Submitted by arpita pramanik on Sun, 04/07/2013 - 19:19

দস্তা বা জিঙ্ক (Zinc) :

দস্তা বা জিঙ্ক -এর সংকেত— Zn,  পারমাণবিক সংখ্যা— 30,     পারমাণবিক ভর— 65.5,     যোজ্যতা— 2,      ঘনত্ব —7.14 গ্রাম / সিসি,      গলনাঙ্ক —419.5°C,     স্ফুটনাঙ্ক —907°C   ।

উৎস : দস্তা বা জিঙ্ক ধাতুকে প্রকৃতির মধ্যে মুক্ত অবস্থায় পাওয়া যায় না । 

জিঙ্কের প্রধান আকরিকগুলি হল :- [i] জিঙ্কাইট (Zincite) ZnO,    [ii] ক্যালামাইন (Calamine) ZnCO3,     [iii] জিঙ্কব্লেন্ড (Zincblend) ZnS ।

জিঙ্কব্লেন্ড (ZnS) আকরিক থেকে ধাতব জিঙ্ক নিষ্কাশন করা হয় । জিঙ্কব্লেন্ড জিঙ্কের প্রধান আকরিক । ভারতের রাজস্থান, বিহার, পাঞ্জাব ও তামিলনাড়ুতে জিঙ্কব্লেন্ড পাওয়া যায় ।   

রাসায়নিক ধর্ম :

[১] বায়ুর সঙ্গে বিক্রিয়া (Reaction with air) :-

[i] শুষ্ক বায়ুর সঙ্গে দস্তা বা জিঙ্ক কোনো বিক্রিয়া করে না ।

[ii] আর্দ্র বায়ুতে দীর্ঘ সময় ধরে রেখে দিলে দস্তার উপর ক্ষারীয় জিঙ্ক কার্বনেটের ( ZnCO3, 3Zn(OH)2 ) সাদা আস্তরণ পড়ে । ফলে দস্তার স্বাভাবিক ধাতব উজ্জ্বলতা নষ্ট হয় ।

[iii] বায়ুতে বা অক্সিজেনের মধ্যে দহন করলে সবুজ আভাযুক্ত সাদা শিখার সঙ্গে জ্বলে এবং সাদা জিঙ্ক অক্সাইডে পরিণত হয় । উৎপন্ন জিঙ্ক অক্সাইড বাষ্প, শীতল ও ঘনীভূত হয়ে পশমের আকারে জমা হয়, তাই একে দার্শনিকের উল বা জিঙ্ক হোয়াইট বলে ।

[২] জলের সঙ্গে বিক্রিয়া (Reaction with water) :-

[i] সাধারণ উষ্ণতায় বিশুদ্ধ জিঙ্কের উপর জলের কোনো বিক্রিয়া হয় না ।

{ii] লোহিত তপ্ত জিঙ্কের ওপর দিয়ে স্টিম চালনা করলে জিঙ্ক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয় ।

যথা-  Zn + H2O = ZnO + H2

[৩] ক্ষারের সঙ্গে বিক্রিয়া (Reaction with alkalis) :-

কস্টিক সোডা বা কস্টিক পটাশের গাঢ় দ্রবণের সঙ্গে জিঙ্ক উত্তপ্ত করলে সোডিয়াম জিঙ্কেট বা পটাশিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ।

   Zn + 2NaOH = Na2ZnO2 (সোডিয়াম জিঙ্কেট) +H2↑,    Zn + 2KOH = K2ZnO2 (পটাশিয়াম জিঙ্কেট) + H2

জিঙ্ক অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে

   Zn + H2SO4 (লঘু) = ZnSO4 + H2↑  ;    Zn + 2HCl (লঘু) = ZnCl2 + H2

জিঙ্কের ব্যবহার (Use of Zinc) :

[i] লৌহ দ্রব্যের উপর জিঙ্কের প্রলেপ দিয়ে (গ্যালভানাইজেশন) মরচে নিবারণ করা হয় ।

[ii] জিঙ্ক হোয়াইট নামক সাদা রং প্রস্তুতিতে জিঙ্কের ব্যবহার হয় ।

[iii] পরীক্ষাগারে H2 গ্যাস উৎপাদনে এবং বিজারকরূপে জিঙ্কের ব্যবহার হয় ।

[iv] বৈদ্যুতিক সেল এবং ড্রাই সেল প্রস্তুতিতে জিঙ্কের ব্যবহার হয় ।

[v] সিক্ত পদ্ধতিতে সিলভার এবং গোল্ড ধাতুর নিষ্কাশনে জিঙ্কের ব্যবহার হয় ।

[vi] কতকগুলি অতি প্রয়োজনীয় সংকর ধাতু প্রস্তুতিতে জিঙ্কের ব্যবহার হয়, যেমন- জার্মান সিলভার (50% Cu + 30% Zn + 20% Ni), বাসনপত্র, মুদ্রা, ফুলদানি প্রভৃতি প্রস্তুতিতে এবং পিতল (30% Zn + 70% Cu), বাসনপত্র, জলের কল, টেলিস্কোপ প্রস্তুতিতে জিঙ্কের ব্যবহার হয় । ইলেকট্রন (5% Zn + 95% Mg), বিমানের যন্ত্রাংশ প্রস্তুতিতে জিঙ্কের ব্যবহার হয় । ডাচ মেটাল (20% Zn + 80% Cu), যন্ত্রপাতি প্রস্তুতিতে জিঙ্কের ব্যবহার হয় । গান মেটাল (10% Zn + 85% Cu + 5% Sn), বন্দুক ও সামরিক যন্ত্রপাতি প্রস্তুতিতে জিঙ্কের ব্যবহার হয় । ডেল্টা মেটাল (40% Zn + 55% Cu + 5% Fe & Mn), জাহাজের প্রপেলার, বিয়ারিং, ভালব প্রভৃতি প্রস্তুতিতে জিঙ্কের ব্যবহার হয় ।

দস্তার পাত্রে কিম্বা দস্তার প্রলেপ দেওয়া পাত্রে খাদ্যদ্রব্য রাখা উচিত নয় । কারণ সেক্ষেত্রে দস্তার সঙ্গে খাদ্য দ্রব্যের বিক্রিয়ায় উৎপন্ন দস্তা ঘটিত লবণ আমাদের শরীরে প্রবেশ করে বিষক্রিয়া সৃষ্টি করে ।

*****

Related Items

পরমাণুর ইলেক্ট্রনের বন্টন

ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে শূন্যস্থানে সমকেন্দ্রিক কিন্তু বিভিন্ন তলে অবস্থিত ক্রমবর্ধমান ব্যাসার্ধের বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে তীব্রবেগে আবর্তন করে । উপবৃত্তের যে-কোনো একটি ফোকাসে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস অবস্থান করে ...

সৌর জগৎ ও পরমাণুর গঠন

লর্ড রাদারফোর্ডের কল্পনা অনুযায়ী পরমাণুর গঠন অনেকটা সৌরজগতের মতো। সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের সাদৃশ্য- সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি ইত্যাদি গ্রহ বিভিন্ন কক্ষ পথে আবর্তন করে । পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ...

মৌলের ইলেকট্রন বিন্যাস

হাইড্রোজেন, হিলিয়াম (নিষ্ক্রিয়), লিথিয়াম, বেরিলিন, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুওরিন, নিয়ন (নিষ্ক্রিয়), সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন (নিষ্ক্রিয়), পটাশিয়াম, ক্যালশিয়াম ...

নিউক্লিয়াসের গঠন ও নিউক্লীয় বল

নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের সংখ্যা বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন । তবে হাইড্রোজেন নিউক্লিয়াসে কেবলমাত্র একটি প্রোটন আছে, কোনো নিউট্রন নেই । নিউক্লিয়াসের মূল কণাগুলিকে (প্রোটন ও নিউট্রন) সাধারণভাবে নিউক্লিয়ন [nucleon] বলা হয় । ...

পরমাণুর ধারণা ও পরমাণুর গঠন

1808 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী স্যার জন ডালটন পদার্থের গঠন সম্পর্কে একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক তত্ত্ব প্রকাশ করেন । এই তত্ত্বটি ডালটনের পরমাণুবাদ (Dalton's Atomic Theory) নামে খ্যাত । পরমাণুবাদের মূল কথাগুলি হল : ...