পাললিক মৃত্তিকা বা পলিমাটি

Submitted by avimanyu pramanik on Sat, 11/22/2014 - 15:11

পাললিক মৃত্তিকা (Alluvial soil) : ভারতের বিশাল সমভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায় । সাধারনভাবে এই মৃত্তিকা নদী-সঞ্চিত, তবে উপকূল অংশে সমুদ্রবাহিত পলিও এই মৃত্তিকার সৃষ্টি করে থাকে । এই পলি মৃত্তিকা ভারতের প্রায় অর্ধেক ভূভাগে বিস্তৃত রয়েছে । পাললিক মৃত্তিকাকে দুটি ভাগে ভাগ করা যায় ।  (ক) খাদার মৃত্তিকা ও (খ) ভাঙ্গর মৃত্তিকা ।

(ক) খাদার মৃত্তিকা : নদীর প্লাবন ভুমিতে নবীন পলি দ্বারা খাদার মৃত্তিকা গঠিত হয় । খাদার মৃত্তিকায় বালির ভাগ বেশি থাকে । খাদার মৃত্তিকা প্রতি বছর পলি আচ্ছাদিত হয় বলে এর উর্বরতা ভাঙ্গর মৃত্তিকা থেকে বেশি । সাধারণত গঙ্গা, ব্রহ্মপুত্র ও অন্যান্য নদী তীরবর্তী অঞ্চলে খাদার মৃত্তিকা দেখা যায় ।

(খ) ভাঙ্গর মৃত্তিকা : নদী-দূরবর্তী উচ্চভূমিতে প্রাচীন পলি দ্বারা ভাঙ্গর মৃত্তিকা গঠিত হয় । ভাঙ্গর মৃত্তিকায় কাদার ভাগ বেশি । ভাঙ্গর মৃত্তিকা প্রতি বছর পলি আচ্ছাদিত হয় না বলে এর উর্বরতা খাদার মৃত্তিকার থেকে কম । পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে ভাঙ্গর মৃত্তিকা পরিলক্ষিত হয় ।

*****

Related Items

উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি

উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি :

উত্তরের বিশাল পার্বত্য অঞ্চল

উত্তরের বিশাল পার্বত্য অঞ্চল :- প্রায় নিরবিচ্ছিন্ন পর্বতশ্রেণি নিয়ে গড়ে ওঠা এই অঞ্চলটি পশ্চিমে কাশ্মীর থেকে পূর্বে অসম পর্যন্ত বিস্তৃত । প্রায় ২,৫০০ কিলোমিটার দীর্ঘ এবং ১৬০ থেকে ৪৫০ কিলোমিটার চওড়া বিশাল এই পার্বত্য অঞ্চলটি ভারতের উত্তর সীমান্তকে প্

আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল

অবস্থান (Location of the Lake Region of U.S.A) :- মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব দিকে, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত বরাবর সুপিরিয়র, মিচিগান, হুরণ, ইরি এবং অন্টারিও —এই পাঁচটি বৃহৎ হ্রদের তীরবর্তী অংশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল হ্রদ

পশ্চিমবঙ্গের জলবায়ু

পশ্চিমবঙ্গের জলবায়ু : উত্তরে হিমালয় পর্বত থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিস্তার এবং ভূমিরূপের নানান বৈচিত্র্য এই রাজ্যের বিভিন্ন অংশের বায়ুর উষ্ণতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাতের পরিমাণের মধ্যে উল্লেখযোগ্য তারতম্য ঘটিয়েছে । পশ্চিমবঙ্গের দক্

পশ্চিমবঙ্গের নদনদী

পশ্চিমবঙ্গের নদনদী : পশ্চিমবঙ্গ একটি নদীমাতৃক রাজ্য । পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি অনুসারে এই রাজ্যের উত্তর ও পশ্চিম দিক উঁচু এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক বঙ্গোপসাগরের দিকে ক্রমশ ঢালু হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের নদনদীগুলি উত্তরের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভ