প্রশ্ন : মেঘমুক্ত রাত্রি থেকে মেঘাচ্ছন্ন রাত্রি বেশি উত্তপ্ত হয় কেন ?
বায়ুমণ্ডলের ওপরের স্তরের তুলনায়, নীচের স্তরের বায়ুর মধ্যে ধূলিকণা এবং জলীয় বাষ্প বেশি থাকে বলে বায়ুমণ্ডলের ওপরের স্তরের বায়ুর চেয়ে নীচের স্তরের বায়ুর তাপ গ্রহণ এবং তাপ সংরক্ষণ ক্ষমতা বেশি হয় । এজন্য মেঘাচ্ছন্ন রাত্রিতে ভূপৃষ্ঠ যে তাপ বিকিরণ করে তা মেঘের দ্বারা বাধপ্রাপ্ত হয় এবং খুব বেশি উপরে না উঠতে পেরে গ্রিন হাউস এফেক্ট প্রক্রিয়ায় তা বায়ুমণ্ডলের নীচের স্তরকে উত্তপ্ত করে । এর ফলে মেঘাচ্ছন্ন রাত্রি উত্তপ্ত হয় । অপরপক্ষে, মেঘমুক্ত রাত্রিতে ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ অনেক ওপরে উঠতে পারে, তাই মেঘমুক্ত রাত্রিতে মেঘাচ্ছন্ন রাতের তুলনায় বেশি শীত লাগে ।
*****