দৃশ্য শিল্পের ইতিহাস (History of Painting & Photography)

Submitted by avimanyu pramanik on Tue, 09/22/2020 - 10:22


দৃশ্য শিল্পের ইতিহাস [History of Painting & Photography]: দৃশ্যশিল্পের অন্তর্গত চিত্রশিল্পের দুটি উল্লেখযোগ্য ধারা হল ছবি আঁকা ও ফটোগ্রাফি । শিল্পীরা রং-তুলির সাহায্যে কোনো দৃশ্য বা বিষয়ের ছবি আঁকেন আর ফোটোগ্রাফার তাঁর ক্যামেরার সাহায্যে কোনো দৃশের ছবি তোলেন । রংং তুলির আঁচড়ে মূর্ত ছবি যেমন মানুষের শিল্পী মনের পরিচয় দেয় তেমনই তা সংস্কৃতিরও পরিচয় দেয় । ক্যামেরায় তোলা ছবি থেকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাসের নানা ঘটনা জানা যায় । অক্ষয়়়কুমার মৈত্র তাঁর 'ভারত ও শিল্পের কথা' গ্রন্থে প্রাচীন ভারতীয় শিল্পের তত্ত্বগুলি ভিন্নতর দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন । দৃশ্য শিল্পের মধ্যে চিত্রশিল্পের ইতিহাসের ওপর গুরুত্বপূর্ণ কাজ হল—অবনীন্দ্রনাথ ঠাকুরের 'বাগেশ্বরী শিল্প প্রবন্ধমালা', অশোক মিত্রের 'ভারতের চিত্রকলা ও য়ুরোপের চিত্রকলা', বিনোদবিহারী মুখোপাধ্যায়ের 'চিত্রকথা', গীতা কাপুরের 'কনটেমপোরারি ইন্ডিয়া পেইন্টারস', রত্নাবলী চ্যাটার্জির 'ফ্রম দ্য কারখানা টু দ্য স্টুডিও : এ স্টাডি ইন চেঞ্জিং সোশ্যাল রুলস অফ প্যাট্রন অ্যান্ড আর্টিস্ট ইন বেঙ্গল', সোফি গর্ডনের 'নাইনটিনথ সেঞ্চুরি ইন্ডিয়ান ফটোগ্রাফি', জাহিদ চৌধুরি 'আফটারইমেজ অফ এম্পায়ার : ফটোগ্রাফি ইন নাইনটিনথ সেঞ্চুরি ইন্ডিয়া' । ফটোগ্রাফির মধ্যে দিয়ে ভারতের জাতীয়়় আন্দোলন, দেশভাগ বিমুর্ত হয়ে আছে ।

*****

Comments

Related Items

আজাদ হিন্দ ফৌজের ভারত অভিযান সম্পর্কে সংক্ষেপে লেখ । কী কারণে শেষ পর্যন্ত আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে ছিল ?

প্রশ্ন:-  আজাদ হিন্দ ফৌজের ভারত অভিযান সম্পর্কে সংক্ষেপে লেখ । কী কারণে শেষ পর্যন্ত আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে ছিল ?

আজাদ হিন্দ ফৌজের ভারত অভিযান—

’করেঙ্গা ইয়া মরেঙ্গে’ -কোন আন্দোলনের রণধ্বনি ছিল ? এই আন্দোলনে কৃষক ও শ্রমিকরা কীরূপ ভূমিকা নিয়েছিল ?

প্রশ্ন:-  ’করেঙ্গা ইয়া মরেঙ্গে’ -কোন আন্দোলনের রণধ্বনি ছিল ? এই আন্দোলনে কৃষক ও শ্রমিকরা কীরূপ ভূমিকা নিয়েছিল ?

১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের রণধ্বনি ছিল 'করেঙ্গা ইয়া মরেঙ্গে' ।

ভারত ছাড়ো আন্দোলনের প্রসার আলোচনা কর ।

প্রশ্ন:- ভারত ছাড়ো আন্দোলনের প্রসার আলোচনা কর ।

১৯৪২ সালের ৮ই আগষ্ট ‘ভারত-ছাড়ো প্রস্তাব’ গৃহীত হলে পরদিন অর্থাৎ ৯ই আগষ্ট, ১৯৪২ এর ভোর থেকেই আন্দোলন শুরু হয়, যেমন—

১৯৪২ খ্রিস্টাব্দে কোন ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে স্যার স্ট্যাস্ট্যাস্ট্যাফোর্ড ক্রিপ্‌স ভারতে এসেছিলেন ?

প্রশ্ন:-  ১৯৪২ খ্রিস্টাব্দে কোন ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে স্যার স্ট্যাফোর্ড ক্রিপ্‌স ভারতে এসেছিলেন ?

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার অবদান আলোচনা কর ।

প্রশ্ন:- ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার অবদান আলোচনা কর ।

ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার অবদান বিশেষভাবে স্মরনীয় ।