গিনিপিগের ক্ষেত্রে মেন্ডেলের একসংকর (Mendelian inheritance in Guineapig on Monohybrid cross)
গিনিপিগের একসংকর জননের পরীক্ষা (Monohybrid cross in Guineapig)
উদ্ভিদের মতো প্রাণীদের মধ্যেও একসংকর পরীক্ষা ঘটানো যেতে পারে । জনিতৃ জনুর একটি বিশুদ্ধ কালো গিনিপিগের [BB] সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের [bb] সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে শুধু মাত্র সংকর কালো [Bb] গিনিপিগের সৃষ্টি হবে (এখানে কালো রঙটি সাদার ওপর প্রকট ) । প্রথম অপত্য জনুতে উত্পন্ন দুটো সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ণ (Bb x Bb) ঘটালে দ্বিতীয় অপত্য জনুতে [F2] তিন ভাগ কালো এবং এক ভাগ সাদা গিনিপিগের [3 : 1] সৃষ্টি হবে । ওই তিন ভাগ কালো গিনিপিগের মধ্যে এক ভাগ হবে বিশুদ্ধ কালো [BB] গিনিপিগ এবং দু'ভাগ হবে সংকর কালো [Bb] গিনিপিগ । সমস্ত ক্ষেত্রেই সাদা গিনিপিগগুলি বিশুদ্ধ সাদা [bb] হবে, অর্থাৎ এক্ষেত্রেও জিনোটাইপ অনুপাত হবে (1 : 2 : 1) ফিনোটাইপ অনুপাত = 3 (কালো) : 1 (সাদা) জিনোটাইপ অনুপাত = 1 : 2 : 1 (বিশুদ্ধ কালো : সংকর কালো : বিশুদ্ধ সাদা) অর্থাৎ1(BB) : 2(Bb) : 1 (bb)
*****
- 6775 views