অ্যালুমিনিয়াম (Aluminium)

Submitted by avimanyu pramanik on Sat, 04/06/2013 - 11:46

অ্যালুমিনিয়াম (Aluminium) :

অ্যালুমিনিয়াম ধাতুকে মুক্ত অবস্থায় প্রকৃতির মধ্যে পাওয়া যায় না । যৌগরূপে এই ধাতুকে প্রকৃতির মধ্যে প্রচুর পাওয়া যায় । ভু-পৃষ্ঠের সব ধাতুর মধ্যে অ্যালুমিনিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় 7% — 8% ।

অ্যালুমিনিয়ামের সংকেত— Al,  পারমাণবিক সংখ্যা— 13,   ভর— 26.98,   যোজ্যতা— 3  ।

অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকগুলি হল :- [i] ডায়াস্পোর (Diaspore), Al2O3, H2O ;   [ii] বক্সাইট (Bauxite), Al2O3, 2H2O ;   [iii] গিবসাইট (Gibbsite),  Al2O3, 3H2O;   [iv] ক্রায়োলাইট (Cryolite), AlF3, 3NaF  ।

বক্সাইট অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক : বক্সাইট আকরিক (Al2O3 , 2H2O) থেকে প্রথমে বিশুদ্ধ অ্যালুমিনা (Al2O3) প্রস্তুত করা হয় । বিশুদ্ধ অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট (Cryolite), AlF3, 3NaF এবং ফ্লুওস্পার (CaF2) মিশিয়ে গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু মুক্ত হয় । ভারতে বিহার, ওড়িশা, গুজরাট, কর্ণাটক ও উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণে বক্সাইট পাওয়া যায় ।

রাসায়নিক ধর্ম :-

[১] বায়ুর সঙ্গে বিক্রিয়া (Reaction with air) :-

[i] শুষ্ক বায়ুর সঙ্গে অ্যালুমিনিয়াম কোনো বিক্রিয়া করে না ।

[ii] আর্দ্র বায়ুতে রেখে দিলে ধাতব Al -এর ওপর অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি সুক্ষ্ম আস্তরণ পড়ে, যা ধাতুর ক্ষয় রোধ করে ।

[iii] অ্যালুমিনিয়াম পাত বা তারকে বায়ুর মধ্যে তীব্র উত্তপ্ত করলে উজ্জ্বল সাদা শিখাসহ জ্বলতে থাকে এবং বায়ুর অক্সিজেন ও নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম নাইট্রাইড যৌগ উৎপন্ন করে ।

[২] জলের সঙ্গে বিক্রিয়া (Reaction with water) :-

[i] সাধারণ উষ্ণতায় অ্যালুমিনিয়াম ধাতুর উপর Al2O3 -এর সুক্ষ্ম আস্তরণ থাকায় অ্যালুমিনিয়ামের সঙ্গে বিশুদ্ধ জল বা জলীয় বাষ্পের কোনো বিক্রিয়া হয় না ।

[ii] অ্যালুমিনিয়াম চূর্ণকে জলে ফোটালে জল বিয়োজিত হয়ে হাইড্রোজেন উত্পন্ন করে এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ( Al(OH)3 ) অধঃক্ষিপ্ত হয় ।

   2Al + 6H2O = 2Al(OH)3 + 3H2

[৩] ক্ষারের সঙ্গে বিক্রিয়া (Reaction with alkalis) :- তীব্র ক্ষারীয় দ্রবণ, যেমন— কস্টিক সোডা বা কস্টিক পটাশের গাঢ় দ্রবণের সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে সোডিয়াম অ্যালুমিনেট বা পটাশিয়াম অ্যালুমিনেট লবণ উৎপন্ন হয় এবং হাইড্রোজেন গ্যাস নির্গত হয় ।

   2Al + 2NaOH + 2H2O = 2NaAlO2 + 3H2

   2Al + 2KOH + 2H2O = 2KAlO2 + 3H2

ব্যবহার :-

[i] বিমান ও মোটর গাড়ির কাঠামো প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় ।

[ii] বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বৈদ্যুতিক তার তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় ।

[iii] প্যাকেজিং শিল্পে, দরজা-জানলার ফ্রেম, চেয়ার-টেবিল, রান্নার বাসনপত্র এবং রন্ধনপাত্র প্রভৃতি প্রস্তুত করতে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় ।

[iv] কতকগুলি সংকর ধাতু (Alloy) প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় । যেমন— ম্যাগনেলিয়াম (Mg + Al), তুলাদন্ড, মোটরগাড়ির কাঠামো এবং যন্ত্রপাতি প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় । অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ (Al + Cu), মূর্তি, মুদ্রা, বাসনপত্র প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় । ডুরালুমিন (Al + Cu + Mg+ Mn), বিমান ও মোটর গাড়ির বিভিন্ন অংশ প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় ।

[v] ফটোগ্রাফির ফ্ল্যাশবালব -এর ফিলামেন্ট প্রস্তুতিতে Al ধাতু ব্যবহৃত হয় ।

[vi] থার্মিট পদ্ধতিতে লোহার ভাঙ্গা অংশ জোড়া দিতে এবং ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ প্রভৃতি ধাতু নিষ্কাশনে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় ।

[vii] তিসির তেলের সঙ্গে অ্যালুমিনিয়ামের পাউডারের মিশ্রণ রুপোলি পেন্ট হিসাবে ব্যবহৃত হয় ।

[viii] অ্যান্টিবায়োটিক শোষক (absorber) হিসাবে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় ।

[ix] বিজারক পদার্থ হিসাবে অ্যালুমিনিয়াম অ্যামালগাম হিসেবে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় ।

[x] অ্যামোনিয়াম নাইট্রেট ও অ্যালুমিনিয়াম পাউডারের মিশ্রণ অ্যামোনাল (ammonal) নামক বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয় । 

অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার খাওয়া উচিত নয়— কারণ আচারে ভিনিগার (অ্যাসেটিক অ্যাসিড) থাকে যা অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে । এই লবণ আচারের সঙ্গে দেহে প্রবেশ করে শরীরের ক্ষতিসাধন করে ।

*****

Comments

Related Items

জৈব যৌগের গঠনগত সমাবয়বতা

একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগে বিভিন্ন কার্যকরী মূলকের উপস্থিতির জন্য যে সমাবয়বতার সৃষ্টি হয়, তাকে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা বলে । এই দুটি যৌগে উপাদান হিসাবে C, H এবং O -এর ওজনের অনুপাত একই কিন্তু এরা ভিন্ন প্রকৃতির যৌগ । একটি হল অ্যালকোহল ...

জৈব যৌগগুলির প্রাথমিক শ্রেণিবিভাগ

কার্যকরী মূলকের ওপর ভিত্তি করে জৈব যৌগগুলিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায় । যথা - হাইড্রোকার্বন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড যৌগ । নীচে জৈব যৌগের কয়েকটি শ্রেণি এবং প্রতিটি শ্রেণির প্রথম তিনটি সদস্যের নাম ও গঠন দেওয়া হল ...

জৈব যৌগের কার্যকরী মূলক বা পরিচায়ক শ্রেণি

অসংখ্য জৈব যৌগকে, ওদের রাসায়নিক ধর্মের ওপর ভিত্তি করে কতকগুলি শ্রেণিতে ভাগ করা হয়েছে । দেখা যায় যে, এই রকম প্রতিটি শ্রেণিতে যৌগগুলির মধ্যে একটি বিশেষ মূলক বর্তমান থাকে । এই মুলকের উপস্থিতির জন্য ওই শ্রেণির সমস্ত যৌগের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয় ...

জৈব যৌগের বন্ধন প্রকৃতি

কর্বনের পারমাণবিক সংখ্যা 6, কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে জানা যায় কার্বনের প্রথম কক্ষে 2টি এবং বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে । কার্বন পরমাণু বাইরের কক্ষের 4টি ইলেকট্রন, অন্য পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনের সঙ্গে চারটি ইলেকট্রন জোড় গঠন করে সমযোজ্যতা দ্বারা জৈব ...

জীবজ অণু (Biomolecules)

সজীব কোশে সংশ্লেষিত ক্ষুদ্র অণু ও বৃহদ অণুকে একত্রে জীবজ অণু বলা হয় । প্রায় সমস্ত জীবজ অণুই কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লীয়িক অ্যাসিড, লিপিড এই চারটি শ্রেণির কোনো একটির অন্তর্ভুক্ত । এগুলি কোশের জীবজ পলিমার । কার্বোহাইড্রেট সরল সুগারের ...