HTML Forms
Html form অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। যখন ওয়েবসাইটের ভিজিটর দর্শকের কাছ থেকে কোন ইনফরমেশন বা কোন ইনপুট নেওয়ার দরকার হলে বা website লগইন করতে হলে আমরা html form ব্যবহার করে থাকি।
Form ওয়েব সাইট ভিজিটর এর কাছ থেকে ইনপুট নিয়ে backend সার্ভার এর কাছে সাবমিট করে। server side script ইনপুট ডেটা গুলি নিয়ে সার্ভারে সেভ করে বা input data অনুযায়ী information প্রোভাইড করে।