ভারতমাতা চিত্র (Bharatmata)

Submitted by avimanyu pramanik on Wed, 01/06/2021 - 16:40

ভারতমাতা চিত্র  ভারতমাতা চিত্র (Bharatmata - Painting by Abanindranath Tagore, 1861-1941) :-

ঊনিশ শতকে বিভিন্ন রচনা ও আঁকা ছবি ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে বিশেষ অবদান রাখে । ভারতীয় চিত্রশিল্পের জগতে অবনীন্দ্রনাথ ঠাকুর এক বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন । অবনীন্দ্রনাথ ঠাকুরের ১৯০৫ খ্রিস্টাব্দে আঁকা 'ভারতমাতা' চিত্রটি শিক্ষিত ও প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ।

১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশি আন্দোলনের সময় হিন্দুদের ধনসম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণে অবনীন্দ্রনাথ ঠাকুর 'ভারতমাতা' চিত্রটি আঁকেন । এখানে দেবী চতুর্ভুজা এবং তাঁর চার হাতে রয়েছে বেদ, ধানের শিষ, জপের মালা ও শ্বেত বস্ত্র । এগুলি মূলত ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক । এগুলির দ্বারা শিল্পী স্বদেশি আন্দোলনের যুগে দেশবাসীর মধ্যে স্বদেশিয়ানা ও জাতীয়তাবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেছেন । এই চিত্রটির প্রথমে নাম ছিল 'বঙ্গমাতা' । ভগিনী নিবেদিতা এর নামকরণ করেন 'ভারতমাতা' । এই চিত্রের মধ্যে দিয়ে শান্ত, অভয় ও সমৃদ্ধি প্রদানকারী মাতৃদেবীর রূপকে কল্পনা করা হয়েছে । চিত্রটি একাধারে মানবী ও দেবী হিসেবে কল্পিত হয়েছে ও সেই সঙ্গে চিত্রটিতে পরিচিত ও অতিপ্রাকৃত রূপের সমন্বয় ধরা পড়েছে । সমকালীন বিভিন্ন জাতীয় আন্দোলনে মিছিলের সামনে এই চিত্রটি আন্দোলনকারীদের হাতে থাকত ।

****

Comments

Related Items

১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল ?

প্রশ্ন : ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল ?

উঃ- ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে শিক্ষিত বাঙালি সমাজ সাধারণভাবে সমর্থন করেননি ।

১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন ?

প্রশ্ন : ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন ?

স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা কর ।

প্রশ্ন : স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা কর ।

নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখ ।

প্রশ্ন : নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখ ।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ কর ।

প্রশ্ন : সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ কর ।