বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

Submitted by avimanyu pramanik on Mon, 03/01/2021 - 20:01

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১.  'বামাবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন—          [মাধ্যমিক- ২০১৭]

     (ক) উমেশচন্দ্র দত্ত     (খ) শিশিরকুমার ঘোষ     (গ) কৃষ্ণচন্দ্র মজুমদার     (গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ 

২. সাধারন জনশিক্ষা কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?      [মাধ্যমিক- ২০১৭]

      (ক) ১৭১৩ খ্রিস্টাব্দে     (খ) ১৮১৩ খ্রিস্টাব্দে     (গ)  ১৯১৩ খ্রিস্টাব্দে     (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে

৩. 'সোমপ্রকাশ' ছিল একটি—                               [মাধ্যমিক- ২০১৮]

     (ক) দৈনিক পত্রিকা       (খ) সাপ্তাহিক পত্রিকা      (গ) পাক্ষিক পত্রিকা        (ঘ) মাসিক পত্রিকা  

৪. 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন—         [মাধ্যমিক- ২০১৮]

     (ক) কালীপ্রসন্ন সিংহ       (খ) মাইকেল মধুসূদন দত্ত        (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়        (ঘ) রেভাঃ জেমস লং 

 ৫. 'গ্রামবার্তা প্রকাশিকা' প্রকাশিত হত—                        [মাধ্যমিক- ২০১৯]

     (ক) যশোর থেকে       (খ) রানাঘাট থেকে       (গ) কুষ্ঠিয়া থেকে       (ঘ) বারাসাত থেকে

৬. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে ?          [মাধ্যমিক- ২০১৯]

     (ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে        (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে        (গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে       (ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে

৭. কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?         [মাধ্যমিক- ২০১৯]

    (ক) ড. এম. জে.  ব্রামলি      (খ) ড. এন. ওয়ালিশ      (গ) ড. এইচ. এইচ. গুডিব    (ঘ) ড. জে. গ্রান্ট

**********

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১. ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক হলেন—

    (ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য      (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়      (গ) অক্ষয় কুমার দত্ত      (ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

২. বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকাটির নাম কি ?

    (ক) দিগদর্শন       (খ) সমাচার দর্পণ      (গ) বঙ্গদর্শন       (ঘ) সোমপ্রকাশ

৩. বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্রটির নাম কি ?

    (ক) বেঙ্গল গেজেট      (খ) বাঙ্গাল গেজেটি      (গ) বামাবোধিনী       (ঘ) সোমপ্রকাশ

৪. 'বামাবোধিনী' পত্রিকা প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে ?

    (ক) ১৮৩৩ খ্রিস্টাব্দে       (খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে       (গ) ১৮৬০ খ্রিস্টাব্দে       (ঘ) ১৮৬৩ খ্রিস্টাব্দে

৫. 'বামাবোধিনী' পত্রিকাটি ছিল একটি—

    (ক) দৈনিক পত্রিকা       (খ) সাপ্তাহিক পত্রিকা       (গ) মাসিক পত্রিকা       (ঘ) ত্রৈমাসিক পত্রিকা

৬. বাংলায় প্রথম ইংরেজি সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করেন—

    (ক) হরিনাথ মজুমদার       (খ) জেমস অগাস্টাস হিকি       (গ) হ্যারিয়েট বিচার স্টো       (ঘ) উমেশচন্দ্র দত্ত

৭. 'বামাবোধিনী' পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম—

     (ক) মানকুমারী বসু       (খ) চন্দ্রমুখী বসু       (গ) কাদম্বিনী গাঙ্গুলী       (ঘ) সরোজিনী নাইডু

৮. উনিশ শতকের নারীদের অবস্থা জানার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ সাময়িকপত্র ছিল—

    (ক) গ্রামবার্তাপ্রকাশিকা       (খ) সমাচার দর্পণ       (গ) বামাবোধিনী       (ঘ) হিন্দু প্যাট্রিয়ট 

৯. বামাবোধিনীর 'বামা' বলতে কাদের বোঝায় ?

      (ক) বিধবারা       (খ) বালিকারা       (গ) নববিবাহিতারা        (ঘ) সমগ্র নারী জাতি

১০. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

     (ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়       (খ) শিশিরকুমার ঘোষ      (গ) উমেশচন্দ্র দত্ত       (ঘ) দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়

১১. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক ও স্বত্বাধিকারী কে ছিলেন ?

      (ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়       (খ) অক্ষয়কুমার দত্ত       (গ) মধুসূদন রায়      (ঘ) দীনবন্ধু মিত্র

১২. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

      (ক) গিরিশচন্দ্র ঘোষ       (খ) হরিশচন্দ্র মুখার্জী        (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর       (ঘ) অক্ষয়কুমার দত্ত

১৩. 'দিগদর্শন' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

      (ক) হরচন্দ্র রায়       (খ) মার্শম্যান       (গ) ঈশ্বর গুপ্ত       (ঘ) উইলিয়ম কেরি

১৪. লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

       (ক) হিন্দু প্যাট্রিয়ট       (খ) বামাবোধিনী       (গ) সম্বাদ প্রভাকর       (ঘ) গ্রামবার্তাপ্রকাশিকা

১৫. যে সাহিত্যিক পাবনার কৃষক বিদ্রোহ সমর্থন করেছিলেন তিনি হলেন—

       (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়       (খ) রবীন্দ্রনাথ ঠাকুর        (গ) মধুসূদন দত্ত       (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৬. ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতির সমালোচনা করা হয় কোন পত্রিকায় ?

      (ক) গ্রামবার্তাপ্রকাশিকায়       (খ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়       (গ) বামাবোধিনী পত্রিকায়      (ঘ) ভারতী পত্রিকায়

১৭. 'বিদ্যোৎসাহিনী সভা' কে প্রতিষ্ঠা করেন ?

      (ক) হরিনাথ মজুমদার       (খ) উমেশচন্দ্র দত্ত       (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়      (ঘ) কালীপ্রসন্ন সিংহ

১৮. সাঁওতাল এলাকায় সামরিক শাসন জারির তীব্র বিরোধিতা করা হয় কোন পত্রিকায় ?

     (ক) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়       (খ) দিগদর্শন পত্রিকায়       (গ) প্রবাসী পত্রিকায়       (ঘ) সঞ্জীবনী পত্রিকায়

১৯. 'হুতোম প্যাঁচার নকশা' -র লেখক হলেন—

     (ক) গিরিশচন্দ্র ঘোষ       (খ) প্যারিচাঁদ মিত্র       (গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত        (ঘ) কালীপ্রসন্ন সিংহ

২০. 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য জেমস লং -এর কত দিনের কারাদণ্ড হয় ?

     (ক) ১ মাস      (খ) ৬ মাস       (গ) ১ বছর       (ঘ) ১২ বছর

২১. 'নীলদর্পণ' নাটককে 'আঙ্কেল টমস কেবিন' - এর সঙ্গে কে তুলনা করেছেন ?

     (ক) শিশিরকুমার ঘোষ       (খ) দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়       (গ) নবগোপাল মিত্র       (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২২. 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

      (ক) ঈশ্বর গুপ্ত       (খ) অক্ষয়কুমার দত্ত       (গ) কেশবচন্দ্র সেন       (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

২৩. 'গ্রামবার্তাপ্রকাশিকা' প্রকাশিত হত —

     (ক) দৈনিক       (খ) পাক্ষিক       (গ) মাসিক       (ঘ) বাৎসরিক

২৪. 'গ্রামবার্তাপ্রকাশিকা' প্রকাশিত হয় যখন তার সম্পাদক ছিলেন—

       (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়       (খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ       (গ) হরিনাথ মজুমদার       (ঘ) গিরিশচন্দ্র বিদ্যারত্ন

২৫. 'আলালের ঘরের দুলাল' কে রচনা করেন ?

      (ক) ঈশ্বর গুপ্ত       (খ) মধুসূদন দত্ত       (গ) প্যারিচাঁদ মিত্র       (ঘ) উমেশচন্দ্র দত্ত

২৬. কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি ?

      (ক) পশুরাজ        (খ) হুতোমপ্যাঁচা       (গ) বামাক্ষ্যাপা       (ঘ) বুড়ো শালিক

২৭. 'হুতোমপ্যাঁচার নকশা' -র প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল—

     (ক) কলকাতার নাগরিক জীবন      (খ) ইংরেজদের দুর্নীতি      (গ) কলকাতার জমিদার পরিবার       (ঘ) নারী সমস্যা

২৮. 'মেট্রোপলিটন ইনস্টিটিউশন' প্রতিষ্ঠাতা কে ? 

      (ক) রামমোহন রায়      (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়      (গ) ডেভিড হেয়ার      (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২৯. ১৭৮১ খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন—

       (ক) লর্ড ক্লাইভ       (খ) লর্ড কর্নওয়ালিস        (গ) লর্ড ওয়ারেন হেস্টিংস       (ঘ) লর্ড ওয়েলেসলি 

৩০. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়—

       (ক) ১৫ই জানুয়ারী, ১৭৬৪ খ্রি.    (খ) ১৫ই জানুয়ারী, ১৭৮৪ খ্রি.    (গ) ১৫ই জানুয়ারী, ১৭৯২ খ্রি.    (ঘ) ১৫ই জানুয়ারী, ১৮৭৪ খ্রি.

৩১. এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

       (ক) উইলিয়াম কেরী     (খ) উইলিয়াম জোন্স      (গ) চার্লস উড     (ঘ) টমাস মেকলে

৩২. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়— 

       (ক) ১০ই জুলাই, ১৮০০ খ্রি.     (খ) ১০ই জুলাই, ১৮০৩ খ্রি.    (গ) ১০ই জুলাই, ১৮০৫ খ্রি.    (ঘ) ১০ই জুলাই, ১৮১০ খ্রি.

৩৩. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

      (ক) লর্ড ওয়েলেসলি     (খ) লর্ড ওয়ারেন হেস্টিংস      (গ) লর্ড বেন্টিং     (ঘ) লর্ড আমহার্স্ট

৩৪. মেকলে মিনিট কবে পেশ করা হয় ?

       (ক) ১৮১৩ খ্রিস্টাব্দে       (খ) ১৮২৩ খ্রিস্টাব্দে       (গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে       (ঘ) ১৮২৮ খ্রিস্টাব্দে

৩৫. ভারতের শিক্ষা ক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতি (Filtration Theory) কে প্রবর্তন করেন ?

      (ক) চার্লস উড       (খ) টমাস ব্যাবিংটন মেকলে       (গ) লর্ড বেন্টিং      (ঘ) লর্ড আমহার্স্ট

৩৬. বেন্টিঙ্ক -এর আমলে জনশিক্ষা কমিটির সভাপতি কে ছিলেন ?

       (ক) কলভিন        (খ) টমাস ব্যাবিংটন মেকলে       (গ) কোল ব্রুক       (ঘ) উইলসন

৩৭. ভারতে প্রাচ্যরীতিতে শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন কে ?

      (ক) এইচ. টি. প্রিন্সেপ      (খ) টমাস মেকলে       (গ) আলেকজান্ডার ডাফ       (ঘ) স্যান্ডার্স

৩৮.  কোন মিনিট -এর মাধ্যমে প্রাচ্য শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে ?

      (ক) অকল্যান্ডের মিনিট     (খ) মেকলের মিনিট     (গ) জনপোরের মিনিট     (ঘ) বেন্টিঙ্কের মিনিট

৩৯. ভারতে পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন—

      (ক) টমাস ব্যাবিংটন মেকলে      (খ) এইচ.টি. প্রিন্সেফ     (গ) কোল ব্রুক      (ঘ) উইলসন 

৪০. ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল—

     (ক) রাজা রামমোহন রায়      (খ) কালীপ্রসন্ন সিংহ        (গ) ডেভিড হেয়ার        (ঘ) ড্রিংক ওয়াটার বিটন 

৪১. ব্রাহ্মসমাজের মুখপত্র ছিল কোনটি ?

     (ক) সংবাদ কৌমুদী     (খ) সমাচার দর্পণ     (গ) সমাচার চন্দ্রিকা     (ঘ) তত্ত্ববোধিনী পত্রিকা

৪২. জেনারেল আসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কে ?

     (ক) মিল্টন      (খ) আলেকজান্ডার ডাফ     (গ) উইলিয়াম কেরি     (ঘ) মার্শম্যান 

৪৩. জেনারেল আসেম্বলিজ ইনস্টিটিউশন -এর বর্তমান নাম কি ?

      (ক) স্কটিশচার্চ কলেজ      (খ) বেথুন কলেজ      (গ) সেন্ট জেভিয়ার্স কলেজ     (ঘ) প্রেসিডেন্সি কলেজ 

৪৪. জেনারেল আসেম্বলিজ ইনস্টিটিউশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

       (ক) ১৮২৫ খ্রিস্টাব্দে     (খ) ১৮৩০ খ্রিস্টাব্দে     (গ) ১৮৪০ খ্রিস্টাব্দে     (ঘ) ১৮৪২ খ্রিস্টাব্দে 

৪৫. বাংলায় নারীশিক্ষা প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে ?

     (ক) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর     (খ) রাজা রামমোহন রায়     (গ) ডেভিড হেয়ার     (ঘ) কাদম্বিনী গঙ্গোপাধ্যায়

৪৬. হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে ?

      (ক) ৭ই মে, ১৮৪৭ খ্রিস্টাব্দে      (খ) ৭ই মে, ১৮৪৮ খ্রিস্টাব্দে      (গ) ৭ই মে, ১৮৪৯ খ্রিস্টাব্দে      (ঘ) ৭ই মে, ১৮৫০ খ্রিস্টাব্দে

৪৭. হিন্দু বালিকা বিদ্যালয় -র বর্তমান নাম কি ?

      (ক) বেথুন স্কুল      (খ) ন্যাশনাল স্কুল      (গ) হেয়ার স্কুল       (ঘ) সেন্ট্রাল স্কুল

৪৮. ডেভিড হেয়ার 'পটলডাঙ্গা একাডেমি' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ?

     (ক) ১৮১০ খ্রিস্টাব্দে      (খ) ১৮১৫ খ্রিস্টাব্দে      (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে      (ঘ) ১৮২৭ খ্রিস্টাব্দে

৪৯. 'পটলডাঙ্গা একাডেমি' -র বর্তমান নাম কি ?

     (ক) হেয়ার স্কুল      (খ) বেথুন স্কুল      (গ) ন্যাশনাল স্কুল     (ঘ) সেন্ট্রাল স্কুল

৫০. ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হল—

     (ক) বেথুন কলেজ       (খ) স্কটিশ চার্চ কলেজ        (গ) বিদ্যাসাগর কলেজ       (ঘ) হিন্দু কলেজ 

৫১. হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

      (ক) ২০শে জানুয়ারি, ১৭১৭ খ্রি.    (খ) ২০শে জুন, ১৮১৭ খ্রি.     (গ) ২০শে জানুয়ারি, ১৮১৭ খ্রি.     (ঘ) ২০শে জুন, ১৭১৭ খ্রি.

৫২. হিন্দু কলেজের বর্তমান নাম কি ?

      (ক) বিদ্যাসাগর কলেজ       (খ) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়      (গ) স্কটিশ চার্চ কলেজ      (ঘ) সংস্কৃত কলেজ

৫৩. 'ক্যালকাটা স্কুল বুক সোসাইটি' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

      (ক) ১৮১৭ খ্রিস্টাব্দে       (খ)  ১৮১৮ খ্রিস্টাব্দে        (গ) ১৮৩১ খ্রিস্টাব্দে       (ঘ) ১৮৪৪ খ্রিস্টাব্দে

৫৪. কলকাতা মেডিকেল কলেজে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

      (খ) ২৮শে জানুয়ারী, ১৮০০ খ্রি.   (খ) ২৮শে জানুয়ারী, ১৮৩১ খ্রি.   (গ) ২৮শে জানুয়ারী, ১৮৩৫ খ্রি.   (ঘ) ২৮শে জানুয়ারী, ১৮৪৪ খ্রি.

৫৫. প্রথম বাঙালি ছাত্র যিনি শব ব্যবচ্ছেদ করেছিলেন ?

       (ক) মধুসূদন দত্ত      (খ) নীলরতন সরকার     (গ) মধুসূদন গুপ্ত     (ঘ) দ্বারকানাথ গুপ্ত

৫৬. 'কলকাতা বিশ্ববিদ্যালয়' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

      (ক) ২৪ জানুয়ারি, ১৮০০ খ্রি.    (খ) ২৪ জানুয়ারি, ১৮১৭ খ্রি.     (গ) ২৪ জানুয়ারি, ১৮৩৫ খ্রি.    (ঘ) ২৪ জানুয়ারি, ১৮৫৭ খ্রি.

৫৭. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন ?

     (ক) লর্ড লিটন     (খ) লর্ড ডালহৌসি    (গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক     (ঘ) লর্ড ক্যানিং

৫৮. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?

      (ক) লর্ড ক্যানিং        (খ) ডেভিড হেয়ার        (গ) আশুতোষ মুখোপাধ্যায়        (ঘ) জেমস উইলিয়াম কোলভিল 

৫৯. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক অধ্যাপক ছিলেন— 

      (ক) রাসবিহারী ঘোষ        (খ) প্রসন্নকুমার ঠাকুর        (গ) রবীন্দ্রনাথ ঠাকুর       (ঘ) নীলরতন সরকার 

৬০. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ?

      (ক) স্যার আশুতোষ মুখোপাধ্যায়       (খ) স্যার যদুনাথ সরকার      (গ) স্যার গুরুদাস ব্যানার্জি       (ঘ) স্যার উইলিয়াম কল বিল

৬১. ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে—

      (ক) বাংলায়       (খ) বোম্বাইতে        (গ) মাদ্রাজ       (ঘ) দিল্লিতে 

৬২. এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো শুরু হয় ?

      (ক) কলকাতা       (খ) বোম্বাই       (গ) পন্ডিচেরী       (ঘ) মাদ্রাজ

৬৩. মহসীন শিক্ষা তহবিল প্রতিষ্ঠায় উদ্যোগ নেন—

       (ক) হাজি মহম্মদ মহসীন      (খ) লর্ড বেন্টিঙ্ক      (গ) লর্ড ক্যানিং       (ঘ) চার্লস মেটকাফ

৬৪. কার দানের অর্থে হুগলির ইমামবাড়া হাসপাতাল নির্মিত হয় ?

      (ক) রামমোহন রায়      (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর      (গ) হাজি মহম্মদ মহসিন     (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

৬৫. 'ব্রাহ্মসভা' কে গঠন করেন ?

      (ক) রাজা রামমোহন রায়      (খ) কেশবচন্দ্র সেন      (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর     (ঘ) শিবনাথ শাস্ত্রী

৬৬. 'তত্ববোধিনী' সভা কে প্রতিষ্ঠা কারেন ?

      (ক) রাজা রামমোহন রায়      (খ) কেশবচন্দ্র সেন      (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর     (ঘ) শিবনাথ শাস্ত্রী

৬৭. 'ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ' কে গঠন করেন ?

     (ক) রাজা রামমোহন রায়      (খ) কেশবচন্দ্র সেন      (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর     (ঘ) শিবনাথ শাস্ত্রী

৬৮. 'ব্রাহ্ম বন্ধু সভা' -র প্রতিষ্ঠাতা কে  ?

     (ক) রাজা রামমোহন রায়      (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর     (গ) শিবনাথ শাস্ত্রী   (ঘ) কেশবচন্দ্র সেন

৬৯. 'সংগত সভা' কে প্রতিষ্ঠা করেন ?

     (ক) কেশবচন্দ্র সেন      (খ) রাজা রামমোহন রায়       (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর     (ঘ) শিবনাথ শাস্ত্রী

৭০. 'বামাবোধিনী সভা' কে গঠন করেন ?

     (ক) রাজা রামমোহন রায়      (খ) কেশবচন্দ্র সেন      (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর     (ঘ) শিবনাথ শাস্ত্রী

৭১. 'ব্রাহ্মিকা সমাজ' কে প্রতিষ্ঠা করেন  ?

     (ক) রাজা রামমোহন রায়      (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর     (গ) কেশবচন্দ্র সেন     (ঘ) শিবনাথ শাস্ত্রী

৭২. নারীশিক্ষা প্রসারের জন্য 'নেটিভ লেডিস নর্মাল স্কুল' কার প্রচেষ্ঠায় গড়ে উঠেছিল ?

    (ক) রাজা রামমোহন রায়      (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর     (গ) শিবনাথ শাস্ত্রী      (ঘ) কেশবচন্দ্র সেন

৭৩. 'নববিধান' প্রতিষ্ঠা করেন —         [মাধ্যমিক-২০১৭]

    (ক) দয়ানন্দ সরস্বতী      (খ) কেশবচন্দ্র সেন     (গ) স্বামী বিবেকানন্দ      (ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

৭৪. দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে 'ব্রহ্মানন্দ' উপাধি দেন ?

    (ক) রামমোহন রায়      (খ) রাধাকান্ত দেব       (গ) কেশবচন্দ্র সেন      (ঘ) শিবনাথ শাস্ত্রী

৭৫. 'সাধারণ ব্রাহ্মসমাজ' -এর প্রতিষ্ঠাতা কে ?

      (ক) রাজা রামমোহন রায়      (খ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর      (গ) শিবনাথ শাস্ত্রী      (ঘ) কেশবচন্দ্র সেন

৭৬. 'ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি' নামক গ্রন্থটির রচয়িতা কে ?

      (ক) রামতনু লাহিড়ী       (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর       (গ) রামমোহন রায়      (ঘ) কেশবচন্দ্র সেন

৭৭. 'আত্মীয় সভা' -র প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

      (ক) রাজা রামমোহন রায়    (খ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর     (গ) শিবনাথ শাস্ত্রী     (ঘ) কেশবচন্দ্র সেন

৭৮. সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম জোরালো আন্দোলন গড়ে তোলেন—

     (ক) রাধাকান্ত দেব     (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর     (গ) রাজা রামমোহন রায়      (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৭৯. সতীদাহ প্রথা কত খ্রিস্টাব্দে রদ হয় ?

    (ক) ১৮২৮ খ্রিস্টাব্দে      (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে      (গ) ১৮৩০ খ্রিস্টাব্দে      (ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

৮০. কোন আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয় ?

      (ক) ৩ নং রেগুলেশন     (খ) ১৫ নং রেগুলেশন      (গ) ১৭ নং রেগুলেশন      (ঘ) ১৮ নং রেগুলেশন

৮১. 'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

     (ক) ১৮২৫ খ্রিস্টাব্দে      (খ) ১৮২৬ খ্রিস্টাব্দে       (গ) ১৮২৭ খ্রিস্টাব্দে       (ঘ) ১৮২৮ খ্রিস্টাব্দে

৮২.  'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন' কে প্রতিষ্ঠা করেন  ?

     (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর     (ক) রামমোহন রায়     (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর     (ঘ) ডিরোজিও

৮৩. বিধবা বিবাহ আইন পাস করেন—

      (ক) লর্ড ক্যানিং       (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর       (গ) লর্ড ডালহৌসি      (ঘ) রাজা রামমোহন রায়

৮৪. কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয় ?

      (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে      (খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে      (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে      (ঘ) (ক) ১৮৮৫ খ্রিস্টাব্দে

৮৫. কোন আইন দ্বারা বিধবা বিবাহ আইন পাস হয় ?

      (ক) ১০নং রেগুলেশন     (খ) ১৫নং রেগুলেশন     (গ) ১৭নং রেগুলেশন     (ঘ) ২০ নং রেগুলেশন 

৮৬. কত খ্রিস্টাব্দে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় ?

      (ক) ৬ই ডিসেম্বর ১৮৫৬ খ্রি.    (খ) ৭ই ডিসেম্বর ১৮৫৬ খ্রি.     (গ) ৬ই ডিসেম্বর ১৮৫৭ খ্রি.     (ঘ) ৭ই ডিসেম্বর ১৮৫৭ খ্রি.

৮৭. সন্ন্যাস গ্রহণের পর কে অচ্যুতানন্দ সরস্বতী নাম গ্রহণ করেন ?

      (ক) শ্রীরামকৃষ্ণ       (খ) স্বামী বিবেকানন্দ      (গ) কেশবচন্দ্র সেন      (ঘ) বিজয়কৃষ্ণ গোস্বামী

৮৮. বিজয়কৃষ্ণ গোস্বামী কোথায় দেহত্যাগ করেন ?

      (ক) ঢাকায়      (খ) শান্তিপুরে      (গ) পুরীতে      (ঘ) গয়ায় 

৮৯. সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রচার করেন ?

      (ক) শিবনাথ শাস্ত্রী      (খ) স্বামী বিবেকানন্দ      (গ) শ্রীরামকৃষ্ণ      (ঘ) রাজা রামমোহন রায়

৯০. 'যত মত তত পথ' -এর আদর্শ কে প্রচার করেন ?

     (ক) স্বামী বিবেকানন্দ      (খ) শ্রীরামকৃষ্ণ       (ঘ) বিজয়কৃষ্ণ গোস্বামী      (ঘ) লালন ফকির

৯১. 'নব্য বেদান্তবাদ' কে প্রচার করেন ?

     (ক) শ্রীরামকৃষ্ণ       (খ) বিজয়কৃষ্ণ গোস্বামী      (গ) স্বামী বিবেকানন্দ      (ঘ) ত্রৈলঙ্গস্বামী

৯২. রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্র ছিল—

     (ক) বেঙ্গলি পত্রিকা       (খ) সঞ্জীবনী পত্রিকা      (গ) উদ্বোধন পত্রিকা      (ঘ) অমৃতবাজার পত্রিকা

৯৩. 'স্ত্রীশিক্ষা বিধায়ক' গ্রন্থটির রচয়িতা কে ?

     (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর     (ক) রামমোহন রায়     (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর     (ঘ) রাধাকান্ত দেব 

৯৪. নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন কে ?

      (ক) রসিককৃষ্ণ মল্লিক      (খ) রামগোপাল ঘোষ      (গ) দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়      (ঘ) ডিরোজিও

৯৫. 'To India My Native Land' কবিতাটির রচয়িতা কে ?

     (ক) প্যারিচাঁদ মিত্র      (খ) ডিরোজিও      (গ) ওয়ার্ডসওয়ার্থ      (ঘ) গান্ধিজি 

৯৬. নববঙ্গ গোষ্ঠীর মুখপত্রের নাম কি ছিল ?

      (ক) বামাবোধিনী    (খ) পার্থেনান     (গ) সোমপ্রকাশ      (ঘ) সমাচার দর্পণ

৯৭. উনিশ শতকে বাংলার নবজাগরণ কে 'এলিটিস্ট আন্দোলন' বলে কে অভিহিত করেছেন ?

    (ক) বিপিনচন্দ্র পাল      (খ) অনিল শীল      (গ) জওহরলাল নেহেরু      (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

৯৮. উনিশ শতকের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাংলার প্রগতিশীল সমাজকে বলা হত—

     (ক) উচ্চবিত্ত বাঙালি     (খ) মধ্যবিত্ত ভদ্রলোক       (গ) নিম্নমধ্যবিত্ত ভদ্রলোক      (ঘ) নিম্নবিত্ত ভদ্রলোক

৯৯. উনিশ শতকে বাংলার নবজাগরণ প্রথম শুরু হয়েছিল কোথায় ?

     (ক) ঢাকায়     (খ) ফরিদপুরে      (গ) কলকাতায়     (ঘ) মুর্শিদাবাদে

১০০. "বাংলার জাগরণ আন্দোলন ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীতধর্মী ।" —কে বলেছেন ?

      (ক) যদুনাথ সরকার      (খ) সুপ্রকাশ রায়      (গ) অমলেশ ত্রিপাঠী       (ঘ) বিনয় ঘোষ

****

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2017 History (Eng ver)

1.1 Football was introduced in India by— (a) English (b) Dutch (c) French (d) Portuguese 1.2 Bipin Chandra Pal wrote— (a) Sattar Batsar (b) Jiban Smriti (c) A Nation in Making (d) Anandamath

Madhyamik Examination (WBBSE) - 2018 History (Bengali version)

বিভাগ—ক ১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১x২০ =২০ ১.১ 'জীবনের ঝরাপাতা' গ্রন্থটি হল একটি— (ক) উপন্যাস (খ) কাব্যগ্রন্থ (গ) জীবনীগ্রন্থ (ঘ) আত্মজীবনী ১.২ 'সোমপ্রকাশ' ছিল একটি— (ক) দৈনিক পত্রিকা (খ) সাপ্তাহিক পত্রিকা (গ) পাক্ষিক পত্রিকা (ঘ) মাসিক পত্রিকা

Madhyamik Examination (WBBSE) - 2018 History (Eng ver)

Madhyamik Examination (WBBSE) - 2018 History (Eng ver)

GROUP—A

1. Choose the correct answer:       1x20=20

1.1  Jibaner Jharapata is —

       (a) a novel     (b) a book of poems      (c) a biography        (d)  an autobiography

সম্মিলিত জাতিপুঞ্জের শাখা সমূহ

সম্মিলিত জাতিপুঞ্জের ছয়টি শাখা যথা - সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, সদর কার্যালয়, সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্য দেশ ‘সাধারণ পরিষদের’ সদস্য । এইসব রাষ্ট্রের প্রত্যেকের ভোট একটি হলেও প্রতিনিধি ...

স্বাধীনতা সংগ্রামের শেষ পর্যায়ে দ্বিজাতি তত্ত্বের প্রভাব (Two-Nation Theory)

দ্বিজাতিতত্ত্বের প্রথম প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহম্মদ খাঁ । স্যার সৈয়দ আহম্মদ খাঁ-র পূর্ব পুরুষরা মোগল যুগে পারস্য বা তুরাণ থেকে আসেন, এরা ছিলেন ভারতীয় মুসলমানদের মধ্যে ‘আশরফ’ বা ‘অভিজাত শ্রেণি’ । স্যার সৈয়দ আহম্মদ খাঁ নিজের অভিজাত বংশের ...