বিজ্ঞানের জয়যাত্রা

Submitted by Nandarani Pramanik on Thu, 02/06/2020 - 14:40

ভূমিকা:- মানব সভ্যতার বিজয়রথের চালক হল বিজ্ঞান । সমগ্র মানবসভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের অবদান অপরিসীম । মানব সভ্যতার হাহক হল বিজ্ঞান । গুহাবাসী মানুষ যেদিন আগুন জ্বালাতে শিখল, যেদিন নগ্ন গায়ে গাছের ছালকে পরিধেয় হিসাবে ব্যবহার করতে শিখল, সেদিন থেকেই শুরু হল বিজ্ঞানের জয়যাত্রা ।

বিজ্ঞান কী ?— বিজ্ঞানের জয়যাত্রা আলোচনার পূর্বে আমাদের জানা দরকার বিজ্ঞান কী ? বিজ্ঞান হল বিশুদ্ধ জ্ঞান । যে জ্ঞান প্রকৃত সত্যের সন্ধান দেয় । যে জ্ঞান সম্পূর্ণভাবে অর্জন করতে পারলে মানবসমাজ আরো অগ্রগতির পথে এগিয়ে যেতে পারবে । মানবসমাজের কল্যাণ সাধন হবে ।

বিজ্ঞানের জয়যাত্রা নানা দিকে, নানা পথে —বিজ্ঞানের সৃষ্ট বিজয়রথে চড়ে মানুষ আজ পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাত্রা করছে অনায়াসে । মহাকাশযানে চড়ে পাড়ি দিচ্ছে মহাকাশের বুকে ,মহাকাশের নীহারিকাপুঞ্জ আজ আর রহস্যময় নয় । সাবমেরিনে চেপে মানুষ সমুদ্রের অতল গভীরে ডুব দিয়ে তুলে আনছে মণিমাণিক্য । অভ্রভেদী তুষারাবৃত এভারেস্টেও মানুষ বিজয় পতাকা উড়িয়েছে । দুস্তর মরু পাড়ি দিতেও আজ আর কোনো ব্যাপার নয় । বিজ্ঞানের জয়যাত্রায় খুলে গেছে সমস্ত রহস্য, অন্ধকার অচেনা জগৎ ।

চিকিৎসা জগতে বিজ্ঞানের জয়যাত্রা —চিকিৎসা জগতে এসেছে প্রবল গতি । এখন প্রচুর ইলেকট্রনিক যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে দুরারোগ্য রোগের সঠিক নির্ণয় ও চিকিৎসা সম্ভব হচ্ছে । দ্রুতগতিতে 'লেজার' এর প্রয়োগ, বেতার তরঙ্গ আমাদের প্রতিদিনের ব্যবহারে ঢুকে পড়েছে ।  চিকিৎসাতে বিজ্ঞান এনে দিয়েছে অসাধারণ সাফল্য । শিক্ষার জগতে বিজ্ঞান এনেছে বিপ্লব । বিজ্ঞানের অগ্রগতি আজ অনন্ত ও অসীম ।

কৃষিক্ষেত্রে বিজ্ঞানের জয়যাত্রা — কৃষিক্ষেত্রে উন্নত ফলনশীল বীজ ব্যবহার, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে যেমন উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়েছে তেমনি অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহারে কৃষিতে এসেছে সবুজ বিপ্লব । এসব কিছুর পিছনে রয়েছে বিজ্ঞানের জয়যাত্রা । আধুনিক মানুষের জীবন আজ বিজ্ঞান নির্ভর । বিজ্ঞানকে কাজে লাগিয়ে দুর্ভিক্ষ, মড়ক, প্রাকৃতিক দুর্যোগের অনেকটাই মোকাবিলা করা সম্ভব হয়েছে । সুতরাং বিজ্ঞানের জয়যাত্রা মানে মানব সভ্যতার জয়যাত্রা ।

প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের জয়যাত্রা— আমাদের দৈনন্দিন জীবনে সব রকমের সুখ ও স্বাচ্ছন্দ এনে দিয়েছে বিজ্ঞান । আমাদের শোবার ঘর থেকে রান্নাঘর, পড়ার ঘর, ক্লাসরুম, অফিস-আদালত সর্বত্র বৈজ্ঞানিক জিনিসপত্র ব্যবহার করে জীবন আরো সুন্দর ও সহজ হয়েছে । টাইমটেবিল থেকে টাইপরাইটার, কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট সব কিছুই বিজ্ঞানের সোনালী ফসল । এগুলি আমাদের জীবনে এতটাই অপরিহার্য হয়ে উঠেছে যে এগুলি ছাড়া আমরা কিছু ভাবতে পারি না ।

কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানের জয়যাত্রা — মানব সভ্যতাকে সম্পূর্ণভাবে কুসংস্কারমুক্ত করতে সক্রিয়ভাবে সাহায্য করছে বিজ্ঞান । সমাজকে সম্পূর্ণভাবে কুসংস্কারমুক্ত করার দায়িত্ব আমাদের প্রত্যেকের । এর জন্য গ্রামে গ্রামে, শহরের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞান মেলা, বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা, বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত করে কুসংস্কার দূর করা সম্ভব । এর মাধ্যমে জনসাধারণ সচেতন হবে বিজ্ঞানের প্রতি । কুসংস্কার জীবনে যে কী মারাত্মক ক্ষতি করতে পারে সে সম্পর্কে মানুষ অবহিত হবে । প্রকৃত সত্যের সন্ধান পাবে ।

উপসংহার — বিজ্ঞানের জয়যাত্রায় মানুষ আজ আর পিছনের দিকে তাকাবার অবকাশ পায় না । শোনা যায় বিশ্ব সৃষ্টি হয়েছিল মহাবিস্ফোরণ 'বিগব্যাং' এর মাধ্যমে । এই সৃষ্টির পর বিশ্ব ব্রহ্মান্ডের আকার ও পরিধি দিনে দিনে বেড়েই চলেছে । এই বৃদ্ধিকে বলা হয় Expanding Universe' । বিজ্ঞানের জয়যাত্রা দিনে দিনে বেড়েই চলেছে । বিজ্ঞানের জয়যাত্রা কোন দিনই থামবে না ।

****

Comments

Related Items

অরণ্য ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা

Ofমানুষের জন্ম থেকেই অরণ্য তার পরম আত্মীয়, অকৃত্রিম বন্ধু । অরণ্যের ডাকেই ধরিত্রীর প্রথম ঘুম ভেঙ্গে ছিল । দিকে দিকে প্রচারিত হয়েছিল জীবনের মহিমা । ভারতীয় সভ্যতা অরণ্য কেন্দ্রিক সভ্যতা, অরণ্যের কোলেই মানুষ গড়ে তুলেছিল তার প্রথম বাসস্থান । অরণ্য দিয়েছে বেঁচে থাকার রসদ, প্রাণের নিঃশ্বাস, আশ্বাস ।

দৈনন্দিন জীবনে বিজ্ঞান / বিজ্ঞান ও মানব সভ্যতা

ভূমিকা:- বর্তমান যুগ বিজ্ঞানের যুগ । বিজ্ঞানের নব নব আবিষ্কার মানুষের জীবনধারাকে আমূল পাল্টে দিয়েছে । মানুষের ব্যবহারিক জীবনে এসেছে যুগান্তকারী পরিবর্তন । প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য মানুষ আর মন্দিরে গিয়ে মাথা ঠোকে না

প্রতিবন্ধীদের প্রতি দায়িত্ব ও কর্তব্য

সূচনা :- মানসিক বা শারীরিক প্রতিবন্ধকতা যাদের মধ্যে রয়েছে তাদেরকে আমরা প্রতিবন্ধী বলি । প্রকৃতির শ্রেষ্ঠ সম্পদ মানুষ । যে মানুষের মধ্যে অস্বাভাবিকতা কিছু বেশি থাকে অর্থাৎ চলাফেরায় বা কথাবার্তায় যে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয় সেই প্রতিবন্ধী

জাতীয় শিশু দিবস

সূচনা :- প্রতি বছরই ১৪ই নভেম্বর দেশের সর্বত্র শিশু দিবস পালিত হয় । বছরের শুরু থেকে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে নানা রকম দিবস পালিত হয় —যেমন ১২ই জানুয়ারী যুব দিবস, প্রজাতন্ত্র দিবস, শ্রমদিবস, স্বাধীনতা দিবস...

জীবনে সময়ানুবর্তিতার মূল্য

ভূমিকা:- ‘সময় চলিয়া যায় / নদীর স্রোতের প্রায়’ -- সময় কারোর জন্য থেমে থাকে না অথচ মানুষের জীবন সীমিত পরিসরের গন্ডিতে বাঁধা । নানা স্বপ্ন, আশা-প্রত্যাশার নানা কল্পনা