WBPSC: Clerkship Exam - 2006 [1st Half ]

Submitted by Anonymous (not verified) on Tue, 05/24/2011 - 20:33

WEST BENGAL PUBLIC SERVICE COMMISSION

CLERKSHIP EXAMINATION, 2006 (1st  HALF)   Time: 1 hour 30 mins   Marks: 100

[ Held on 2007 ]

 

১। ‘সীমান্ত গান্ধী’ কাকে বলা হয়?

(A)  আব্দুল গফফর খান   (B) মৌলানা আজাদ    (C) সতীশচন্দ্র দাসগুপ্ত    (D) মহাত্মা গান্ধী

 

২।  যদি ইলেকট্রিক বিল সময়মতো দেওয়া যায় তবে 15% রিবেট (ছাড়) পাওয়া যায়। একজন লোক 54 টাকা রিবেট (ছাড়) পেল যথাসময়ে বিল মেটানোর জন্য। তার ইলেকট্রিক বিলে টাকার পরিমান কত?

 (A)  300 টাকা    (B) 350 টাকা    (C) 360 টাকা    (D) 380 টাকা

 

৩। একটি ট্রেন ঘন্টায় 30 কিমি বেগে 12 মিনিট এবং তার পরবর্তী 8 মিনিট ঘন্টায় 45 কিমি বেগে যায়। এই যাত্রার গড় গতিবেগ কত?  

(A)  40 কিমি/ঘন্টা     (B) 36 কিমি/ঘন্টা     (C) 43 কিমি/ঘন্টা    (D) 46 কিমি/ঘন্টা

 

৪। ছয়টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির সমষ্টি 27; পরের তিনটির সমষ্টি কত?

(A)  30     (B) 40      (C) 36      (D) 45

 

৫।  লন টেনিস কোর্টের জন্য খ্যাত ‘উইম্বলডন’ অবস্থিতঃ  

(A) ওয়াশিংটন ডি.সি.-তে     (B) প্যারিসে    (C) রোমে    (D) লন্ডনে   

 

৬।  (9+3)÷3×2-(7-3×2)—এই রাশিটির মান হলঃ

(A) 1      (B) 7      (C) 4     (D)  0

 

৭।  (a) 100 টাকার 3 বছরের সুদ 96 টাকা,  (b) 300 টাকার 5 বছরের সুদ 165 টাকা।

উপরোক্ত দুটি বিষয়ে সুদের হারের অনুপাত   

(A) 32:11      (B) 30:13        (C) 28:15      (D) 16:6

 

৮।   একজন লোক তার মোট চালের 2/3 অংশ ও 100 কিলোগ্রাম বিক্রয় করল। আবার সে তার অবশিষ্টের 1/2 অংশ ও 100 কিলোগ্রাম বিক্রম করল। এবার তার 150 কিলোগ্রাম অবশিষ্ট রইল। প্রথমে তার কত চাল ছিল?  

(A) 2100 কিগ্রা.    (B) 1800 কিগ্রা.    (C) 2400 কিগ্রা.    (D) 2000 কিগ্রা.

 

৯।    পাঁচ জন শ্রমিক পাঁচ ঘন্টা খেটে 5টি মাদুর তৈরী করে। দশ জন শ্রমিক দশ ঘন্টায় কটি মাদুর তৈরী করবে? (A) 10      (B) 20     (C) 30     (D) 35

 

১০।   ভারত কোন শস্য সর্বাধিক পরিমান জমিতে চাষ করা হয়?

 (A) গম      (B) ধান      (C) আখ      (D)  তুলা

 

১১।    ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত?  

(A)  ডিগবয়     (B) কোচিন      (C) মথুরা      (D) গুয়াহাটি

 

১২।    দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 24; বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যার 11/2 গুণ। সংখ্যা দুটি কি কি?

(A)  6 , 4     (B) 3 , 8    (C) 2 , 12     (D) 3 , 7

 

 

Comments

Related Items