দ্বীপপুঞ্জ, বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ, আরব সাগরীয় দ্বীপপুঞ্জ

Submitted by avimanyu pramanik on Wed, 11/12/2014 - 23:59

দ্বীপপুঞ্জ :- (ক) পূর্ব উপকূলের বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ ও (খ) পশ্চিম উপকূলের আরব সাগরীয় দ্বীপপুঞ্জ :

(ক) পূর্ব উপকূলের বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ : ভারতের পূর্ব দিকে কলকাতা থেকে প্রায় ১২৫৫ কিমি ও চেন্নাই থেকে ১১৯১ কিমি দূরত্বে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত প্রায় ৩২৪ টি দ্বীপের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জই প্রধান । এই অঞ্চলের অন্য সব দ্বীপগুলি আয়তনে খুবই ছোট হওয়ায় ও পানীয় জলের অভাবের জন্য জনবসতিহীন । গোটা আন্দামান দ্বীপপুঞ্জ দুটি প্রধান অংশে বিভক্ত— (i) বড়ো আন্দামান ও (ii) ছোট আন্দামান । নিকোরব দ্বীপপুঞ্জের দ্বীপগুলির মধ্যে দক্ষিণতম প্রান্তে অবস্থিত বৃহৎ নিকবর দ্বীপটি সবচেয়ে বড়ো । এই দ্বীপের দক্ষিণের শেষ প্রান্তটির নাম ইন্দিরা পয়েন্ট, এটি ভারতের দক্ষিণতম স্থল বিন্দু । আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জ দুটি ১০° উত্তর অক্ষাংশে অবস্থিত ১০° চ্যানেল নামে গভীর সাগর দ্বারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে আছে । আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জ দুটির মোট আয়তন ৮২৯৩ বর্গ কিমি । ভুপ্রাকৃতিক দিক থেকে এরা গভীর সমুদ্রে ডুবে থাকা মায়ানমারের আরাকান ইয়োমা পর্বতের একটি অংশ, যা সমুদ্রের তলদেশ দিয়ে গিয়ে পূর্ব দিকে ইন্দোনেশিয়ার সুমাত্রাজাভা দ্বীপ পর্যন্ত প্রসারিত হয়েছে । আন্দামান দ্বীপপুঞ্জের নারকনদমব্যারেন দ্বীপে দুটি সবিরাম আগ্নেয়গিরি আছে ।

(খ) পশ্চিম উপকূলের আরব সাগরীয় দ্বীপপুঞ্জ : ভারতের পশ্চিম দিকে কেরালার মালাবার উপকুল থেকে প্রায় ৩২৪ কিলোমিটার দূরত্বে ৩৬টি ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে লাক্ষা দ্বীপপুঞ্জ অবস্থিত । লাক্ষা, আমিনদিভি ও মিনিকয় দ্বীপপুঞ্জের সরকারি নাম রাখা হয়েছে লাক্ষাদ্বীপ । লাক্ষা, আমিনদিভি ও মিনিকয় দ্বীপপুঞ্জের মোট আয়তন ৩২ বর্গকিলোমিটার মাত্র । এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড়ো দ্বীপ হল মিনিকয় দ্বীপ । এর আয়তন ৪.৫০ বর্গ কিমি । ভুবিজ্ঞানীদের মতে, আরবল্লী পর্বতের সম্প্রসারিত শিলাস্তরের ওপর যুগ যুগ ধরে আরব সাগরের প্রবাল কীটদের মৃত দেহাবশেষ স্তরে স্তরে সজ্জিত হয়ে এই দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়েছে ।

*****

Related Items

নদীর বহন কাজ কী কী প্রক্রিয়ায় সংঘটিত হয় এবং নদীর অবঘর্ষ ক্ষয় ও ঘর্ষণ ক্ষয়ের মধ্যে পার্থক্য কী ?

প্রশ্ন : নদীর বহন কাজ কী কী প্রক্রিয়ায় সংঘটিত হয় এবং নদীর অবঘর্ষ ক্ষয় ও ঘর্ষণ ক্ষয়ের মধ্যে পার্থক্য কী ?

বায়ুর কাজ কোথায় বেশি দেখা যায় ? বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়সাধন এবং বহন করে ?

প্রশ্ন:- বায়ুর কাজ কোথায় বেশি দেখা যায় ? বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়সাধন এবং বহন করে ?

প্রধানত মরুভূমি অঞ্চলেই বায়ুর ক্ষয়কাজ সবচেয়ে বেশি হয় । এর কারণ হল—

রেগোলিথ (Regolith) কী ?

প্রশ্ন:-  রেগোলিথ (Regolith) কী ?

জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক কী এবং আবহবিকারের ফলাফল কী কী ?

প্রশ্ন:- জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক কী এবং আবহবিকারের ফলাফল কী কী ?

উত্তর:- আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি কম বেশি প্রায় সর্বত্র কাজ করলেও কোনো বিশেষ ধরনের আবহবিকার বিশেষ কোনো জলবায়ু অঞ্চলেই বেশি কাজ করে, যেমন—

জলদ্বারা কীভাবে আবহবিকার সংঘটিত হয় ?

প্রশ্ন:- জলদ্বারা কীভাবে আবহবিকার সংঘটিত হয় ?

(১) বৃষ্টিবহুল অঞ্চলে জল বছরের পর বছর ধরে আঘাত করে করে শিলাখন্ডগুলিকে দুর্বল করে ফেলে এবং এতে শিলাখন্ডগুলি ক্রমশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়;