চাপ ও ঘাত (Pressure and Thrust)

Submitted by arpita pramanik on Sat, 08/08/2020 - 09:32

চাপ (pressure)

কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল কে চাপ বলে ।

ধরা যাক কোনো তলের ক্ষেত্রফল A এবং ওই তলের উপর প্রযুক্ত বল F হলে, চাপ  হবে [tex]P = \frac{F}{A}[/tex] ।

প্রযুক্ত বল অপরিবর্তিত থাকলে [tex]P \propto \frac{1}{A}[/tex] হবে অর্থাৎ ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে ।

আমরা জানি বলের মাত্রা=[tex]{ML{T^{ - 2}}}[/tex] এবং ক্ষেত্রফলের মাত্রা=[tex]{L^2}[/tex]

অতএব, চাপের মাত্রা= [tex]\frac{{ML{T^{ - 2}}}}{{{L^2}}}[/tex] = [tex]M{L^{ - 1}}{T^{ - 2}}[/tex]

 

ঘাত (Thrust)

কোন প্রবাহী তার সংলগ্ন কোন তলের উপর যে বল প্রয়োগ করে তাকে প্রবাহীর ঘাত বলে ।

ধরা যাক, তরলের মধ্যে কোন বিন্দুর চারিদিকে A ক্ষেত্রফলের উপর তরল লম্ব ভাবে F বল প্রয়োগ করে ।

অতএব, ওই বিন্দুতে তরলের চাপ,[tex]P = \frac{F}{A}[/tex] বা [tex]F = PA[/tex]

সুতরাং,  তরলের ঘাত= তরলের X ক্ষেত্রফল

*****

 

 

 

 

 

Comments

Related Items

শব্দদূষণ (Sound Poullution)

জলদুষণ, বায়ুদূষণের মত শব্দদূষণও আমাদের পরিবেশকে দূষিত করে । মূলত শব্দের প্রাবল্য তথা তীব্রতার কারণে শব্দদূষণ ঘটে । শব্দের প্রাবল্য যত বেশি হয় মানুষের কানের পক্ষে তা তত বেশি পীড়াদায়ক হয় । শব্দের তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় ‘বেল’ এককে । ব্যবহারিক ক্ষেত্রে এককটি বড়ো হওয়ায় তার 1/10 অংশ অর্থাৎ, ‘ডেসিবেল’ ...

শব্দ (Sound)

শব্দ কথাটি আমাদের সকলেরই পরিচিত । সারাদিন আমরা বিভিন্ন ধরণের শব্দ শুনে থাকি যেমন পাখির কলরবের শব্দ , রাস্তায় গাড়ির শব্দ, সাউন্ড সিস্টেমের শব্দ, কল থেকে জল পড়ার শব্দ

ছোটো প্রশ্ন ও উত্তর : শব্দ (Sound)

শব্দ সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

ছোটো প্রশ্নোত্তর : পদার্থের অবস্থার পরিবর্তন

পদার্থের অবস্থার পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

ছোটো প্রশ্ন ও উত্তর : পদার্থ ও শক্তি

পদার্থ ও শক্তি সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।