এশিয়ার উত্তর বাহিনী নদীগুলি

Submitted by avimanyu pramanik on Tue, 12/16/2014 - 12:54

এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির গতিপথ : এশিয়া মহাদেশের মধ্যভাগের সুবিস্তীর্ণ ও সুউচ্চ পার্বত্য অঞ্চল থেকে অনেক নদী উৎপন্ন হয়েছে । এদের মধ্যে কয়েকটি নদী ভূমির ঢাল অনুসরণ করে উত্তর দিকে সাইবেরিয়া সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে উত্তর সাগরে পড়েছে । এশিয়া মহাদেশের এইসব উত্তরবাহিনী নদীগুলির মধ্যে ওব, লেনাইনিসি উল্লেখযোগ্য । এশিয়ার উত্তর বাহিনী নদীগুলি সাধারণত বন্যাপ্রবণ । এই নদীগুলির মোহানা হিমমণ্ডলে অবস্থিত হওয়ার জন্য প্রায় সারাবছরই বরফে ঢাকা থাকে । তাই সমুদ্রে প্রবাহিত হওয়ার মূল পথ অবরুদ্ধ হওয়ার জন্য এইসব নদীগুলির নিম্ন ও মধ্য উপত্যকায় প্রায়ই বন্যা হয় ।

(১) ওব নদী : ওব নদী আলতাই পর্বত থেকে উৎপন্ন হয়ে ওব উপসাগরে পড়েছে । এর প্রধান উপনদী হল ইর্টিস । ওব নদীর দৈর্ঘ্য ৫,১২০ কিলোমিটার ।

(২) লেনা নদী : লেনা নদী বৈকাল হ্রদের কাছ থেকে উৎপন্ন হয়ে লাপ্টেভিক উপসাগরে পতিত হয়েছে । এর প্রধান উপনদী হল ভিটিমঅল্ডান । লেনা নদীর দৈর্ঘ্য ৪,৪৮০ কিলোমিটার ।

(৩) ইনিসি নদী : ইনিসি নদী সয়ান পর্বত থেকে উৎপন্ন হয়ে ইনিসি উপসাগরে পড়েছে । এর প্রধান উপনদী হল টুঙ্গুস্কা । ইনিসি নদীর দৈর্ঘ্য ৫,২৮০ কিলোমিটার ।

(৪) এশিয়ার অন্যান্য উত্তর বাহিনী নদী : এশিয়া মহাদেশের অন্যান্য উত্তর বাহিনী নদীগুলির মধ্যে কোলিমাখাটাঙ্গু বিশেষভাবে উল্লেখযোগ্য ।

*****

Related Items

হিমশৈল এবং হিমপ্রাচীর কী ?

প্রশ্ন : হিমশৈল এবং হিমপ্রাচীর কী ?

উপসাগরীয় স্রোত কী ?

প্রশ্ন : উপসাগরীয় স্রোত কী ?

শৈবাল সাগর কীভাবে সৃষ্টি হয় ?

প্রশ্ন : শৈবাল সাগর কীভাবে সৃষ্টি হয় ?

গ্র্যাণ্ড ব্যাঙ্ক মৎস্যচাসের জন্য অনুকূল কেন ?

প্রশ্ন : গ্র্যাণ্ড ব্যাঙ্ক মৎস্যচাসের জন্য অনুকূল কেন ?

মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয় ? মগ্নচড়াগুলি মৎস্য চাষের অনুকূল কেন ?

প্রশ্ন : মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয় ? মগ্নচড়াগুলি মৎস্য চাষের অনুকূল কেন ?