এশিয়া মহাদেশের হ্রদ

Submitted by avimanyu pramanik on Sat, 11/16/2013 - 15:51

এশিয়া মহাদেশের হ্রদ : যে স্বাভাবিক জলরাশির চারদিক স্থলে ঘেরা তাকে হ্রদ বলে । হ্রদকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, যথা— (১) পেয় জলের হ্রদ এবং (২) লবণাক্ত জলের হ্রদ ।

(১) এশিয়ার পেয় জলের হ্রদ : এশিয়ার বৃহত্তম পেয় জলের হ্রদ হল বৈকাল হ্রদ । এর আয়তন ৩৫,০০০ বর্গ কিলোমিটার । এছাড়া বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম হ্রদ । এর গভীরতা প্রায় ১,৫২৩ মিটার । এই হ্রদ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৪০০ মিটার উঁচুতে অবস্থিত । এশিয়ার অন্যান্য পেয় জলের হ্রদগুলোর মধ্যে তিব্বতের মানস সরোবর এবং কাশ্মীরের উলার হ্রদ উল্লেখযোগ্য ।

(২) এশিয়ার লবণাক্ত জলের হ্রদ : ইউরাল পর্বতের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত কাস্পিয়ান সাগর হল এশিয়া মহাদেশের তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ । এর আয়তন ৩,৭১,৮০০ বর্গ কিমি । আয়তনে বিপুলাকৃতি হওয়ায় একে সাগর বলা হয় ।

এশিয়ার মরুসাগর পৃথিবীর নিম্নতম হ্রদ । এটি সমুদ্র পৃষ্ঠ থেকে ৩৯৬ মিটার নীচে অবস্থিত । এই হ্রদের জল এত লবণাক্ত যে এর মধ্যে মানুষ সাঁতার না জানলেও ডোবে না ।

এশিয়ার অন্যান্য উল্লেখযোগ্য লবণাক্ত জলের হ্রদ হল — (১) আরল,  (২) বলখাস,  (৩) উরুমিয়া,  (৪) লপণর,  (৫) হামুন,  (৬) ভান,  (৭) তুজগুল প্রভৃতি ।

*****

Related Items

ভারতের জলসম্পদ (Water resources of India)

ভারতের জলসম্পদের পরিচয় (Water resources of India) : পৃথিবীর মোট উপলব্ধ জলের পরিমাণ ১৬০ কোটি ঘন কিলোমিটার । এই জলের ৯৭% সঞ্চিত রয়েছে সাগরে লবণাক্ত জলরূপে এবং ৩% স্বাদুজল, নদীনালা, ভৌমজল ও বরফরূপে অবস্থান করছে । পৃথিবীর মোট জলভাগ ক্ষেত্রের আয়তনের মাত্র

তেজী বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন ?

প্রশ্ন : তেজী বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন ?

ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য নিরূপণ কর ।

প্রশ্ন:- ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য নিরূপণ কর

সিজিগি কাকে বলে ? এবং অ্যাপোজি ও পেরিজি কাকে বলে ?

প্রশ্ন:-  সিজিগি কাকে বলে ? এবং অ্যাপোজি ও পেরিজি কাকে বলে ?

নিউফাউন্ডল্যান্ড ও জাপানের কাছে বছরের প্রায় সবসময় কুয়াশা জমে থাকে কেন ?

প্রশ্ন : নিউফাউন্ডল্যান্ড ও জাপানের কাছে বছরের প্রায় সবসময় কুয়াশা জমে থাকে কেন ?