নোঙর — অজিত দত্ত

Submitted by avimanyu pramanik on Wed, 06/30/2021 - 22:36

নোঙর — অজিত দত্ত

*********************

পাড়ি দিতে দূর সিন্ধুপারে

নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে ।

সারারাত মিছে দাঁড় টানি,

মিছে দাঁড় টানি ।

জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে,

এ-তরীতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে ।

তারপর ভাঁটার শোষণ

স্রোতের প্রবল প্রাণ করে আহরণ ।

জোয়ার-ভাঁটায় বাঁধা এ-তটের কাছে

আমার বাণিজ্য-তরী বাঁধা পড়ে আছে ।

যতই না দাঁড় টানি, যতই মাস্তুলে বাঁধি পাল,

নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল ।

নিস্তব্ধ মুহূর্তগুলি সাগরগর্জনে ওঠে কেঁপে,

স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে ।

যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা

ততই বিরামহীন এই দাড়টানা ।

 

তরী ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্তসিন্ধুপারে,

নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে ।

সারারাত তবু দাঁড় টানি,

তবু দাঁড় টানি ।।

*********
 

 

Comments

Related Items

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে তা লেখ ।

প্রশ্ন: কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে তা লেখ

'দাম' গল্পে সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছেছে তা আলোচনা কর ।

প্রশ্ন : 'দাম' গল্পে সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছেছে তা আলোচনা কর

ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল ?

প্রশ্ন:-  ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল ?

"এটা খুব জ্ঞানের কথা'' । —কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে ? এবং কেন ?

প্রশ্ন : "এটা খুব জ্ঞানের কথা'' । —কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে ? এবং কেন ?

নব নব সৃষ্টি — সৈয়দ মুজতবা আলী

নব নব সৃষ্টি — সৈয়দ মুজতবা আলী