পরিমাপ সংক্রান্ত গাণিতিক উদাহরণ (Mathematical Example) :
1. D1 ও D2 ঘনত্বের দুটি পদার্থকে সমভরে মেশানো হলে মিশ্রণের ঘনত্ব কত হবে ?
ধরা যাক, মিশ্রিত পদার্থ দুটির প্রতিটির ভর m ।
এতএব, মিশ্রণে পদার্থ দুটির আয়তন mD1 ও mD2 ।
এতএব, এই দুটি পদার্থের মিশ্রণের আয়তন = mD1+mD2=m(D1+D2D1D2)
এবং মিশ্রণের ভর = m+m=2m
এতএব মিশ্রণের ঘনত্ব = ভর / আয়তন = 2mm(D1+D2D1D2)=2D1D22D1+D2
2. দুটি তরলের ঘনত্ব যথাক্রমে 1.2 g/cm3 ও 0.8 g/cm3 । তরল দুটিকে সমভরে মেশানো হলে মিশ্রণের ঘনত্ব কত হবে ?
ধরা যাক, উভয় তরলের m g নিয়ে মিশ্রণ তৈরি করা হয়েছে ।
প্রথম তরলের আয়তন = m1.2cm3
দ্বিতীয় তরলের আয়তন = m0.8cm3
∴ তরল দুটির মিশ্রণের আয়তন (V)=(m1.2+m0.8)cm3
মিশ্রণের ভর (M)=(m+m)=2mg
∴ মিশ্রণের ঘনত্ব d=MV=2mm1.2+m0.8
বা, d=2×1.2×0.81.2+0.8g/cm3=0.96g/cm3
3. 4°C তাপমাত্রায় 40 g জলে একটি পাত্র সম্পূর্ণ ভরতি হয় । ওই পাত্রটিতে 32 g কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত ?
4°C তাপমাত্রায় 1 g জলের আয়তন 1 cm3 । সুতরাং ওই তাপমাত্রায় 40 g জলের আয়তন 40cm3 ।
প্রশ্নানুসারে পাত্রটির আয়তন 40 cm3 ।
অর্থাৎ 32 g কেরোসিনের আয়তন 40 cm3 ।
সুতরাং কেরোসিনের ঘনত্ব = ভর /আয়তন = 3240=45=0.8g/cm3
4. একটি মাপনী চোঙে 60 cm3 জল আছে । একটি কর্ক ও পেরেককে একসাথে বেঁধে ওই চোঙের জলে ডোবালে কর্ক ও পেরেক সমেত জলের আয়তন 80 cm3 । শুধু পেরেকটিকে ওই চোঙের জলে ডোবালে পেরেক সমেত জলের আয়তন হয় 66 cm3 । কর্কের ভর 7g হলে ঘনত্ব কত ?
প্রদত্ত, কর্ক + পেরেক + জলের আয়তন = 80 cm3
এবং পেরেক + জলের আয়তন = 66 cm3
এতএব শুধু কর্কের আয়তন = 80 - 66 = 14 cm3
যেহেতু কর্কের ভর 7g,
এতএব কর্কের ঘনত্ব = ভর / আয়তন = 714=0.5g/cm3
5. CGS পদ্ধতিতে পারদের ঘনত্ব 13.6 g/cm3 হলে SI তে পারদের ঘনত্ব কত ?
CGS পদ্ধতিতে পারদের ঘনত্ব d = 13.6 g/cm3 আবার 1 g/cm3 = 1000 kg/m3
∴ SI তে পারদের ঘনত্ব = 13.6 x 1000 kg/m3 = 13600 kg/m3
6. একটি জলের ট্যাংকের দৈর্ঘ্য 1.2 m, প্রস্থ 1 m ও উচ্চতা 0.8 m । ট্যাংকের জলের আয়তন কত লিটার ?
ট্যাংকের জলের আয়তন = 1.2 m x 1 m x 0.8 m
= 0.96 m3 = 0.96 x 1000 L = 960 L
7. লোহার তৈরি একটি নিরেট গোলকের ব্যাস 21 m । লোহার ঘনত্ব 7.8 g/cm3 হলে গোলকের ভর কত ?
প্রশ্নানুযায়ী গোলকের ব্যাস = 21 cm
∴ গোলকটির ব্যাসার্ধ r=212cm;
লোহার ঘনত্ব d = 7.8 g/cm3
∴ গোলকের আয়তন V=43πr3=43×227×(212)3=4851 cm3
∴ লোহার গোলকটির ভর m=d×V=7.8g/cm3×4851cm3=37837.8g=37.84kg (approximate)
8. দুটি তরলের ঘনত্ব যথাক্রমে 1.2 g/cm3 ও 1.5 g/cm3 । তরল দুটিকে সম-আয়তনে মেশানো হলে মিশ্রণের ঘনত্ব কত হবে ?
ধরা যাক, উভয় তরলের V cm3 আয়তন নিয়ে মিশ্রণ তৈরি করা হয়েছে ।
প্রথম তরলের ভর = প্রথম তরলের ভর x তরলটির আয়তন = 1.2 V g
দ্বিতীয় তরলের ভর = দ্বিতীয় তরলের ভর x তরলটির আয়তন = 1.5 V g
∴ তরল দুটির মিশ্রণের ভর m=(1.2V+1.5V)g=2.7Vg
মিশ্রণের আয়তন V1=(V+V)cm3=2Vcm3
∴ মিশ্রণের ঘনত্ব mV1=2.7Vg2Vcm3=1.35g/cm3
*****