ইউক্যারিওটিক ক্রোমোজোমের বহির্গঠন ও উপাদান

Submitted by arpita pramanik on Tue, 12/11/2012 - 19:59

ইউক্যারিওটিক ক্রোমোজোমের বহির্গঠন (Morphology of Eukaryotic Cromosome)

যে-কোনো কোশের প্রতিটি ক্রোমোজোমের দুটি প্রধান অংশ থাকে, যথা : (ক) ক্রোমাটিড এবং (খ) সেন্ট্রোমিয়ার

(ক)  ক্রোমাটিড [Chromatid]:-  প্রত্যেক ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর (মেটাফেজ দশায়) যে দুটি সমান আকৃতির সুতোর মতো অংশ গঠন করে, তাদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে ।

[i] ক্রোমোনিমা:- প্রতিটি ক্রোমাটিড দৈর্ঘ্য বরাবর দুটি সুক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে গঠিত, এদের ক্রোমোনিমা বলে ।  ক্রোমোজোমের অন্যান্য অংশগুলো হল :

[ii] ক্রোমোমিয়ার [Chromomere]:- ক্রোমোজোমের ক্রোমোনিমার রাসায়নিক পদার্থগুলির ঘনত্ব এক রকমের হয় না, স্থানে স্থানে এই ঘনত্ব ঘুব বেশি হয় । ক্রোমোনিমার পুঁতির মতো দেখতে বেশি ঘন অংশগুলোকে ক্রোমোমিয়ার বলে ।

[iii] মুখ্য খাঁজ [Primary Constriction]:-  প্রতিটি ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অঞ্চলে এক রকমের খাঁজ দেখা যায় । কোনও রঞ্জকে রঞ্জিত না হওয়া ওই স্থানটিকে মুখ্য খাঁজ বলে ।

[iv] গৌণ খাঁজ [Secondary Constriction]:-  প্রাথমিক খাঁজ ছাড়া অপর একটি খাঁজ, থাকে, একে গৌণ খাঁজ বলে । নিউক্লিওলাস পুনর্গঠনে এই অংশটি অংশগ্রহন করে বলে একে নিউক্লিওলার অরগ্যানাইজার [Nucleolar organiser] বলে ।

[v] স্যাটেলাইট বডি [Satelite Body]:- কোনও কোনও ক্ষেত্রে গৌণ খাঁজের শেষ প্রান্তে যে ছোটো অংশটি থাকে, তাকে স্যাটেলাইট বডি বলে । স্যাটেলাইট বডি সজ্জিত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম [Sat chromosome] বলে ।

[vi]  টেলোমিয়ার [Telomere]:-  ক্রোমোজোমের দু'দিকের শেষ প্রান্তকে টেলোমিয়ার বলে ।

[vii]  পেলিকল এবং ধাত্র:-  আগে ধারণা ছিল ক্রোমোজোমের ক্রোমাটিড সুতো দুটি একটি তরল সান্দ্র পদার্থের মধ্যে থাকে, ওই জেলির মতো তরল সান্দ্রকে ধাত্র [matrix] বলে । ওই ধাত্র আবার বাইরের দিকে পেলিকল নামে একটি আবরণী দিয়ে ঢাকা থাকে । কিন্তু ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে এদের অস্তিত্ব ধরা না পড়ায় আধুনিক বিজ্ঞানীরা এদের অস্তিত্বকে স্বীকার করেন না ।

(খ) সেন্ট্রোমিয়ার [Centromere]:-  প্রত্যেক জোড়া ক্রোমাটিড একটি নির্দিষ্ট খাঁজে পরস্পর আটকে থাকে, একে মুখ্য খাঁজ [Primary constriction] বা সেন্ট্রোমিয়ার বলে । সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম নানান রকমের হয়, যেমন :

[i] মেটাসেন্ট্রিক:- এই ধরনের ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডের মধ্যবর্তী অঞ্চলের কাছে সেন্ট্রোমিয়ার অবস্থান করে । এক্ষেত্রে ক্রোমোজোমটির বাহু দুটির দৈর্ঘ্য প্রায় সমান হয় ।

[ii] সাব-মেটাসেন্ট্রিক:-  এই ধরনের ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডের প্রায় শেষের দিকে সেন্ট্রোমিয়ারটি অবস্থান করে । এর ফলে ক্রোমোজোমটির একটি বাহু অপর বাহুটির তুলনায় কিছুটা লম্বা হয় ।

[iii] অ্যাক্রোসেন্ট্রিক:-  এই ধরনের ক্রোমোজোমে, ক্রোমাটিড দুটির একেবারে নীচের দিকের কিছুটা ওপরে সেন্ট্রোমিয়ার অবস্থান করে । এক্ষেত্রে ক্রোমোজোমের দুটি বাহুর একটি অনেকটা লম্বা এবং অপরটি লম্বায় অনেকটা ছোটো হয় ।

[iv]  টেলোসেন্ট্রিক:- এই ধরনের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি ক্রোমাটিড দুটির একেবারে শেষে অবস্থান করে ।

ইউক্যারিওটিক ক্রোমোজোমের উপাদান (Composition of Eukaryotic Cromosome)

ক্রোমোজোমের প্রধান দুটি উপাদান হল — (ক) নিউক্লিক অ্যাসিড ও  (খ) প্রোটিন

নিউক্লিক অ্যাসিড:- ক্রোমোজোমে DNARNA -এই দু'রকমের নিউক্লিক অ্যাসিড পাওয়া গেলেও DNA -এর পরিমাণ RNA -র তুলনায় অনেক বেশি । ক্রোমোজোমের বিভিন্ন উপাদানের মধ্যে 45% DNA এবং  1.2% —1.4% RNA ।

প্রোটিন:- ক্রোমোজোমে দু'রকমের প্রোটিন পাওয়া যায়, যথা : ক্ষারীয় প্রোটিনআম্লিক প্রোটিন ।  ক্রোমোজোমে প্রোটিনের পরিমাণ 55% ।

ধাতব আয়ন:- নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন ছাড়াও ক্রোমোজোমে কয়েকটি ধাতব আয়ন (Ca, Mg, Fe ইত্যাদি) থাকে ।

*****

Related Items

গিনিপিগের দ্বি-সংকর জননের পরীক্ষা

মেন্ডেলের দ্বি-সংকর জনন প্রক্রিয়াটি প্রাণীদেহেও ঘটানো যেতে পারে । একটি বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত কালো (রঙ) ও অমসৃণ (রোম) গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত সাদা (রঙ) ও মসৃণ (রোম) গিনিপিগের সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে সব কালো ও অমসৃণ গিনিপিগ ...

গিনিপিগের একসংকর জননের পরীক্ষা

উদ্ভিদের মতো প্রাণীদের মধ্যেও একসংকর পরীক্ষা ঘটানো যেতে পারে । জনিতৃ জনুর একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে শুধু মাত্র সংকর কালো গিনিপিগের সৃষ্টি হবে এখানে কালো রঙটি সাদার ওপর প্রকট ...

মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচনের কারণ

বাগানের মিষ্টি মটর গাছে নিম্নলিখিত নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি থাকায় মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছকে নমুনা হিসেবে ব্যবহার করেছিলেন । মটর গাছ দ্রুত বংশবিস্তারে সক্ষম, তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রম কয়েকপুরুষ ধরে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব । মটর ফুল উভলিঙ্গ হওয়ায় মটর ...

মেন্ডেলের দ্বিসংকর পরীক্ষা

একই প্রজাতিভুক্ত দু'জোড়া বিকল্প চারিত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন দু'টি জীবের সংকরায়ণ কে দ্বিসংকর জনন বা ডাই-হাইব্রিড ক্রস বলে । দ্বি-সংকর জননের পরীক্ষা থেকে মেন্ডেলের ধারণা হয়েছিল, জনিতৃ জনুর বৈশিষ্ট্যগুলি যে শুধুমাত্র অপত্য জনুতে আলাদাভাবে সঞ্চারিত হয় তাই নয়, উপরন্তু এই ...

মেন্ডেলের এক সংকর পরীক্ষা

একই প্রজাতিভুক্ত বিপরীতধর্মী এক-চারিত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবের মধ্যে যে যৌন জনন সম্পন্ন হয়, তাকে একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলে । দুটি পৃথক পরীক্ষার সাহায্যে একসংকর পরনিষেক ব্যাখ্যা করা হল, একসংকর পরীক্ষা থেকে মেন্ডেল নিম্নলিখিত সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন ...