Submitted by avimanyu pramanik on Tue, 09/22/2020 - 19:11

সামরিক ইতিহাস (Military History) : প্রাচীনকাল থেকে বর্তমানকাল পর্যন্ত সভ্যতা, রাষ্ট্র ও রাজনীতির অগ্রগতির ক্ষেত্রে সামরিক শক্তি অন্যতম সহায়ক উপাদান ছিল । যুদ্ধের প্রয়োজনে সামরিক শক্তি অপরিহার্য ছিল । প্রয়োজনের তাগিদে প্রতিটি দেশ, জাতি ও সভ্যতায় সামরিক কাঠামো, যুদ্ধাস্ত্র প্রভৃতির ধারাবাহিক পরিবর্তন ঘটেছে । সামরিক বাহিনীতে পদাতিক, রথ, বা হস্তিবাহিনীর পরিবর্তে বর্তমানে ট্যাংক বা সাঁজোয়া বাহিনী, বিমানবাহিনী প্রভৃতি এবং তীরধনুক, তরবারি, বল্লম, কুঠার প্রভৃতির পরিবর্তে বর্তমানে কামান, বন্দুক, বোমা বিষাক্ত গ্যাস প্রভৃতির প্রচলন হয়েছে । উনবিংশ শতক পর্যন্ত ঐতিহাসিকদের যুদ্ধ-সংক্রান্ত আলোচনা যুদ্ধের কারণ ও ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ ছিল । বর্তমানকালে এই ধারার পরিবর্তন ঘটেছে । বর্তমানে যুদ্ধাস্ত্র, সামরিক সজ্জা, রণকৌশল, সামরিক পোশাক প্রভৃতি খুঁটিনাটি বিষয়ও ইতিহাসচর্চায় স্থান পেয়েছে । ভারতে বিগত শতকে সামরিক ইতিহাসচর্চা শুরু হয় । রবার্ট আর্ম, সুবোধ ঘোষ, দীপ্তনীল রায়, নিখিলেশ ভট্টাচার্য প্রমুখ এবিষয়ে আলোচনা করেছেন । যদুনাথ সরকার রচিত 'মিলিটারি হিস্ট্রি অব ইন্ডিয়া' গ্রন্থে ভারতের প্রধান প্রধান যুদ্ধগুলির বর্ণনা ও যুদ্ধপদ্ধতির বিকাশের বর্ণনা মেলে । তাঁর লেখায় রণকৌশল নির্ধারণের ওপর কীভাবে ভূগোলের প্রভাব পড়ে তার আলোচনা রয়েছে । ভারতের সামরিক ইতিহাসচর্চায় সুরেন্দ্রনাথ সেন, কৌশিক রায় প্রমুখের কাজ বিশেষ উল্লেখযোগ্য । মারাঠা, মোঙ্গলদের জাতিগঠনে সামরিক বিষয় গুরুত্বপূর্ণ । আবার সিপাহি বিদ্রোহ, নৌবিদ্রোহ বা আজাদ হিন্দ বাহিনীর সামরিক ইতিহাস 'ভারত' গঠনের এক-একটি সোপান । 

*****

 

 

Comments

Related Items

সম্মিলিত জাতিপুঞ্জ (U.N.O) প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা কর । জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির নাম কর ।

প্রশ্ন : সম্মিলিত জাতিপুঞ্জ (U.N.O) প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা কর । জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির নাম কর ।

ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা সংক্ষেপে লেখ ।

প্রশ্ন : ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা সংক্ষেপে লেখ ।

প্রধান মন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা

সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।

প্রশ্ন:- সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।

ভারতের বিচারব্যবস্থার শীর্ষে আছে সুপ্রিমকোর্ট । এই সুপ্রিমকোর্ট একাধারে যুক্তরাষ্ট্রীয় আদালত এবং আপিল আদালত হিসেবে কাজ করে ।

রাজ্যপালের ক্ষমতা ও কার্যকলাপ সম্পর্কে আলোচনা কর ।

প্রশ্ন :  রাজ্যপালের ক্ষমতা ও কার্যকলাপ সম্পর্কে আলোচনা কর ।

(১) রাজ্যের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন রাজ্যপাল । রাজ্য প্রশাসনের সমস্ত ক্ষমতা তাঁর ওপর ন্যস্ত থাকে ।

ভারতের প্রথম সাধারণ নির্বাচনের তাৎপর্য ও জাতীয় কংগ্রেসের সাফল্য সম্পর্কে লেখ ।

প্রশ্ন : ভারতের প্রথম সাধারণ নির্বাচনের তাৎপর্য ও জাতীয় কংগ্রেসের সাফল্য সম্পর্কে লেখ ।