বালুকাময় মরু মৃত্তিকা

Submitted by avimanyu pramanik on Sat, 11/22/2014 - 15:26

বালুকাময় মরু মৃত্তিকা (Sandy desert soil) : এই মৃত্তিকায় বালি, নুড়ি ও কাঁকর এবং পাথরের ভাগ বেশি, কিন্তু জৈব পদার্থের ভাগ কম । ফলে মৃত্তিকাটি কিছু পরিমাণে অনুর্বর । তাছাড়া এখানে বৃষ্টিপাত কম হওয়ায় মৃত্তিকার উপরের খনিজ লবণ দ্রবীভূত হয়ে নিচে নেমে যায় না । সেজন্য এই মৃত্তিকায় লবণের ভাগ তুলনামূলকভাবে বেশি । রাজস্থান, গুজরাট ও কচ্ছের অংশ বিশেষে এই মৃত্তিকা দেখা যায় ।

*****

Related Items

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বর্জ্য ব্যবস্থাপনা (Management of Waste)

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বর্জ্য ব্যবস্থাপনা (Management of Waste)

মাধ্যমিকের নমুনা বিকল্পীয় প্রশ্নোত্তর :-

১. বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি গুলি হল—          [মাধ্যমিক-২০১৭]

Madhyamik Examination (WBBSE) - 2017 Geography (Eng ver)

Madhyamik Examination (WBBSE) - 2017 Geography (Eng ver)

GROUP—A

1. Write the correct answer from the given alternatives:    1x14=14

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বারিমণ্ডল (Hydrosphere)

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বারিমণ্ডল (Hydrosphere)

মাধ্যমিকের নমুনা বিকল্পীয় প্রশ্নোত্তর :-

১. এল নিনোর প্রভাব দেখা যায়—  [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বায়ুমণ্ডল (Atmosphere)

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বায়ুমণ্ডল (Atmosphere)

মাধ্যমিকের নমুনা বিকল্পীয় প্রশ্নোত্তর :-

১. যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়—       [মাধ্যমিক - ২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বহির্জাত প্রক্রিয়া (Exogenetic forces) - [part-II]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বহির্জাত প্রক্রিয়া (Exogenetic forces) - [part-II]

১. বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চলে যে প্রাকৃতিক শক্তি ভূমিরূপ পরিবর্তনে মুখ্য ভূমিকা নেয়, তা হল—

    (ক) হিমবাহ      (খ) বায়ু      (গ) নদী      (ঘ) সূর্যতাপ ।