HTML CSS
Css কথার অর্থ cascading style sheets।
Html element ওয়েব পেজের মধ্যে দেখতে কেমন হবে তা ঠিক করা হয় css দিয়ে।
সিএসএস ব্যবহার করে multipage সাইটের layout কন্ট্রোল করা হয় অর্থাৎ css দিয়ে একই রকমের বৈশিষ্ট্যযুক্ত html element গুলিকে দেখতে কেমন হবে তা সেট করা। css ওয়েবসাইটের কোডিং করার প্রচুর সময় বাঁচিয়ে দেয়।
কোন html element কে দেখতে কেমন হবে তা html attribute দিয়ে বর্ণনা করা হয়। CSS html attribute এর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এটি অত্যন্ত সোজা এবং কার্যকরী। ওয়েব পেজ তৈরির অনেকটা সময় বাঁচিয়ে দেয়।
Css ব্যবহার করা অত্যন্ত সোজা একটি ফাইলের মধ্যে বিভিন্ন html elements এর জন্য বিভিন্ন ধরনের স্টাইল বর্ণনা করে ফাইলটিকে attach করে দিতে হবে।