]:-

 

[A] উপকারী ব্যাকটিরিয়া [Beneficial Bacteria]:-

কয়েক রকম উপকারী ব্যাকটিরিয়ার ভুমিকা ♦

[B] অপকারী ব্যাকটিরিয়া [Pathogenic Bacteria]:-

 

মানবদেহে রোগ সৃষ্টিকারী ব্যাকটিরিয়া :-

[১]  ভিব্রিও কলেরি [Vibrio cholerae]:-

[২]  মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি [Mycobacterium leprae]:-  

[৩]  মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস [Mycobacterium tuberculosis]:-

[৪]  সালমোনেলা টাইফোসা [Salmonella typhosa]:-

 

ছত্রাক [Fungi]:-

ছত্রাকের সংজ্ঞা [Definition of Fungi]:-

ছত্রাকের গুরুত্ব [Significance of Fungi]:-

 

উপকারী ছত্রাক [Beneficial Fungi]:-

[1]  পেনিসিলিয়াম [Penicillium notatum]:-

[2]  ঈস্ট [Saccharomyces cerevisiae]:-

 

অপকারী ছত্রাক [Harmful Fungi]:-

[1]  অ্যাসপারজিলাস[Aspergillus niger]:-   

[2]  পাকসিনিয়া গ্রামিনিস[Puccinia graminis tritici]:-

 

প্রোটোজোয়া [Protozoa]:-

প্রোটোজোয়ার সংজ্ঞা [Definition of Protozoa]:-

ক্ষতিকর প্রোটোজোয়া [Pathogenic Protozoa]:-

[১]  ম্যালেরিয়া-পরজীবী [Malaria Parasite]:-

[২]  এন্টামিবা হিস্টোলাইটিকা [Entamoeba histolytical]:-

 

রোগ এবং স্বাস্থ্যবিধি [Desease and Hygiene]:-

[A]  পতঙ্গ বাহকের মাধ্যমে সংক্রামিত রোগসমূহ:-

মাছি [House fly]:-

[1]  রোগ বিস্তারে মাছির ভুমিকা:-

[2]  মাছি দমনের উপায়:- [a] [b] [c] [d] [e] ।

 

মশা [Mosquito]:-

[1]  রোগ বিস্তারে মশার ভুমিকা:-

মশা যেসব রোগ জীবাণু বহন করে :-

[ক]  অ্যানোফিলিস — ম্যালেরিয়া  ।

[খ]  কিউলেক্স — গোদ, এনকেফালাইটিস ।    

[গ]  এডিস — ডেঙ্গু, পীতজ্বর, জাপানি-বি-এনকেফালাইটিস ।

[2]  মশা দমনের উপায়:- [a] [b] [c] [d] [e] ।

[B]  রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত রোগ সমূহ :-

অর্জিত অনাক্রম্যতা ঘাটতি রোগ লক্ষণ সমূহ [ Acquired Immune Deficiency Syndrome = AIDS] :-

[১] এডস [AIDS : Acquired Immuno Deficiency Syndrome]:- 

এডস সংক্রমণের লক্ষণ :-

এডস প্রতিরোধ করার জন্য অবশ্য পালনীয় নিয়মাবলী:-

[২]  হেপাটাইটিস [Hepatitis]:-

[৩] ম্যালেরিয়া [Malaria : Plasmodium vivax]:-

প্রতিরোধ:-

[C] সাধারণ জীবাণু নাশকের ব্যবহার :-

[ক]  প্রাকৃতিক জীবাণুনাশক:-

[খ]  ভৌত জীবাণুনাশক:-

[গ]  রাসায়নিক জীবাণুনাশক:-

[D] টীকাকরণ এবং অনাক্রম্যতাকরণ :-

টীকা প্রস্তুতির উপায়:- টীকা সাধারণত চার রকমে তৈরি করা হয়, যথা:-

[১]  মৃত জীবাণু :

[২]  জীবিত কিন্তু শক্তি হ্রাসপ্রাপ্ত জীবাণু :

[৩]  জীবিত এবং সম্পূর্ণ ক্ষতিকারক জীবাণু :

[৪]  টক্সয়েড টীকা :

ভারতের শিশুদের জন্য জাতীয় টীকাকরণ কর্মসূচী হল :

*****

Related Items

ডারউইনবাদের ব্যাখ্যা

ডারউইনের মতে, অত্যাধিক হারে বংশবৃদ্ধি করাই জীবের সহজাত বৈশিষ্ট্য । এর ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায় । একটি স্ত্রী স্যালমন মাছ প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পাড়ে । একটি ঝিনুক একবারে 12 কোটি ডিম্বাণু উত্পাদন করে ...

ডারউইনের তত্ত্ব ও প্রতিপাদ্য বিষয়গুলি

ডারউইনের মতে, অত্যধিক হারে বংশবৃদ্ধি করাই হল জীবের সহজাত বৈশিষ্ট্য । এর ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায় । জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটার জন্য এবং খাদ্য ও বাসস্থান সীমিত থাকায় বেঁচে থাকার জন্য জীবকে কঠিন প্রতিযোগিতার ...

অভিব্যক্তির তত্ত্বাবলি ও ল্যামার্কের তত্ত্ব

অভিব্যক্তির ফলে নতুন প্রজাতির অথবা একটি প্রজাতি থেকে অন্য একটি প্রজাতির উত্পত্তি হয় । অভিব্যক্তির কৌশল সম্পর্কে যেসব বিজ্ঞানী বিভিন্ন তত্ত্বাবলি প্রতিষ্ঠিত করেছেন তাঁদের মধ্যে ল্যামার্ক এবং ডারউইনের নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য । এখানে অভিব্যক্তির বিভিন্ন তত্ত্বাবলি ...

জীবাশ্মঘটিত বা প্রত্নজীববিদ্যা সংক্রান্ত প্রমাণ

ভূগর্ভের শিলাস্তরে সুদীর্ঘকাল যাবৎ প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত কিন্তু আজকের পৃথিবীতে লুপ্ত জীবদেহের সামগ্রিক বা আংশিক প্রস্তরীভূত অবস্থা অথবা তার ছাপকে জীবাশ্ম বলে । বিবর্তন সম্পর্কে যেসব প্রমাণ আছে তাদের মধ্যে জীবাশ্ম ঘটিত প্রমাণ সব থেকে জোরালো । ...

অভিব্যক্তির স্বপক্ষে অঙ্গসংস্থান অঙ্গসংস্থানগত ও জীবাশ্মঘটিত প্রমাণ

জীবদেহের যে সমস্ত অঙ্গের বাহ্যিক গঠন ও কাজ আলাদা হলেও উত্পত্তি এবং অভ্যন্তরীণ গাঠনিক কাঠামো মূলগতভাবে এক, তাদের সমসংস্থ অঙ্গ বলে । বিভিন্ন প্রাণীর বিভিন্ন অঙ্গের প্রাথমিক গঠনগত মিল দেখে জৈব-বিবর্তন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় । এগুলির মধ্যে মেরুদন্ডী ...