WBCS Main Examination Paper - I (Bengali) -2018

Submitted by avimanyu pramanik on Wed, 02/12/2020 - 21:55

2018

BENGALI LETTER WRITING, DRAFTING OF REPORTS, PRECIS WRITING, COMPOSITION AND TRANSLATION 

Time Allowed -3 Hours            Full Marks :200

If the questions attempted are in excess of the prescribed number, only the questions attempted first up to the prescribed number shall be valued and the remaining ones ignored.

1. নিম্নলিখিত যে কোন একটি বিষয় সম্পর্কে আপনার অভিমত কোনো বাংলা দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে অনধিক ১৫০ শব্দের মধ্যে পত্রাকারে বিবৃত করুন :         40

(নাম ঠিকানার পরিবর্তে X Y Z লিখুন) 

(ক) বিজ্ঞানমনস্কতা ও কুসংস্কার

(খ) পরিবেশ দূষণ ও তার প্রতিকার

(গ) নারী নির্যাতন : ঘরে ও বাইরে

2. নিম্নলিখিত বিষয় সম্পর্কে ২০০ শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন :            40

'বাক স্বাধীনতার অধিকার সর্বাপেক্ষা জরুরি'

3. নিম্নলিখিত অংশের সারমর্ম লিখুন :            40

পৃথিবীতে যাহার দিকে তাকাও দেখিবে— সে নিজের অবস্থায় অসন্তুষ্ট । দরিদ্র কিসে ধনী হইবে সেই চিন্তায় উদ্বিগ্ন ; ধনী চোর-ডাকাতের ভয়ে ত্রস্ত, রাজা শত্রুর ভয়ে ভীত । এককথায় পৃথিবীতে এমন কেউ নাই যে পূর্ণ সুখে সুখী । অথচ কৌতুকের বিষয় এই— পৃথিবী ছাড়িয়া যাইতেও কেহ প্রস্তুত নহে । মৃত্যুর নাম শুনিলেই দেখি মানুষের মন শুকাইয়া যায় । মানুষ যতই দরিদ্র হউক, সপ্তাহের পর সপ্তাহ, যদি অনাহারে কাটাতেই হয়, পৃথিবী কোনো আরাম আমি যদি ভাগ্যে না থাকে, তথাপি সে মৃত্যুকে চাহে না । সে যদি কঠিন পীড়ায় পীড়িত হয়, যদি শয্যা হইতে উঠিবার শক্তিও না থাকে, তথাপি সে মৃত্যুর প্রার্থী হইবে না । কে না জানে যে শত বৎসরের পরমায়ু থাকলেও একদিন না একদিন মরিতে হইবে ।

4. অনুচ্ছেদটি পাঠ করে তার ভিত্তিতে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন :         10x4=40

জন্তুর অবস্থাও যেমন, স্বভাবও তার অনুগত । তার বরাদ্দও যা, কামনাও তার পিছনে চলে বিনা বিদ্রোহে । তার যা পাওনা তার বেশি তার দাবি নেই । মানুষ বলে বসল, 'আমি চাই উপরি-পাওনা ।' বাঁধা বরাদ্দের সীমা আছে, উপরি-পাওনার সীমা নেই । মানুষের জীবিকা চলে বাঁধা বরাদ্দে, উপরি-পাওনা দিয়ে প্রকাশ পায় তার মহিমা ।

জীবন ধর্মরক্ষার চেষ্টাতেও মানুষের নিরন্তর একটা দ্বন্দ্ব আছে । সে হচ্ছে প্রাণের সঙ্গে অপ্রাণের স্বন্দ্ব । অপ্রাণ আদিম, অপ্রাণ বিরাট । তার কাছ থেকে রসদ সংগ্রহ করতে হয় প্রাণকে, মালমশলা নিয়ে গড়ে তুলতে হয় দেহযন্ত্র । সেই অপ্রাণ নিষ্ঠুর মহাজনের মতো, ধার দেয় কিন্তু কেবলই টানাটানি করে ফিরে নেবার জন্যে, প্রাণকে দেউলে করে দিয়ে মিলিয়ে দিতে চায় পঞ্চভূতে ।

এই প্রাণচেষ্টাতে মানুষের শুধু কেবল অপ্রাণের সঙ্গে প্রাণের দ্বন্দ্ব নয়, পরিমিতের সঙ্গে অপরিমিতের । বাঁচবার দিকেও তার উপরি-পাওনার দাবি । বড়ো করে বাঁচতে হবে, তার অন্ন যেমন-তেমন নয়, তার বসন, তার বাসস্থান কেবল কাজ চালাবার জন্যে নয়– বড়োকে প্রকাশ করবার জন্যে । এমন কিছুকে প্রকাশ, যাকে সে বলে থাকে 'মানুষের প্রকাশ' ,জীবনযাত্রাতেও যে প্রকাশে ন্যূনতা ঘটলে মানুষ লজ্জিত হয় । সেই তার বাড়তি ভাগের  প্রকাশ নিয়ে মানুষের যেমন দুঃসাধ্য প্রয়াস এমন তার প্রয়োজন মেটাবার জন্যও নয় । মানুষের মধ্যে যিনি বড়ো আছেন, আহারে বিহারেও পাছে তাঁর অসম্মান হয় মানুষের এই এক বিষম ভাবনা ।

ঋজু হয়ে চলতে গিয়ে প্রতি মুহূর্তেই মানুষকে ভারাকর্ষণের বিরুদ্ধে মান বাঁচিয়ে চলতে হয় । পশুর মতো চলতে গেলে তা করতে হত না । মনুষ্যত্ব বাঁচিয়ে চলাতেও তার নিয়ত চেষ্টা, পদে পদেই নীচে পড়বার শঙ্কা । এই মনুষ্যত্ব বাঁচানোর দ্বন্দ্ব মানবধর্মের সঙ্গে পশুধর্মের দ্বন্দ্ব, অর্থাৎ আদর্শের সঙ্গে বাস্তবের ।

(ক) 'জন্তুর অবস্থাও যেমন, স্বভাবও তার অনুগত' বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন ?

(খ) 'প্রাণের সঙ্গে অপ্রাণের দ্বন্দ্ব' বিষয়টি কী ?

(গ) 'মানুষের প্রকাশ' বলতে কী বুঝিয়েছেন ?

(ঘ) মনুষ্যত্ব বাঁচানোর দ্বন্দ্বকে 'আদর্শের সঙ্গে বাস্তবের' দ্বন্দ্ব হিসাবে দেখা হল কেন ?

5. নিম্নলিখিত অনুচ্ছেদটি বঙ্গানুবাদ করুন :            40 

One day Sir Isaac Newton went out of his room leaving on the table a heap of papers containing his long research on the theory of light. There was on the floor of the room lying his pet dog, Diamond. No sooner had he gone then the dog jumped upon the table and upturned the lighted candle and the papers immediately caught fire. Returning after a few minute Newton found that all his hard labour of twenty years had been reduced to ashes. But the great scientist patted the dog on the head exclaiming, "Oh; Diamond, you don't know what you have done !"

**

Comments

Related Items

WBCS Main Examination Paper - III (General Studies-I) - 2018

1. 'Operation Flood' is associated with (A) Milk production (B) Wheat production (C) Flood control (D) Water harvesting 2. Which of the following are not grown in the Kharif season ? (A) Bajra and Rice (B) Maize and Jowar (C) Barley and Mustard (D) Jowar and Rice 3. The largest irrigated area in India is occupied by (A) Sugarcane (B) Rice (C) Cotton (D) Wheat

WBCS Exam Main Compulsory Question Paper on Arithmetic and Test of Reasoning 2016 solved paper

1. How many cubes of 10 cm edge can be put in a cubic box of 1 m edge ? (1) 10 (2) 100 (3) 1000 (4) 10000 Ans. 1000

WBCS Main Examination Paper - VI (Arithmetic and Test of Reasoning) - 2014

1. The interest on a principal for in years at r % simple interest per annum is [tex]{pnr \over 25}[/tex] then the principal will be - (A) 2p (B) [tex]{P \over 2}[/tex] (C) [tex]{P \over 4}[/tex] (D) 4p

MCQ for Miscellaneous Exam - Indian History Set - VI

Sample Question Paper for WBCS Main Exam [ Practice Set - VI based on Indian History ]

1.  ‘মহারাজ’ উপাধি কোন বংশের রাজারা ধারণ করেছিলেন ?  

(ক) শৈলেন্দ্র বংশীয় রাজারা       (খ) পল্লব বংশীয় রাজারা       (গ) চোল বংশীয় রাজারা      (ঘ) চালুক্য বংশীয় রাজারা

 

MCQ for Miscellaneous Exam - Indian History Set - V

Sample Question Paper for WBCS Main Exam [ Practice Set - V based on Indian History ]

1.  কণিষ্ক-এর বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ ?   

(ক) গান্ধার      (খ) গ্রীক     (গ) মথুরা     (ঘ) রোমান