দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে শান্তির প্রয়াস

Submitted by avimanyu pramanik on Thu, 04/26/2012 - 17:50

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে শান্তির প্রয়াস

১৯১৮ খ্রিস্টাব্দের ১১ই নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ২০ বছর পর পৃথিবী আবার একটি ভয়ংকর বিশ্বযুদ্ধের মখোমুখি হয় । দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ অপেক্ষা আরও ভয়াবহ ও ব্যাপক আকারে সংঘটিত হয়েছিল । প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ওপর মিত্রপক্ষের অসম্মানজনক চুক্তির শর্ত আরোপ, জার্মানির প্রতিশোধ স্পৃহা, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের দায়িত্বজ্ঞানহীনতা, সাম্রাজ্যলিপ্সা এবং সমরসজ্জা পৃথিবীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল । ১৯৩৯ খ্রিস্টাব্দের ১লা সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করলে জার্মানির প্রতি তোষণ নীতি ত্যাগ করে ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩রা সেপ্টেম্বর যুদ্ধ ঘোষণা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় । বিশ্বের তাবৎ শক্তিশালী রাষ্ট্রগুলি এক এক পক্ষ নিয়ে এই যুদ্ধে যোগদান করে । ১৯৩৯ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৫ খ্রিস্টাব্দ একটানা ছয় বছর ধরে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার দেশগুলিতে এই ভয়ংকর যুদ্ধ চলে । মিত্রশক্তির কাছে জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় । ইটালি ও জার্মানি আগেই পরাজয় স্বীকার করেছিল । দীর্ঘ ছয় বছর ব্যাপী ব্যাপক ধ্বংসলীলা চলার পর পৃথিবীর শান্তিকামী মানুষ যুদ্ধের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল : "আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই" । সর্বগ্রাসী বিধ্বংসী দ্বিতীয় বিশ্বযুদ্ধের নির্মম ধ্বংসযজ্ঞের বিভীষিকা বিশ্বমানবের অন্তরে যে হতাশা, আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করেছিল তার ফলেই তামাম বিশ্বের মানুষ শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যাকুল হয়ে ওঠেন । পৃথিবীর একদল রাষ্ট্রনেতাও উপলব্ধি করেন যুদ্ধ মানবিক সমস্যাগুলির যথার্থ সমাধান নয় । অতএব তাঁরা শান্তির সন্ধানে প্রয়াসী হন এবং এমন একটি বিশ্বরাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেন, যেখানে সকল জাতির মানুষ পারস্পরিক সৌভ্রাতৃত্ব ও সমতার ভিত্তিতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন । তাঁদের সেই স্বপ্ন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার মাধ্যমে সার্থকতা লাভ করেছিল ।

*****

Related Items

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ (Students' Role in Armed Revolutionary Struggles) :-

বিশ্বের বিভিন্ন দেশে পরাধীন জাতির মুক্তি সংগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে । ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও জাতীয

রশিদ আলি দিবস (Rasid Ali Day)

রশিদ আলি দিবস (Rasid Ali Day) :-

১৯৪৬ খ্রিস্টাব্দের ২রা ফেব্রুয়ারি লালকেল্লার সামরিক আদালতে আজাদ হিন্দ বাহিনীর সেনা অফিসার ক্যাপ্টেন রশিদ আলিকে কোর্ট মার্শাল করে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলে এই অবিচারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে

ভারত ছাড়ো আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন

ভারত ছাড়ো আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন (Students' Participation in the Quit India Movement) :-

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ই আগস্ট মহাত্মা গান্ধির নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের ড

আইন অমান্য আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন

আইন অমান্য আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন (Students' Participation in the Civil Disobedience Movement):-

১৯৩০ খ্রিস্টাব্দে গান্ধিজির নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনের ডাক দিলে সেই আন্দোলনে ভারতের ছাত্রসম

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন (Students' Participation in the Non Co-operation Movement):-

মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দমনমূলক রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড, ব্রিটিশ ঔপনিবেশিক অপশাসন প্রভৃতি বিভিন্ন কারণে গান্ধিজির নেতৃত্বে জা