পোশাক-পরিচ্ছদের ইতিহাস (History of Dress & Costume)

Submitted by avimanyu pramanik on Tue, 09/22/2020 - 11:00


পোশাক-পরিচ্ছদের ইতিহাস : প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমানকাল পর্যন্ত মানুষের পোশাক-পরচ্ছদে নানা বিবর্তন ও পরিবর্তন পরিলক্ষিত হয় । পোষাক-পরিচ্ছদ পরিধান করা প্রতিটি সভ্য মানবসমাজের অন্যতম বৈশিষ্ট্য । সামগ্রিক ইতিহাস চর্চার প্রয়োজনে পোষাক-পরিচ্ছদের ইতিহাসচর্চারও প্রয়োজন রয়েছে ।  মানুষের সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, রাজনৈতিক অবস্থানসহ পছন্দ-অপছন্দের নানা দিক পোশাক-পরিচ্ছদের মধ্যে দিয়ে ফুটে ওঠে । অভিজাত, ধনী গরিব কৃষক ও শ্রমিক প্রভৃতি বিভিন্ন মানুষের পোশকের মান পৃথক হয় । পোশাক-পরিচ্ছদ থেকে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর পরিচয় পাওয়া যায় । আবার কোন সমাজের সামাজিক বিধিনিষেধ কেমন ছিল, সেই সমাজ কতটা প্রগতিশীল বা রক্ষনশীল ছিল, সমাজে লিঙ্গবৈষম্য ছিল কিনা প্রভৃতি সম্পর্কে সেই সমাজের মানুষের পোশাক-পরিচ্ছদ থেকে জানা যায় । কোনো সংস্কৃতি অন্য কোনো সমাজের সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল কিনা বা কতটা প্রভাবিত ছিল, তা সেই সমাজের মানুষের পোশাক-পরিচ্ছদ থেকে বোঝা যায় । যেমন— ঔপনিবেশিক শাসনকালে ভারতীয়দের পোশাক-পরিচ্ছদের ওপর পাশ্চাত্যের পোশাক-পরিচ্ছদের ব্যাপক প্রভাব পড়ে । পোশাক-পরিচ্ছদ জনগোষ্ঠীর সাংস্কৃতিক অবস্থার পরিচায়ক । যেমন, আদিবাসী কৃষক এবং শহুরে বাবুদের পৃথক পৃথক পোশাক-পরিচ্ছদ উভয় গোষ্ঠীর সাংস্কৃতিক পার্থক্যের পরিচয় বহন করে । উন্নত পোশাক-পরিচ্ছদ তৈরীর জন্য উন্নত মানের প্রযুক্তির প্রয়োজন হয় তাই কোনো জনগোষ্ঠীর পোশাক-পরিচ্ছদের উৎকর্ষতা দেখে সেই জনগোষ্ঠীর ব্যবহৃত প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে আভাষ পাওয়া যায় ।

মধ্যযুগের ফ্রান্সের নাগরিকরা সামাজিক পদমর্যাদা অনুযায়ী পোশাক পরিধান করত । কেবলমাত্র রাজপরিবারের সদস্যরা-ই দামি পোশাক পরতে পারত । ফ্রান্সে যারা লম্বা মোজা বা ব্রিচেস পরতে পারত না, তারা সাঁ কুলোৎ নামে পরিচিত ছিল । শিল্পবিপ্লবের ফলে পোশাকে ইউরোপীয় প্রভাব বৃদ্ধি পায় । ভারতে বিত্তবান পারসিকরাই প্রথম পাশ্চাত্য পোশাক পরা শুরু করে । পারসিক রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্মসমাজের নারীরা শাড়ি পরা চালু করে, তার নাম হয় 'ব্রাহ্মিকা শাড়ি' । মহাত্মা গান্ধীর জীবনের বিভিন্ন পর্বে বিভিন্ন পোশাক তাঁর ব্যক্তিত্বের ও জাতীয়তাবাদের প্রতীক হয়ে ওঠে । তাঁর ব্যবহৃত টুপি বা গান্ধি টুপি সমকালীন জাতীয় নেতৃবর্গের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে । সৌদামিনি খাস্তগির রচিত 'স্ত্রীলোকের পরিচ্ছদ', সি কেশবের আত্মজীবনী 'জীবিত সমরম', এম্মা টারলো রচিত 'ক্লোথিং ম্যাটারস ড্রেস অ্যান্ড আইডেনটিটি ইন ইন্ডিয়া' প্রভৃতি পোশাক-পরিচ্ছদের ওপর উল্লেখযোগ্য কাজ ।

*****

Comments

Related Items

বিশ্ববিদ্যালয় কমিশন (Indian universities Act, 1904)

লর্ড কার্জন প্রতিক্রিয়াশীল শাসক হলেও শিক্ষার ব্যাপারে তিনি খুবই উৎসাহী ছিলেন । লর্ড কার্জন স্যার টমাস র‍্যালের সভাপতিত্বে ১৯০২ খ্রিস্টাব্দে 'র‍্যালে কমিশন' গঠন করেছিলেন । এটি 'ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন' নামেও পরিচিত । স্যার টমাস র‍্যালে ছিলেন বড়লাটের কার্যনির্বাহক সমিতির আইন সদস্য । এই কমিশন ...

হান্টার কমিশন (Hunter Education Commission)

১৮৮২ খ্রিস্টাব্দে লর্ড রিপণের সময় উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয় । এই কমিশনের কাজ ছিল দেশে ইংরেজি শিক্ষার অগ্রগতি পর্যালোচনা করা । শিক্ষার প্রসারে হান্টার কমিশনের ভূমিকা এক অভিনব অধ্যায়ের সূচনা করেছিল । হান্টার কমিশনের সুপারিশগুলি ছিল ....

উডের ডেসপ্যাচ (Wood's Despatch of 1854)

শিক্ষা সংক্রান্ত নানা সমস্যার সমাধান করার জন্য ১৮৫৪ খ্রিস্টাব্দে কোম্পানির পরিচালক সমিতির সভাপতি স্যার চার্লস উড 'শিক্ষা বিষয়ক প্রস্তাব' (Wood's Education Despatch) নামে একটি শিক্ষা নীতি রচনা করে ভারতে পাঠান । ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস উডের সুপারিশ ...

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতে 'হাফটোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন—     [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল—       [মাধ্যমিক -২০১৭]