ছোটো প্রশ্নোত্তর : পরিমাপ

Submitted by arpita pramanik on Mon, 11/23/2020 - 21:46

ছোটো প্রশ্ন ও উত্তর - পরিমাপ (Measurements)

অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও

1. আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক ?

2. তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি ?

3. একক কাকে বলে ?

4. এস. আই (SI) তে ক্ষেত্রফলের একক কি ?

5. kg/m3 কোন ভৌত রাশির একক ?

6. সাধারণ স্কেলের ক্ষুদ্রতম কত দৈর্ঘ্য পরিমাপ করা যায় ?

7. একটি একক বিহীন রাশির উদাহরণ দাও ?

8. এস.আই (SI) তে মূল একক কয়টি ?

9. ঘনত্বের সিজিএস (CGS) ও এস আই (SI) একক এর মধ্যে সম্পর্ক লেখ

10. ভৌত রাশির মাত্রা কাকে বলে ?

11. দৌড় প্রতিযোগিতায় কিরূপ ঘড়ি ব্যবহার করা হয় ?

12. সাধারণ তুলা যন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত কত ?

13. ভৌত রাশি কাকে বলে?

14. রাশি কয় প্রকার এবং কি কি ?

15. স্কেলার এবং ভেক্টর রাশি কাকে বলে?

16. স্কেলার এবং ভেক্টর রাশির পার্থক্য কি ?

17. সিজিএস (CGS) এবং এসআই (SI) পদ্ধতিতে আয়তনের একক কি কি?

18. সিজিএস পদ্ধতিতে মৌলিক একক গুলির নাম লেখ

19. একক নেই এমন একটি রাশির নাম লেখ

20. লিটার এবং গ্যালন এর সম্পর্কটি লেখো

21. কোন ক্ষেত্রের ক্ষেত্রফল 1 বর্গ মিটার হলে সিজিএস পদ্ধতিতে এর মান কত হবে ?

22. দ্রুতি একটি স্কেলার রাশি না ভেক্টর রাশি ?

23. পরিমাপের জন্য এসআই(SI) পদ্ধতিটি কি ?

 

24. নিজের রাশি গুলি স্কেলার না ভেক্টর কারন সহ লেখ - দৈর্ঘ্,য ভর, আয়তন, ক্ষেত্রফল, ভরবেগ, সেকেন্ড, মন্দন, উষ্ণতা, সরণ, সময়, দ্রুতি, কম্পাঙ্ক,

25. একক কাকে বলে ? একক এর প্রয়োজনীয়তা কি ?

26. প্রাথমিক বা মূল একক এবং লব্ধ একক কাকে বলে ?

27. কোন রাশির একককে মূল একক বলা হয় ?

28. লব্ধ একক কি ?

29. ভরবেগ এবং চাপের সিজিএস একক লেখ?

30. প্রাথমিক বা মূল একক কাকে বলে ?

31. কোন রাশির একক মূল একক?

32. লব্ধ একক কাকে বলে ?

33. বিভিন্ন রাশির পরিমাপ এর জন্য কি পদ্ধতি ব্যবহার করা হয় ?

34. এস আই পদ্ধতিতে মৌলিক একক গুলির নাম লেখ ? কেন এদের মৌলিক একক বলা হয় ?

35. একক দৈর্ঘ্য এবং একক ভর বলতে কী বোঝো ? দৈর্ঘ্য এবং ভর একটি নির্দিষ্ট এককের প্রয়োজন কেন?

 

 

Comments

Related Items

শব্দদূষণ (Sound Poullution)

জলদুষণ, বায়ুদূষণের মত শব্দদূষণও আমাদের পরিবেশকে দূষিত করে । মূলত শব্দের প্রাবল্য তথা তীব্রতার কারণে শব্দদূষণ ঘটে । শব্দের প্রাবল্য যত বেশি হয় মানুষের কানের পক্ষে তা তত বেশি পীড়াদায়ক হয় । শব্দের তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় ‘বেল’ এককে । ব্যবহারিক ক্ষেত্রে এককটি বড়ো হওয়ায় তার 1/10 অংশ অর্থাৎ, ‘ডেসিবেল’ ...

শব্দ (Sound)

শব্দ কথাটি আমাদের সকলেরই পরিচিত । সারাদিন আমরা বিভিন্ন ধরণের শব্দ শুনে থাকি যেমন পাখির কলরবের শব্দ , রাস্তায় গাড়ির শব্দ, সাউন্ড সিস্টেমের শব্দ, কল থেকে জল পড়ার শব্দ

ছোটো প্রশ্ন ও উত্তর : শব্দ (Sound)

শব্দ সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

ছোটো প্রশ্নোত্তর : পদার্থের অবস্থার পরিবর্তন

পদার্থের অবস্থার পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

ছোটো প্রশ্ন ও উত্তর : পদার্থ ও শক্তি

পদার্থ ও শক্তি সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।