এশিয়া মহাদেশের দ্বীপপুঞ্জ

Submitted by avimanyu pramanik on Tue, 12/16/2014 - 11:59

এশিয়া মহাদেশের দ্বীপপুঞ্জ : এশিয়া মহাদেশের চারিদিকে পর্বত ও আগ্নেয়গিরিপূর্ণ ছোটো বড় বহু দ্বীপ এবং দ্বীপপুঞ্জ আছে, এগুলির মধ্যে বেশির ভাগ মহাদেশীয় দ্বীপ এবং কয়েকটি পর্বতময় দ্বীপ । বেশির ভাগ পর্বতময় দ্বীপই আসলে এশিয়ার সমুদ্রে নিমজ্জিত পর্বতের শীর্ষদেশ । এশিয়ার বেশির ভাগ দ্বীপ ও দ্বীপপুঞ্জই প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে অবস্থিত । অবস্থানগত ভাবে এই সমস্ত দ্বীপগুলিকে চারভাগে ভাগ করা যায়, যেমন— (ক) এশিয়া মহাদেশের পূর্বদিকে অবস্থিত দ্বীপ ও দ্বীপপুঞ্জ, (খ) এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্বদিকে অবস্থিত দ্বীপ ও দ্বীপপুঞ্জ, (গ) এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত দ্বীপ ও দ্বীপপুঞ্জ এবং (ঘ) এশিয়া মহাদেশের উত্তরে অবস্থিত দ্বীপ সমূহ ।

(ক) এশিয়া মহাদেশের পূর্বদিকে অবস্থিত দ্বীপ ও দ্বীপপুঞ্জ : এই অঞ্চলে অবস্থিত দ্বীপ সমুহের মধ্যে  (১) কিউরাইল, (২) সাখালিন, (৩) জাপান, (৪) রিউকিউ বা লুচু, (৫) ফর্মোসা বা তাইওয়ান, (৬) হংকং এবং (৭) হাইনান দ্বীপ উল্লেখযোগ্য ।

(খ) এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্বদিকে অবস্থিত দ্বীপ ও দ্বীপপুঞ্জ : এই অঞ্চলে অবস্থিত দ্বীপ ও দ্বীপপুঞ্জের মধ্যে (১) কালিমান্টান বা বোর্ণিও দ্বীপ, (২) ফিলিপাইন দ্বীপপুঞ্জ, এবং (৩) সুমাত্রা, জাভা প্রভৃতিকে নিয়ে গঠিত ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য ।

(গ) এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত দ্বীপ ও দ্বীপপুঞ্জ : এই অঞ্চলে অবস্থিত দ্বীপ সমূহের মধ্যে (১) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, (২) শ্রীলঙ্কা দ্বীপ, (৩) লাক্ষা দ্বীপপুঞ্জ ও (৪) মাল দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য ।

(ঘ) এশিয়া মহাদেশের উত্তরে অবস্থিত দ্বীপ সমূহ : এই অঞ্চলে অবস্থিত দ্বীপ সমূহের মধ্যে (১) নর্থল্যান্ড ও (২) নিউসাইবেরিয়া দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য ।

*****

Related Items

জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

প্রশ্ন : জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

নিরক্ষীয় অঞ্চলে বায়ুর পরিচলন গতির কারণ কী ?

প্রশ্ন : নিরক্ষীয় অঞ্চলে বায়ুর পরিচলন গতির কারণ কী ?

আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি ?

প্রশ্ন : আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি ?

আবহাওয়া

জলবায়ু

বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে এবং উচ্চতা হ্রাসবৃদ্ধির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

প্রশ্ন : বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে এবং উচ্চতা হ্রাসবৃদ্ধির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক :

বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ? বায়ুচাপ বলয়ের সঙ্গে মেরুবায়ুর সম্পর্ক কী ?

প্রশ্ন :- বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক এবং বায়ুচাপ বলয়ের সঙ্গে মেরুবায়ুর সম্পর্ক কী  ?

বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক :-