পদ্মের অভিযোজন

Submitted by arpita pramanik on Sat, 12/22/2012 - 21:00

পদ্মের অভিযোজন (Adaptation of Lotus)

পদ্মের কান্ড ও মূল জলের নীচে কাদায় গাঁথা থাকে, কিন্তু পাতা, ফুল ও ফল ইত্যাদি জলের ওপর থাকে, তাই পদ্মকে আংশিক নিমজ্জিত জলজ উদ্ভিদ বলে । জলে বাস করার জন্য পদ্মের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হল :

[1] মূল:-

[a] পদ্মের মূলতন্ত্র সুগঠিত নয় ।

[b] পদ্মের প্রধান মূল থাকে না । পদ্মের মূল অস্থানিক প্রকৃতির । মূলগুলি গ্রন্থিকান্ড থেকে উত্পন্ন হয় ।

[c] পদ্মের মূলে মূলরোম এবং মূলত্রাণ থাকে না ।

[d]  মূলের সংবহন কলা সুগঠিত নয়, যান্ত্রিক কলা অনুপস্থিত ।

 

[2] কান্ড:-

[a] পদ্মের কান্ড গ্রন্থিকান্ড অর্থাৎ রাইজোম জাতীয় ।

[b] কান্ডটি জলের নীচে কাদার মধ্যে অনুভূমিকভাবে বৃদ্ধি পায় ।

[c] কান্ডের ত্বক কিউটিকলবিহীন, ত্বকে মোম জাতীয় আবরণ এবং রোম থাকে না ।

[d] কান্ড স্পঞ্জের মতো নরম এবং কান্ডের মধ্যে অনেক বাতাবকাশ থাকে ।

[e] যান্ত্রিক কলা থাকে না বা থাকলেও সুগঠিত নয় ।

[f] কান্ডের সংবহন কলা সুগঠিত নয় ।

 

[3] পাতা:-

পত্রবৃন্ত:-

[a] পদ্মের পত্রবৃন্ত এবং পুষ্পবৃন্তগুলি বেশ দীর্ঘ, বৃন্তের বহির্দেশ সূক্ষ্ম কাঁটা দিয়ে ঢাকা থাকে । জলজ প্রাণীর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য এমন অভিযোজন ।

[b] বৃন্তের মধ্যে প্রচুর বাতাবকাশ থাকে । বাতাবকাশগুলিতে অক্সিজেন এবং কার্বন ডাই-অক্সাইড গ্যাস থাকে । শ্বসন এবং সালোকসংশ্লেষের সময় গাছ ওই গ্যাস ব্যবহার করে ।

[c]  বৃন্তের ত্বক কিউটিকলবিহীন,

[d]  বৃন্তের সংবহন কলা অনুন্নত এবং যান্ত্রিক কলার পরিমাণ কম ।

পত্র ফলক:-

[a] পদ্মের পাতাগুলি প্রথম অবস্থায় জলের ওপরে ভেসে থাকে, কিন্তু পরিণত অবস্থায় পাতাগুলো জলের কিছু ওপরে বাঁকাভাবে অবস্থান করে ।

[b] পাতার ফলকগুলি আকারে বেশ বড়ো এবং গোলাকার ।

[c] ফলকের ওপরের তল মসৃণ এবং মোমজাতীয় আবরণ দ্বারা আবৃত ।

[d] পাতার ত্বকে কিউটিকল আছে । পত্ররন্ধ্র কেবল ঊর্ধ ত্বকে অবস্থিত ।

[e] পাতার সংবহন কলা সুগঠিত, যান্ত্রিক কলা অনুপস্থিত ।

 

[4] ফুল:-

[a] পদ্মের ফুলগুলি পতঙ্গ পরাগী

[b] পদ্মের ফুলগুলি বেশ বড়ো এবং উজ্জ্বল বর্ণের ।

[c] পদ্মের পুষ্পাক্ষ স্পঞ্জের মতো এবং বাতাবকাশযুক্ত ।

[d] স্ত্রীস্তবক শাঙ্কবাকার ।

[e] পদ্মের পুংকেশরের সংখ্যা অসংখ্য ।

 

[5] বীজ:-

[a] পদ্মের বীজত্বক খুব শক্ত এবং অভেদ্য ।

[b] পদ্মবীজের বহুদিন পর্যন্ত (কয়েক বছর থেকে কয়েক শ' বছর) অঙ্কুরোদ্গম শক্তি রক্ষা করার ক্ষমতা আছে ।

 

[6] অন্যান্য বৈশিষ্ট্য:-

[a] পদ্মগাছের বেশিরভাগ অংশ জলে নিমজ্জিত থাকায় এদের বাষ্পমোচনের হার খুব কম ।

[b] পদ্ম অঙ্গজ জননের দ্বারা বংশবিস্তার করে ।

[c] পদ্মের সারা দেহ দিয়েই জলশোষণের ক্ষমতা আছে ।

পদ্মের অভিযোজনের বৈশিষ্ট্য ও অভিযোজনগত গুরুত্ব :

অভিযোজিত অঙ্গ বৈশিষ্ট্য অভিযোজনগত গুরুত্ব
১. পাতা ও ফুলের বৃন্ত

(ক) পদ্মের পাতা এবং ফুলের বৃন্তে প্রচুর বায়ু গহ্বর বা বাতাবকাশ থাকে ।

 

(খ) পদ্মের পাতা এবং ফুলের বৃন্তগুলি বেশ লম্বা হয় এবং বৃন্তের বহির্দেশ সূক্ষ্ম কাঁটার দ্বারা আবৃত থাকে ।

(ক) পদ্মের পাতা এবং ফুলের বৃন্তে থাকা বায়ু গহ্বরে সঞ্চিত অক্সিজেনের সাহায্যে এরা শ্বসনকার্য চালাতে পারে । এছাড়া বাতাবকাশগুলোতে কার্বন ডাই-অক্সাইড গ্যাস থাকে । সালোকসংশ্লেষের সময় পদ্মগাছ ওই গ্যাস ব্যবহার করে ।

     

(খ) জলজ প্রাণীর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য এই বিশেষ অভিযোজনটির প্রয়োজন হয় ।

২. কান্ড পদ্মের কান্ডটি হল গ্রন্থিকান্ড যা জলের নীচে কাদায় পোঁতা থাকে । গ্রন্থিকান্ডে অসংখ্য বাতাবকাশ থাকে । পদ্মের গ্রন্থিকান্ডটি জলের নীচে কাদায় পোঁতা থাকায় সমগ্র উদ্ভিদ দেহটি জলের মধ্যে নির্দিষ্ট অবস্থানে থাকতে পারে, এছাড়া পদ্মের গ্রন্থিকান্ডে অসংখ্য বাতাবকাশ থাকায় জল থেকে শোষিত অক্সিজেন সহজেই সমস্ত কোশে পৌঁছতে পারে ।

৩. পাতা

(ক) পদ্ম পাতার ফলকগুলো আকারে বেশ বড়ো ও গোলাকার এবং এরা পরস্পর সংলগ্ন অবস্থায় থাকে ।

 

(খ) পাতার ফলকের শুধুমাত্র ওপরের পিঠেই পত্ররন্ধ্র দেখা যায় ।

 

(গ) পদ্ম পাতার ফলকের ওপরের তলটি মসৃণ হয় এবং এখানে মোমজাতীয় পদার্থের আবরণ থাকে ।

(ক) পদ্ম পাতার ফলকগুলো আকারে বড়ো হওয়ায় বেশি পরিমাণে সূর্যালোক শোষণ করতে পারে ।

 

(খ) পদ্মা পাতার নীচের পিঠটি জল সংলগ্ন হওয়ায় পাতার ফলকের শুধুমাত্র ওপরের পিঠেই পত্ররন্ধ্র থাকে এবং এইসব পত্ররন্ধ্রের সাহায্যে সালোকসংশ্লেষ, শ্বসন ও বাষ্পমোচন —পাতার এই তিনটি প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে কোনও অসুবিধা হয় না ।

 

(গ) পদ্ম পাতার ফলকের ওপরের তলটি মসৃণ ও মোমজাতীয় পদার্থের আবরণ দ্বারা আবৃত হওয়ার জন্য পদ্মপাতা জলে ভিজে যায় না ।

*****

Related Items

ভাইরাস ও ভাইরাসের বৈশিষ্ঠ্য

ভাইরাস কথার শব্দতত্ত্বগত অর্থ বিষ। 1796 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার সর্বপ্রথম ভাইরাস আক্রান্ত বসন্ত রোগের কথা উল্লেখ করেন । 1936 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ব্যাডেন এবং পিরী পরীক্ষা করে দেখান যে, ভাইরাসে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আছে এবং ভাইরাসগুলো নিউক্লিও ...

মাছ ও পায়রার অভিযোজন বৈশিষ্ট্যের পার্থক্য

মাছ জলচর প্রাণী। পায়রা খেচর প্রাণী। মাছের দেহ আঁশ অথবা পিচ্ছিল মিউকাস দিয়ে আবৃত । পায়রার দেহ পালক দ্বারা আবৃত । মাছের গমন অঙ্গ হল পাখনা । পায়রার গমন অঙ্গ হল একজোড়া ডানা এবং একজোড়া পা। মাছের মেরুদন্ডের দু'পাশে মায়োটোম পেশি থাকে, যা মেরুদন্ডকে ...

পায়রার অভিযোজন

পায়রা খেচর প্রাণী । আকাশে ওড়ার জন্য পায়রার নিম্নলিখিত অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লক্ষ করা যায় । পায়রার উড্ডয়নে সাহায্যকারী অভিযোজনগত বৈশিষ্ট্য দেহের তাপ সংরক্ষণে সাহায্য করে । দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস করে । পায়রার পালকগুলি বার্ব, বার্বিউল ও ...

রুই মাছের অভিযোজন

রুই মাছ মুখ্য জলজ প্রাণী । জলে বসবাস করার জন্য এদের দেহে নিম্নলিখিত অভিযোজনগুলি দেখা যায় । রুই মাছের দেহ বেম বা মাকুর মতো । দেহ দু'পাশ থেকে চ্যাপ্টা এবং দেহ থেকে কোনো প্রবর্ধক বেরিয়ে থাকে না । জলে সাঁতার কাটার সময় জলের গতি রোধ করার জন্য দেহের গঠন ...

সুন্দরী বা সুঁদরী গাছের অভিযোজন

সুন্দরী এক রকমের লবণাম্বু উদ্ভিদ । এরা সমুদ্র উপকূলবর্তী এলাকার কর্দমাক্ত ও লবণাক্ত মাটিতে জন্মায় । এর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হল - মাটি লবণাক্ত থাকায় মূল মাটির গভীরে প্রবেশ করে না, মূল মাটির অল্প নীচে বিস্তৃত থাকে । মাটি কর্দমাক্ত ও রন্ধ্রবিহীন ...