বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন

Submitted by avimanyu pramanik on Sat, 01/30/2021 - 23:20

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন (The anti-Partition Movement and the Peasant):-

ভারতবর্ষের গ্রামাঞ্চলে বসবাসকারী বেশিরভাগ মানুষদের জীবিকা ছিল কৃষির ওপর নির্ভরশীল । ঔপনিবেশিক শাসনকালে ব্রিটিশদের কৃষিনীতি ভীষণভাবে কৃষক স্বার্থবিরোধী ছিল । সেই সঙ্গে ব্রিটিশ সরকার ও তাদের অনুগ্রহপুষ্ট স্বার্থান্বেষী জমিদার মহাজনশ্রেণি কৃষকদের অন্যায়ভাবে শোষণ ও অত্যাচার করত । এই অবস্থায় নির্যাতিত ও শোষিত ভারতের কৃষকসম্প্রদায় তাদের প্রতি হওয়া শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় ও বিভিন্ন প্রতিবাদী আন্দোলনে অংশগ্রহণ করে । যে সমস্ত জমিদার ও মহাজনশ্রেণি কৃষকদের নানা ভাবে অত্যাচার ও শোষন করতো তাদের প্রতি ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতার কারণে ব্রিটিশ শাসনের প্রতি কৃষকশ্রেণির ক্ষোভের সঞ্চার হয় । আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে ভারতের কৃষকশ্রেণি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদী আন্দোলনে শামিল হয় । গুজরাটের খেড়া, সুরাট ও ব্রোচ জেলায় এলাকার কৃষকদের নেতৃত্বে সর্বজনীনভাবে কৃষকেরা ভূমিরাজস্ব দিতে অস্বীকার করে । গান্ধিজির হস্তক্ষেপের আগে থেকেই ১৯০৫ খ্রিস্টাব্দ থেকে ১৯০৮ খ্রিস্টাব্দের সময়কালে বিহারের চম্পারণ জেলায় মতিহারি বেতিয়া অঞ্চলের নীলচাষীরা সরকার-বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল । মূলত তিন কাঠিয়া ব্যবস্থা অনুযায়ী ব্রিটিশ সরকার এখানকার কৃষকদের নীলচাষে বাধ্য করায় তারা সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামে । ১৯০৭ খ্রিস্টাব্দে পাঞ্জাবে চিনাব নদীসংলগ্ন খালপারের বসতি এলাকায় ক্যানাল কলোনিতে ব্রিটিশ সরকার নতুন আইন প্রচলন করে ঐ এলাকার জমির উত্তরাধিকার নিয়ন্ত্রণ করার প্রস্তাব করে এবং এই নিয়মবিধি লঙ্ঘনকারীদের জরিমানা ও বাড়তি জলকর দেওয়ার প্রস্তাব করা হয় । এর প্রতিবাদে শিক্ষিত কৃষকদের নেতৃত্বে এখানকার কৃষকশ্রেণি সংঘবদ্ধ হয় । লাহোর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের দুই নেতা লাজপত রায় ও অজিত সিংহ প্রমুখ এই আন্দোলনে যোগ দেন । আন্দোলনকারীরা কর দেওয়া বন্ধ করলে লর্ড মিন্টো ১৯০৭ খ্রিস্টাব্দের ২৬শে মে ক্যানাল কলোনিতে প্রযোজ্য নতুন আইনটি বাতিল করেন ।

বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন বড়ো আকার ধারণ করলেও ভারতের কৃষকসমাজ এই আন্দোলনে ব্যাপকভাবে অংশ গ্রহণ করেনি । এর পিছনে নানা কারণ ছিল । যেমন —

(১) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান স্বদেশি নেতৃবর্গ সচেতনভাবে কৃষকদের স্বার্থরক্ষার ব্যাপারে উপযুক্ত কর্মসূচি করেন নি । ইতিহাসবিদ ড. সুমিত সরকারের মতে, 'সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি' -র অভাবে কৃষকশ্রেণিকে এই আন্দোলনের শরিক হিসেবে যুক্ত করা যায় নি ।

(২) ড. সুমিত সরকার কৃষকশ্রেণিকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শরিক করে নেওয়ার ক্ষেত্রে নেতৃবৃন্দের উদাসীনতাকে দায়ী করেছেন ।  

(৩) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতৃবর্গ দেশপ্রেমিক জমিদারদের সহযোগিতা লাভের আশায় ভূমিস্বত্ব সংরক্ষণ, খাজনা হ্রাস প্রভৃতি কৃষকসমাজের দাবিগুলিকে গ্রহণ করে জমিদার ও উচ্চবর্গীয়দের বিরাগভাজন হতে চাননি ।

(৪) সংখ্যাগরিষ্ঠ কৃষকশ্রেণির অংশগ্রহণ হল কৃষিপ্রধান ভারতের যেকোনো গণআন্দোলনের মূল ভিত্তি । এই চরম সত্যটি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতৃবর্গ উপলব্ধি করতে ব্যর্থ হন এবং কৃষকদের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে আকৃষ্ট করা থেকে বিরত থাকেন ।

*****

Comments

Related Items

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ (Students' Role in Armed Revolutionary Struggles) :-

বিশ্বের বিভিন্ন দেশে পরাধীন জাতির মুক্তি সংগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে । ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও জাতীয

রশিদ আলি দিবস (Rasid Ali Day)

রশিদ আলি দিবস (Rasid Ali Day) :-

১৯৪৬ খ্রিস্টাব্দের ২রা ফেব্রুয়ারি লালকেল্লার সামরিক আদালতে আজাদ হিন্দ বাহিনীর সেনা অফিসার ক্যাপ্টেন রশিদ আলিকে কোর্ট মার্শাল করে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলে এই অবিচারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে

ভারত ছাড়ো আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন

ভারত ছাড়ো আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন (Students' Participation in the Quit India Movement) :-

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ই আগস্ট মহাত্মা গান্ধির নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের ড

আইন অমান্য আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন

আইন অমান্য আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন (Students' Participation in the Civil Disobedience Movement):-

১৯৩০ খ্রিস্টাব্দে গান্ধিজির নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনের ডাক দিলে সেই আন্দোলনে ভারতের ছাত্রসম

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন (Students' Participation in the Non Co-operation Movement):-

মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দমনমূলক রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড, ব্রিটিশ ঔপনিবেশিক অপশাসন প্রভৃতি বিভিন্ন কারণে গান্ধিজির নেতৃত্বে জা