সম্পদ নির্গমন বলতে কী বোঝ ? বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার সুফলগুলি কী ছিল ?

Submitted by avimanyu pramanik on Fri, 01/07/2022 - 08:08

প্রশ্ন:-  সম্পদ নির্গমন বলতে কী বোঝ ? বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার সুফলগুলি কী ছিল ?

পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভের পর গোটা অষ্টাদশ শতক ধরে বাংলা থেকে বিপুল পরিমাণে অর্থ ও সম্পদ ইংল্যান্ডে চলে যায়, যার বিনিময়ে বাংলা তথা ভারতেকে কোনো সুবিধা দেওয়া হয়নি । এই ঘটনাকে অনেক ঐতিহাসিক ও অর্থনীতিবিদ সম্পদ নির্গমন বা আর্থিক নিষ্ক্রমণ বলে অভিহিত করেছেন । এই ঘটনা পলাশি লুন্ঠন (Plassey plunder) নামেও পরিচিত । দুভাবে ভারত থেকে সম্পদ নির্গমন হয়েছিল, যেমন—

(i) নিজস্ব বাণিজ্য ও রাজস্ব নীতির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার অর্থ ও সম্পদ ইংল্যান্ডে নিয়ে যেত ।

(২) এই সময় ব্যাক্তিগত ব্যাবসাবাণিজ্য, নানাবিধ উপঢৌকন ও পুরস্কার লাভের মধ্য দিয়ে কোম্পানির কর্মচারীরা প্রচুর অর্থ উপার্জন করে পরে তা ইংল্যান্ডে পাঠিয়ে দিত । লর্ড ক্লাইভ ছিলেন এই কাজের পথপ্রদর্শক । এইভাবে ভারত থেকে সম্পদের নির্গমন হয়েছিল ।

চিরস্থায়ী বন্দোবস্তের সুফল : বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস । চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে, এই ব্যবস্থার ফলে এতদিন পর্যন্ত কোম্পানির রাজস্ব সম্পর্কে যে অনিশ্চয়তা ছিল তার অবসান হয় । কোম্পানি তার স্থায়ী আয় সম্পর্কে সুনিশ্চিত হয় । এছাড়া চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সংগৃহীত অর্থ থেকে কোম্পানি তার বাণিজ্যিক বিনিয়োগের মূলধন সংগ্রহ করতে সক্ষম হয় । চিরস্থায়ী বন্দোবস্তের এইসব সুফল লক্ষ করেই ঐতিহাসিক মার্শম্যান বলেছেন ‘It was a bold, brave and wise measure’ ।

(১) সামগ্রিকভাবে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভারতে রাজকীয় অনুগ্রহপুষ্ট একটি নতুন অভিজাত শ্রেণি গড়ে ওঠে যারা সরকারের প্রধান সমর্থক ছিলেন । এদের সহযোগিতায় ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব ও বিস্তার ঘটতে থাকে ।

(২) কৃষির উন্নতি ঘটে, ফলে জমি থেকে সরকারের রাজস্ব আদায় বাবদ আয় ক্রমশ বাড়তে থাকে ।

(৩) স্থায়ীভাবে জমিদারি লাভ করার ফল হিসাবে জমিদাররা নানান সংস্কারমূলক কাজে মনোযোগী হয়ে ওঠেন ।

(৪) দেশের কৃষিযোগ্য আবাদি জমির পরিমাণ বৃদ্ধি পায় এবং জনসংখ্যা বৃদ্ধি পায় ।

*****

Comments

Related Items

ইটালির আবিসিনিয়া দখল

সাম্রাজ্যবাদী লক্ষ্য পূরণে মুসোলিনীর প্রথম প্রয়াস হল আবিসিনিয়া দখল করা । ইটালিতে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমানোর জন্য প্রয়োজনীয় স্থান অনুসন্ধান, খাদ্য সংস্থান, শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহ, ও উত্পাদিত দ্রব্য সামগ্রী বিপণনের উপযুক্ত বাজার ইত্যাদির জন্য ইথিউপিয়ার রাজধানী ...

ইতালিতে ফ্যাসিবাদ ও মুসোলিনির পররাষ্ট্র নীতি

ফ্যাসিস্টদের মতে দলই সব, সেখানে ব্যক্তিসত্তার কোনো মূল্য নেই । এই দলের আদর্শ ছিল - রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করা, কমিউনিস্ট প্রভাব থেকে ইটালিকে মুক্ত রাখা, বিশ্বের দরবারে ইটালিকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে উপযুক্ত বিদেশনীতি প্রণয়ন করা, ব্যক্তিগত ধনসম্পত্তি সুরক্ষিত করা ইত্যাদি ...

ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণনীতি

প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হলে জার্মানি ভার্সাই সন্ধি চুক্তির অপমান জনক ও জোর জবরদস্তি মূলক শর্ত মেনে নিতে বাধ্য হয় । মিত্রপক্ষের আসল উদ্দেশ্য ছিল ভার্সাই সন্ধি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পরাজিত জার্মানিকে সবদিক থেকে কোণঠাসা করে রাখা । জার্মানি নাত্সী নেতা হিটলার প্রথম থেকেই ...

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি (Background of Second World War)

১৯১৮ খ্রিস্টাব্দের ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ২০ বছর পর পৃথিবী আবার একটি ভয়ংকর বিশ্বযুদ্ধের মখোমুখি হয় । প্রথম বিশ্বযুদ্ধের অবসানে ভার্সাই সন্ধির শর্তাবলির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি রচিত হয়েছিল । বিশ্বশান্তি স্থাপনের উদ্দেশ্যে ভার্সাই সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল । ...

আইন অমান্য আন্দোলন : দ্বিতীয় পর্যায় (The Second Phase of the Civil Disobedience Movement)

গান্ধি-আরউইন চুক্তির শর্তকে কেন্দ্র করে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আলোচনা ব্যর্থ হলে গান্ধিজি ১৯৩১ খ্রিস্টাব্দের ২৮শে ডিসেম্বর ভারতে ফিরে এসে দেখলেন যে গান্ধি-আরউইন চুক্তি লঙ্ঘন করে ব্রিটিশ সরকার দেশজুড়ে দমনমূলক নীতি অনুসরণ করে স্বৈরাচারী শাসন চালাচ্ছেন