দ্বিপদ উপপাদ্য (Binomial Theorem)
ভূমিকা (Introduction):- দ্বিপদ কথার অর্থ হল দুটি পদ । যে রাশিতে দুটি পদ থাকে তাকে দ্বিপদ রাশি বলা হয় । যেমন - 2x + 5, ax + b, ax - cy ইত্যাদি এরা প্রত্যেকে দ্বিপদ রাশি । আমরা দ্বিপদ রাশি (a + x) এর বর্গ কিংবা ঘনের অর্থাৎ (a+x)2 কিংবা (a+x)3 মান সহজেই নির্ণয় করতে পারি । কিন্তু (a+x)n (n যেকোন ধনাত্মক অখন্ড সংখ্যা) এর মান সহজে নির্ণয় করা যায় না । এই জাতীয় দ্বিপদ রাশির প্রকাশের জন্য একটি সাধারণ সূত্র ব্যবহার করি, এই সাধারণ সূত্রকেই বীজগণিতের ভাষায় দ্বিপদ উপপাদ্য (Binomial Theorem) বলে ।
দ্বিপদ উপপাদ্যের সাহায্যে আমরা সহজেই যেকোনো দ্বিপদ রাশির যেকোনো ঘাতের মান প্রকাশ করতে পারি । এই উপপাদ্যটি Sir Isaac Newton আবিষ্কার করেছেন ।
ধনাত্মক অখণ্ড সূচকের ক্ষেত্রে দ্বিপদ উপপাদ্য (Binomial Theorem for a Positive Integral Index)
উপপাদ্যের প্রতিপাদ্য বিষয় (Statement of the theorem)
n যেকোন ধনাত্মক অখন্ড সংখ্যা হলে (a + x) এই দ্বিপদ রাশির n তম ঘাতের বিস্তার হল
(a+x)n=an+nC1an−1x+nC2an−2x2+nC3an−3x3+..............+nCran−rxr+..........+xn→(i)or,(a+x)n=an+nan−1x+n!2!(n−2)!an−2x2+n!3!(n−3)!an−3x3+................+n!r!(n−r)!an−rxr+..........+xn→(ii)
a ও x এর যেকোন বাস্তব মানের জন্য ।
প্রমাণ :- আমরা জানি (a+x)2=a2+2ax+x2=a2+2C1ax+x2 ........... (i)
একই ভাবে
(a+x)3=a3+3a2x+3ax2+x3=a3+3C1a2x+3C2ax2+x3 ..... (ii)
উপরের (i) ও (ii) থেকে পাই দ্বিপদ উপপাদ্য n = 2 অথবা n = 3 এর ক্ষেত্রে সত্য ।
এখন ধরা যাক যদি n = m এর ক্ষেত্রে দ্বিপদ উপপাদ্যটি সত্য, তাহলে
(a+x)m=am+mC1am−1x+mC2am−2x2+mC3am−3x3+..................+Cmram−rxr+............+xm............(iii)
এখন দেখাতে হবে (m +1) এর জন্য এই বিবৃতিটি সত্য দেখাতে হবে
(a+x)m+1=(a+x)m(a+x)=(am+mC1am−1x+mC2am−2x2+mC3am−3x3+..................+mCram−rxr+............+xm)(a+x)=am+1+mC1am−1+1x+mC2am−2+1x2+mC3am−3+1x3+...............+mCram−r+1xr+..........+xma+amx+mC1am−1x2+mC2am−2x3+mC3am−3x4+..................+mCram−rxr+1+........+xm+1=am+1+am(mC1+1)x+am−1(mC2+mC1)x2+am−2(mC3+mC2)x3+..............+am+1−r(mCr+mCr−1)xr+.............+xm+1=am+1+m+1C1am+1−1x+m+1C2am+1−2x2+........+m+1Cram+1−rxr+......xm+1=(a+x)m+1
স্পটতই দেখা যাচ্ছে n = (m +1) এর জন্য বিবৃতিটি সত্য যদি n = m এর জন্য বিবৃতিটি সত্য হয় । এখন n = 2 এর জন্য বিবৃতিটি সত্য, এবং যদি n = m এর জন্য বিবৃতিটি সত্য হলে n = (m +1) এর জন্য বিবৃতিটি সত্য হবে । অতএব গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমরা বলতে পারি n যে কোন স্বাভাবিক সংখ্যার জন্য বিবৃতিটি সত্য হবে । অতএব
(a+x)n=an+nC1an−1x+nC2an−2x2+nC3an−3x3+..................+Cnran−rxr+............+xn
দ্রষ্টব্য
(i) যদি কোন রাশিকে একটি শ্রেণীর আকারে প্রকাশ করা হয় তবে ওই শ্রেণীকে বলা হয় বিস্তৃতি (Expansion) ।.
(ii) যেহেতু nC0=nCn=1 এবং x0=a0=1 সুতরাং (a−x)n এর বিস্তৃতি নিম্নলিখিত আকারে লেখা যায়
(a+x)n=nC0anx0+nC1an−1x1+nC2an−2x2+............+nCran−rxr+..........+nCna0xn
(i) (a−x)n এর বিস্তৃতিতে পদসংখ্যা হল (n + 1) ।
(ii) যেকোন x এর সূচক ওই পদটির ক্রমিক অবস্থান অপেক্ষা 1 কম । যেকোন পদে a ও x এর সূচকের সমষ্টি সর্বদাই n ।
কয়েকটি বিশেষ দ্বিপদ রাশির বিস্তৃতি (Expansions of some Important Binomial Expressions)
(1) (1+x)n এর বিস্তৃতি (n যেকোন অখন্ড ধনাত্মক সংখ্যা)
(a+x)n এর বিস্তৃতিতে a = 1 বসিয়ে পাই
(1+x)n=1+nC1x+nC2x2+nC3x3+...........+nCrxr+..............+xn
(2) (a−x)n এর বিস্তৃতি (n যেকোন অখন্ড ধনাত্মক সংখ্যা)
(a+x)n এর বিস্তৃতিতে x = -x বসিয়ে পাই
(a−x)n=an+nC1an−1(−x)+nC2an−2(−x)2+nC3an−3(−x)3+...........+nCran−r(−x)r+.........+(−x)n⇒(a−x)n=an−nC1an−1x+nC2an−2x2−nC3an−3x3+.........+nCran−r(−x)r+.........+(−x)n
(3) (1−x)n এর বিস্তৃতি (n যেকোন অখন্ড ধনাত্মক সংখ্যা)
(1+x)n এর বিস্তৃতিতে x = -x বসিয়ে পাই
(1−x)n=1+nC1(−x)+nC2(−x)2+nC3(−x)3+...........+nCr(−x)r+.........+(−x)n⇒(1−x)n=1−nC1x+nC2x2−nC3x3+.........+nCr(−x)r+.........+(−x)n
বিস্তৃতির সাধারণ পদ নির্ণয় (To find the general term of Expansion)
(a+x)n এর বিস্তৃতিতে (n যেকোন অখন্ড ধনাত্মক সংখ্যা) (r + 1) তম পদটিকে সাধারণ পদ বলে । সাধারণত এই পদকে tr+1 দ্বারা সূচিত করা হয় ।
(a+x)n=an+nC1an−1x+nC2an−2x2+............+nCran−rxr+..........+xn
উপরের বিস্তৃতি থেকে দেখা যায় যে
t1=nC0an−0x0t2=nC1an−1x1t3=nC2an−2x2t4=nC3an−3x3
এবং সাধারণভাবে tr+1=(r+1)তমপদ=nCran−rxr
দ্রষ্টব্য
(i) (1+x)n এর বিস্তৃতিতে (r +1) তম পদ = tr+1=nCrxr
(ii) (1−x)n এর বিস্তৃতিতে (r +1) তম পদ = tr+1=−1rnCrxr
(iii) (a−x)n এর বিস্তৃতিতে (r +1) তম পদ = tr+1=−1rnCran−rxr
বিস্তৃতির মধ্যমপদ নির্ণয় (To find the middle term of Expansion)
(a−x)n এর বিস্তৃতিতে (n যেকোন অখন্ড ধনাত্মক সংখ্যা) পদসংখ্যা হল (n+1) । সুতরাং n মান যদি যুগ্ম হয় তাহলে পদসংখ্যা হয় অযুগ্ম । তখন মধ্যমপদের সংখ্যা হবে একটি । আবার n এর মান যদি অযুগ্ম হয় তাহলে পদসংখ্যা হয় যুগ্ম । তখন মধ্যমপদের সংখ্যা হয় দুটি ।
n এর মান যখন যুগ্ম
মনে করি n = 2m, যেখানে m যেকোন ধনাত্মক অখন্ড সংখ্যা । সুতরাং (a+x)n এর বিস্তৃতিতে পদসংখ্যা হবে (2m + 1).স্পটতই মধ্যম পদটি হবে (m + 1) তম পদ । কারণ (m + 1) তম পদের উভয় পাশে m সংখ্যক করে পদ থাকে । অতএব নির্ণেয় মধ্যমপদ হল (m + 1) তম পদ বা (n2+1) তম পদ এবং পদটি হল
tn2+1=nCn2an−n2xn2=nCn2an2xn2
n এর মান যখন অযুগ্ম
মনে করি n = (2m + 1), যেখানে m যেকোন ধনাত্মক অখন্ড সংখ্যা । সুতরাং (a+x)n এর বিস্তৃতিতে পদসংখ্যা হবে (2m + 1+1) = (2m + 2) । এক্ষেত্রে বিস্তৃতিতে দুটি মধ্যমপদ থাকবে এবং এই পদদুটি হবে (m + 1) তম এবং (m + 2 ) তম । কারণ এই পদ দুটির উভয়পাশে m সংখ্যক পদ আছে ।
এখন n=(2m+1)⇒m=n−12
অতএব নির্ণেয় মধ্যমপদ দুটি হল
(n−12+1) তম , (n−12+2) তম পদ
প্রথম মধ্যমপদ = (n−12+1) তম পদ
⇒tn−12+1=nCn−12an−n−12xn−12=nCn−12an+12xn−12
দ্বিতীয় মধ্যমপদ = (n+12+1) তম পদ
⇒tn+12+1=nCn+12an−n+12xn+12=nCn+12an−12xn+12
(a+x)n বা (1+x)n এর বিস্তৃতিতে প্রথম ও শেষ দিক থেকে সমদূরবর্তী পদের সহগ সমান হবে (In the Expansion (a+x)n or (1+x)n, the coefficients of terms Equidistant from the beginning and the end are equal)
স্পটতই (a+x)n বা (1+x)n এর বিস্তৃতিতে প্রথম (r + 1) তম পদের সহগ হল nCr । আবার শেষের দিক থেকে (r + 1) তম পদের সহগ হল nCn−r ।
সূত্রানুযায়ী nCr = nCn−r
অতএব প্রথম দিক থেকে (r + 1) তম পদের সহগ = শেষের দিক থেকে (r + 1) তম পদের সহগ ।
সুতরাং প্রমাণিত প্রথম ও শেষ দিক থেকে সমদূরবর্তী পদের সহগ সমান হবে ।
দ্বিপদ সহগ সমূহের ধর্ম (Properties of Binomial Coefficients)
অনেক সময় দ্বিপদ সহগ সমূহ nC0,nC1,nC2,.............,nCr,..............,nCn গুলিকে সংক্ষেপে C0,C1,C2,.............,Cr,..............,Cn এই আকারে লেখা হয় ।
সুতরাং
(1+x)n=nC0+nC1x+nC2x2+................+nCrxr+............+nCnxn⇒(1+x)n=C0+C1x+C2x2+................+Crxr+.............+Cnxn
দ্বিপদ সহগ সমূহের নিম্নলিখিত দুটি বৈশিষ্ট আছে ।
(১) (1+x)n এর বিস্তৃতিতে সহগ সমূহের সমষ্টি = 2n
আমরা জানি
(1+x)n=C0+C1x+C2x2+................+Crxr+.............+Cnxn
এখন x = 1 বসিয়ে পাই
(1+1)n=C0+C1+C2+................+Cr+.............+Cn⇒2n=C0+C1+C2+................+Cr+.............+Cn
অতএব (1+x)n এর বিস্তৃতিতে সহগ সমূহের সমষ্টি = 2n প্রমাণিত ।
(২) (1+x)n এর বিস্তৃতিতে জোড় স্থানীয় সহগ সমূহের সমষ্টি = বিজোড় স্থানীয় সহগ সমূহের সমষ্টি = 2n−1
আমরা জানি
(1+x)n=C0+C1x+C2x2+................+Crxr+.............+Cnxn............. (i)
এখন (i) কে x এর স্থানে -x বসিয়ে পাই
(1−x)n=C0−C1x+C2x2−.............+(−1)rCrxr+.........+(−1)nxn..........(ii)
(i) + (ii) করে পাই
(1+x)n+(1−x)n=2[C0+C2x2+C4x4+..........].............. (iii)
(iii) নং সমীকরণে x = 1 বসিয়ে পাই
(1+1)n+(1−1)n=2[C0+C212+C414+..........]⇒2n+0=2[C0+C2+C4+...........]⇒C0+C2+C4+...........=2n−1
অর্থাৎ বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি হবে 2n−1 ।
অনুরূপে (i) - (ii) করে জোড় স্থানীয় পদগুলির সমষ্টি = 2n−1 পাই ।
(a+x)n এর বিস্তৃতিতে বৃহত্তম পদ নির্ণয় ( a > 0 , x > 0 এবং n ধনাত্মক অখন্ড সংখ্যা) [To find the greatest term in the Expansion of (a+x)n ( a > 0 , x> 0 and n is positive integer)]
(a+x)n বিস্তৃতির ( r + 1 ) তম ও r তম পদ যথাক্রমে tr+1 ও tr ।
যেখানে tr+1=nCran−rxrএবংtr=nCr−1an−r+1xr−1 ।
এখন tr+1tr=nCran−rxrtrnCr−1an−r+1xr−1=nCrnCr−1xa=(n−r+1r)xa
স্পষ্টতই tr+1>tr হবে যখন (n−r+1r)xa>1............... (i)
(n−r+1r)xa>1⇒n−r+1r>ax⇒n+1r−1>ax⇒n+1r>a+xx⇒r<x(n+1)a+x
একইভাবে যদি tr+1=tr হয় তবে r=x(n+1)a+x ................... (ii)
এবং যদি r>x(n+1)a+x তখন tr+1<tr ............ (iii) হবে ।
এখন x(n+1)a+x এর মান একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক ভগ্নাংশ হতে পারে ।
x(n+1)a+x এর মান যখন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা
প্রথমত : ধরা যাক x(n+1)a+x = m যেখানে m যেকোন ধনাত্মক পূর্ণ সংখ্যা ।
তাহলে tr+1>tr হবে যখন r < m হবে । অর্থাৎ r = 1 ,2 ,3 ,4 ,.........., (m - 1) হলে tr+1>tr হবে ।
সুতরাং t2>t1,t3>t2,t4>t3,.............tm>tm−1⇒t1<t2<t3<t4<..........tm−1<tm..............(iv)
যখন r = m হয় তখন tm+1=tm হবে ।
আবার যদি r > m হয়, তখন tr+1<tr হবে ।
অর্থাৎ r = (m + 1), (m + 2), (m +3)............... হলে ,
tm+2<tm+1,tm+3<tm+2,tm+4<tm+3...............⇒tm+1>tm+2>tm+3>tm+4............
(i), (ii), (iii), (vi) থেকে দেখা যাচ্ছে x(n+1)a+x = m, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে m তম এবং (m + 1) তম পদ দুটি সমান হবে এবং তাদের যেকোন একটিই নির্ণেয় বৃহত্তম পদ হবে ।
দ্বিতীয়ত : ধরা যাক x(n+1)a+x = m + ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ, যেখানে m = 0 বা যেকোন ধনাত্মক পূর্ণ সংখ্যা ।
তাহলে tr+1>tr;যখনr≤m
অর্থাৎ r=1,2,3,................m,হলেtr+1>tr হবে ।
অতএব t2>t1,t3>t2,t4>t5............tm+1>tm
অর্থাৎ t1<t2<t3<t4<..........<tm<tm+1 ................... (v)
আবার tr+1<tr;যখনr≥m+1
অর্থাৎ r=m+1,m+2,m+3,................, হলে tr+1<tr হবে ।
অতএব tm+2>tm+1,tm+3>tm+2,tm+4>tm+5............
অর্থাৎ tm+1<tm+2<tm+3<tm+4<.......... ........................ (vi)
এখন (v) ও (vi) থেকে পাই
t1<t2<t3<t4...........<tm<tm+1>tm+2>tm+3..........
স্পষ্টতই tm+1 পদের মান হবে বৃহত্তম ।
সুতরাং (n+1)xa+x= [m + ( একটি ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ হলে )], ( m + 1) তম পদের মান বৃহত্তম হবে ।
সংক্ষিপ্তকরণ :-
(1) n ধনাত্মক অখন্ড সংখ্যা হলে,
(a+x)n=an+nc1⋅an−1x1+nc2⋅an−2x2+⋯+ncr⋅an−rxr+⋯+xn .... (1)
(2) (1) n যুগ্ম হলে, (1) বিস্তৃতির একটি মাধ্যম পদ থাকবে এবং মাধ্যম পদটি হবে (n2+1) -তম পদ ;
(2) n অযুগ্ম হলে, (1) বিস্তৃতির দুটি মাধ্যম পদ থাকবে এবং পদটি দুটি যথাক্রমে (n−12+1) -তম এবং (n+12+1) -তম পদ হবে ।
(3) (a+x)n -এর বিস্তৃতিতে m -তম অথবা, (m + 1) -তম পদ বৃহত্তম হবে যদি , (n+1)xa+x = একটি ধনাত্মক পূর্ণসংখ্যা m হয়, পক্ষান্তরে, (n+1)xa+x = [একটি ধনাত্মক পূর্ণসংখ্যা (m) + একটি প্রকৃত ভগ্নাংশ হলে ] , (m + 1) -তম পদটি বৃহত্তম পদ হবে ।
(4) (1) বিস্তৃতির সাধারণ পদ = (r+1) তম পদ = tr+1=ncr⋅an−rxr ।
******
- 4051 views