Madhyamik Examination (WBBSE) - 2022 Physical Science (Bengali version)

Submitted by avimanyu pramanik on Tue, 05/03/2022 - 22:57

2022

PHYSICAL SCIENCE

(For Regular & External Candidates)

Time : Three Hours Fifteen Minutes (First fifteen minutes for reading the question paper)

Full Marks — 90 —For Regular Candidates

Full Marks — 100 —For External Candidates

Special it will be given for answers which are brief and to the point.

Marks will be deducted for spelling mistakes & bad handwriting

কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের 'ঙ' বিভাগের প্রশ্নগুলির উত্তর দিতে হবে । প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে ।

'ক' বিভাগ

1.  বহু বিকল্পভিত্তিক প্রশ্ন । প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে । যেটি ঠিক সেটি লেখো :                        1 x 15 

1.1   বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশী ?

        (a) ট্রপোস্ফিয়ার          (b) স্ট্রাটোস্ফিয়ার        (c) মেসোস্ফিয়ার         (d) থার্মোস্ফিয়ার

1.2   গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্র টি হল

        (a)       (b)     (c)      (d)

1.3   গ্যাসীয় পদার্থের আণবিক ভর (M) ও বাষ্প ঘনত্বের (D) সম্পর্কটি হল

        (a) 2M =D      (b) M = D2       (c) M = 2.8 D      (d) M = 2 D

1.4   একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সে.মি. হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে

        (a) 20 সে.মি.     (b) 15 সে.মি.     (c) 10 সে.মি.     (d) 40 সে.মি.

1.5   দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে নীচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য বড়ো ?

        (a) x -রশ্মি      (b) অবলোহিত রশ্মি      (c) γ -রশ্মি      (d) অতিবেগুনি রশ্মি

1.6  দন্তচিকিৎসকগণ ব্যবহার করেন

       (a) উত্তল দর্পণ      (b) উত্তল লেন্স      (c) অবতল দর্পণ      (d) অবতল লেন্স

1.7  একটি ইলেকট্রনের আধান হল

        (a) -3.2x10-19C      (b) -1.6x10-19C      (c) 1.6x10-19C      (d) 3.2x10-19C

1.8  পরিবাহীর রোধ (R) ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় (t) অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ (H) ও প্রবাহমাত্রার (I) সম্পর্ক হল

        (a) [tex] H\alpha I [/tex]      (b) [tex] H\alpha {1 \over {{I^2}}} [/tex]      (c) [tex[ H\alpha {I^2} {/tex]      (d) [tex] H\alpha {1 \over I}[/tex]

1.9   কোনও পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 C আধান প্রবাহিত হলে, তড়িৎপ্রবাহমাত্রা হল

        (a) 6 অ্যাম্পিয়ার      (b) 0.1 অ্যাম্পিয়ার       (c) 24 অ্যাম্পিয়ার      (d) 10 অ্যাম্পিয়ার

1.10   দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা হল

          (a) 9      (b) 13       (c) 18      (d) 19

1.11   দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17 -এর অন্তর্গত Cl (17),  I (53),  F (9),   Br (35) -এর জারণ ধর্মের ক্রম হল

          (a) F < Cl < Br < I       (b) Cl > I > F > Br      (c) Cl > F > Br > I      (d) F > Cl > Br > I

1.12    নীচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনও আয়নেরই অষ্টক নেই ?

           (a) LiH       (b) CaO       (c) NaCl       (d) MgCl2

1.13    নীচের কোন যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয় ?

           (a) চিনি       (b) গ্লুকোজ       (c) সোডিয়াম ফ্লুওরাইড       (d) হাইড্রোজেন ক্লোরাইড

1.14   অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে

          (a) তড়িতের অপরিবাহী      (b) সম্পূর্ণরূপে বিয়োজিত হয়      (c) আংশিক বিয়োজিত হয়      (d) বিয়োজিত হয় না

1.15   তড়িৎ বিশ্লেষণের সময়

          (a) ক্যাথোডে জারণ ও অ্যানোডে বিজারণ ঘটে

          (b) উভয় তড়িৎদ্বারে জারণ ঘটে

          (c) উভয় তড়িৎদ্বারে বিজারণ ঘটে

          (d) ক্যাথোড বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে 


'খ' বিভাগ

2.  নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) :

2.1   জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো ।                                                                                                          1

2.2   বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো ।                                                                                                1

                                                                                অথবা

        শূন্যস্থান পূরণ করো :

        ওজোন স্তর সূর্য থেকে আগত ——— রশ্মির ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিহত করে ।                                                                          1

2.3   SI পদ্ধতিতে গ্যাসের চাপের একক কী ?                                                                                                                               1

2.4   চার্লসের সূত্রের ধ্রুবক কী কী ?                                                                                                                                           1

                                                                              অথবা

         নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো

         উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান ।                                                  1  

2.5   কোনও দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ্ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি ?                                                             1

2.6  মোটরগাড়ির হেড লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?                                                                                               1

2.7  লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনও মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে µr ও µb হলে কোনটির মান বেশি ?                                         1

2.8  SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী ?                                                                                                                             1

2.9  তড়িৎ-পরিবাহিতার একক কী ?

                                           অথবা

       ফিউজ তারের উপাদান কী কী ?                                                                                                                                        1

2.10  'কিলোওয়াট-ঘন্টা' কোন ভৌত রাশির একক ?                                                                                                                   1

2.11  বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :                                                                                                       1x4=4

        

  বামস্তম্ভ   ডানস্তম্ভ
2.11.1 অ্যাসিটিক অ্যাসিড (a) তড়িৎ অপরিবাহী
2.11.2 কাচ (b) মৃদু তড়িৎ-বিশ্লেষ্য
2.11.3 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল (c) রিটন রিটন
2.11.4 একটি অভিজাত মৌল (d) ফ্লুওরিন

 

2.12   F, I, Br, Cl কে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও ।                                                                             1

2.13   দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণিতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান ?                                1

                                                অথবা

          ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন গ্রুপের অন্তর্গত ?                                                                                         1

2.14  'ড্যাশ' চিহ্ন দিয়ে H2O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও ।                                                                                          1

2.15  হাইড্রাইড আয়নের (H-) ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো ?                                          1

                                              অথবা

         হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো ।                                                                                                 1

2.16  একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও ।                                                                                                       1

2.17  নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:

         কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি ।                                                   1

2.18  তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশণে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে ?                                                              1

                                             অথবা

           নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো :

           তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে ।                                                            1

 

'গ' বিভাগ

3.    নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) :                                                                                 2 x 9

3.1  বিশ্ব উষ্ণায়ন কী ?                                                                                                                                             2           

3.2  770 mmHg চাপে 27°C উষ্ণতায় কোনও নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75cm3 আয়তন অধিকার করে ।

       ওই উষ্ণতায় 750 mmHg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে ?                                           2

                                            অথবা

        2 অ্যাটমস্ফিয়ার চাপে ও 300K উষ্ণতায় 64g O2 গ্যাসের (O=16) আয়তন কত হবে ?

        (R = 0.082 লিটার-অ্যাটমস্ফিয়ার মোল-1K-1)                                                                                                    2

3.3   লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোরশ্মির প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো

         (আপতন কোণ = i এবং প্রতিসরণ কোণ = r)                                                                                                       2

                                              অথবা

          সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি 'সবুজ' দেখায় কেন ?                                                                                       2

3.4    মুক্ত বর্তনীতে তড়িৎ-কোশের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও ।                                                                                2

3.5    দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 2 এর মৌলগুলোকে ক্ষারমৃত্তিকা ধাতু বলা হয় কেন ?                                                           2

                                             অথবা

        একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও ।                                                                2

3.6   NH3 তে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান ? NM3 এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো ।

         (H ও N এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 ও 7)                                                                                               2

3.7   সোডিয়াম ফ্লুওরাইডে আয়নীয় বন্ধন কীভাবে গঠিত হয় ?

          (F ও Na এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9 ও 11)                                                                                         2

                                                                          অথবা

        C এর সর্ব বহিস্থ কক্ষে 4 টি ইলেকট্রন এবং O এর সর্ববহিস্থ কক্ষে 6 টি ইলেকট্রন আছে ।

        CO2 অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো ।                                                                                                     2

3.8   দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য করো ।                                                   2

3.9   তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝায় ?                                                                                                            2

                                                                      অথবা

          ক্যাথোড ও অ্যানোড তড়িদ্দ্বার বলতে কী বোঝায় ?                                                                                            2

'ঘ' বিভাগ

4.  নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় ) :

4.1  বয়েল সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো ।                                                                                       3

4.2  উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম

       অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হল । বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হল ?                                       3

                                                                      অথবা

        সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হল :

        H2SO4 + 2NaOH → Na2SO4 + 2H2O

        4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন হবে ?

        (H = 1, O = 16, Na = 23, S = 32)                                                                                                            3

4.3   একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হল । এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং

        মাধ্যমটিতে আলোটির তরঙ্গদৈর্ঘ্য 4000Å হলে, বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত ? এই মাধ্যমটিতে আলোটির বেগ কত ?      3

                                    অথবা

        কোনও সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হল 40° । প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির

        সমান্তরাল হলে, প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় নির্ণয় করো ।                                                                           3

4.4  একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আঁকো । ফোকাস (F) চিহ্নিত করো ।   3

                                           অথবা

        উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো ।                                                                                                               3

4.5   দীর্ঘদৃষ্টি ত্রুটি কী ? কোন ধরণের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায় ?                                                        2+1

4.6   '240V-60W' ও '240V-100W' রেটিংএর দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণি সমবায় যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর

         উজ্জ্বলভাবে জ্বলবে ?         

         (উভয় বাতির ফিলামেন্টের উপাদান একই )                                                                                                                 3

                                          অথবা

        5Ω অভ্যন্তরীণ রোধ ও 2V তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ-কোশকে 15Ω রোধের সঙ্গে যুক্ত করা হল ।

        কোশের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে নির্ণয় করো ।                                                                                          3

4.7  ইলেকট্রিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ? গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা,

        রেফ্রিজারেটর ইত্যাদি সমন্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন ?                                                                                            3

4.8  ওহম -এর সূত্রটি বিবৃত করো । কোনও পরিবাহীর দুই প্রান্তে 10V বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1 A তড়িৎ প্রবাহমাত্রা হয় ।

        পরিবাহীর রোধ নির্ণয় করো ।                                                                                                                              2+1

4.9  দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 16 এর প্রথম তিনটি মৌল হল O, S ও Se । এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে,

        তড়িৎ ঋণাত্মকতার উর্ধ্বক্রমে এবং আয়োনাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও ।                                                                    3

4.10  MgCl2 তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান ? কীভাবে MgCl2 তে রাসায়নিক বন্ধন গঠিত হয় ।

         (Mg ও Cl এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 12 ও 17)                                                                                             2+1

                                               অথবা

       সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী নয় কেন ব্যাখ্যা করো ?      3

4.11  তড়িৎলেপন কী ? কপারের কোনও বস্তুর ওপর সিলভারের তড়িৎলেপনে ক্যাথোডটি কী  ?                                                    2+1

4.12  প্লাটিনাম তড়িদ্দ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো । তড়িৎবিশ্লেষণের জন্য

         বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন ?                                                                                       1+2

                                              অথবা

       Cu— ইলেকট্রোড ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লেখো ।

        তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয় ?                                               2+1

'ঙ' বিভাগ

                                               ( কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য )

 5.   নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো চারটি )                                                                                                1x4

       5.1  জ্বালানির তাপনমূল্যের SI একক কী ?

       5.2  1 mol গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো ।

       5.3  দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণি থেকে শ্রেণি 12 পর্যন্ত সন্ধিগত মৌলগুলির অবস্থান ?

       5.4  ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ?

       5.5  CHCl3 অণুতে কয়টি সমযোজ্যতা বন্ধন আছে ?

6.   নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো তিনটি ) :                                                                                         2 x 3

      6.1   6 ওহম ও 4 ওহম রোধ বিশিষ্ট দুটি পরিবাহী তার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ কত হবে ?

      6.2   অবতল লেন্সের প্রধান অক্ষ বলতে কী বোঝায় ?

      6.3  হাইড্রোজেনের ধর্মের সঙ্গে দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো ।

      6.4  গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে কেন ?

*****

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2020 Geography (Bengali version)

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১x১৪=১৪ ১.১ যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে — (ক) আবহবিকার (খ) পর্যায়ন প্রক্রিয়া (গ) অন্তর্জাত প্রক্রিয়া (ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া

Madhyamik Examination (WBBSE) - 2020 ENGLISH (Second Language)

When the family has finished tea, and gathers round the fire, the cat casually goes out of the room. True life now begins for him. He saunters down his own backyard, springs to the top of the fence, drops lightly down to the other side.

Madhyamik Examination (WBBSE) - 2020 Bengali (First Language)

সঠিক উত্তরটি নির্বাচন করো : ১৭ x ৭ = ১৭ ১.১ পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন — (ক) জগদীশবাবুর বাড়ি (খ) চকের বাসস্ট্যান্ডে (গ) দয়ালবাবুর লিচুবাগানে (ঘ) চায়ের দোকানে ১.২ নদেরচাঁদের বয়স — (ক) পঁচিশ বছর (খ) ত্রিশ বছর (গ) পঁয়ত্রিশ বছর (ঘ) চল্লিশ বছর

Madhyamik Examination (WBBSE) - 2017 Bengali (First Language)

১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ১ x১৭=১৭ ১.১ গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল ? (ক) পুলিশ স্টেশনে (খ) জাহাজ ঘাটে (গ) রেল স্টেশনে (ঘ) বিমান বন্দরে

Madhyamik Examination (WBBSE) - 2018 Bengali (First Language)

১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ১ x ১৭ = ১৭ ১.১ সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান— (ক) একদিন (খ) দুদিন (গ) চারদিন (ঘ) পাঁচ দিন ১.২ তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন ? (ক) শুকতারা (খ) আনন্দমেলা (গ) সন্ধ্যাতারা (ঘ) দেশ