ছোটো প্রশ্ন ও উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি ও বিস্তার

Submitted by avimanyu pramanik on Tue, 02/28/2012 - 08:15

ছোটো প্রশ্ন ও উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি ও বিস্তার

প্রশ্ন:- ফ্যাসিবাদ কী ?

উত্তর:- 'রাষ্ট্রই সব শক্তির উৎস, রাষ্ট্রকে বাদ দিয়ে ব্যক্তির আলাদা কোনো অস্তিত্ব নেই'—এটাই হল ফ্যাসিবাদের মূল বক্তব্য । ল্যাটিন ভাষা 'ফেসেস' শব্দ থেকে ফ্যাসিস্ট কথাটি এসেছে । ফেসেস কথার অর্থ একগুচ্ছ শলাকা বা ঐক্যবদ্ধ শক্তি ।  

প্রশ্ন:-  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির প্রধান ফ্যাসিস্ট নেতা কে ছিলেন ?

উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির প্রধান ফ্যাসিস্ট নেতা ছিলেন বেনিটো মুসোলিনি

প্রশ্ন:- ইতালিতে ফ্যাসিস্ট দল কে গঠন করেন ?

উত্তর:- ইতালিতে ফ্যাসিস্ট দল গঠন করেন বেনিটো মুসোলিনি

প্রশ্ন:- ভাইমার প্রজাতন্ত্র কোথায় গঠিত হয় ?

উত্তর:- জার্মানির রাজধানী বার্লিনের নিকটবর্তী ভাইমার শহরে ভাইমার প্রজাতন্ত্র গঠিত হয় ।

প্রশ্ন:- হিটলার প্রথমে কোন দলে যোগ দিয়েছিলেন ?

উত্তর:- হিটলার প্রথমে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দিয়েছিলেন ।

প্রশ্ন:- জার্মানির সংসদ ভবনের নাম কী ছিল ?

উত্তর:- জার্মানির সংসদ ভবনের নাম ছিল রাইখস্ট্যাগ

প্রশ্ন:- হিটলারের নাৎসী দলের নাম কী ?

উত্তর:- হিটলারের নাৎসী দলের নাম ছিল ন্যাশনাল সোসালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নাজি পার্টি

প্রশ্ন:- হিটলারের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?

উত্তর:- হিটলারের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম মেইনক্যাম্প (আমার সংগ্রাম) ।

প্রশ্ন:- কোন নেতা জার্মানিতে ফুয়েরার নামে পরিচিত ছিলেন ?

উত্তর:-  অ্যাডলফ হিটলার জার্মানিতে ফুয়েরার নামে পরিচিত ছিলেন ।

প্রশ্ন:- হিটলারের ফ্যাসিবাদী আগ্রাসন নীতির মূল উপকরণ কী ছিল ?

উত্তর:- হিটলারের ফ্যাসিবাদী আগ্রাসন নীতির মূল উপকরণ ছিল জাতিতত্ত্ব এবং ভুখন্ড

প্রশ্ন:- জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে ?

উত্তর:- ১৯৩১ খ্রিস্টাব্দে জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে ।

প্রশ্ন:-  জার্মানি কবে জাতিসংঘ ত্যাগ করে ?

উত্তর:-  ১৯৩৩ খ্রিস্টাব্দের ১৪ই অক্টোবর জার্মানি জাতিসংঘ ত্যাগ করে ।

প্রশ্ন:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোম-বার্লিন-টোকিও অক্ষ কাকে বলা হত ?

উত্তর:- ইতালি, জার্মানি ও জাপানের মধ্যে হওয়া সামরিক ও কূটনৈতিক শক্তিজোটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোম-বার্লিন-টোকিও অক্ষ বলা হত ।

প্রশ্ন:- জার্মানি ও ইতালি ছাড়া কোন রাষ্ট্র অক্ষজোটের সদস্য ছিল ?

উত্তর:-  জার্মানি ও ইতালি ছাড়া জাপানও অক্ষজোটের সদস্য ছিল ।

প্রশ্ন:- নিরস্ত্রীকরণ সম্মেলন কবে হয়েছিল ?

উত্তর:- ১৯৩৩ খ্রিস্টাব্দে নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল ।

প্রশ্ন:- কোন খ্রিস্টাব্দে ইতালি ইথিওপিয়া দখল করে ?

উত্তর:- ১৯৩৬ খ্রিস্টাব্দের মে মাসে ইতালি ইথিওপিয়া দখল করে ।

প্রশ্ন:-  মিউনিখ চুক্তিকে 'সম্মানজনক শান্তি' কে বলেছিলেন ?

উত্তর:- ব্রিটিশ প্রধানমন্ত্রী মিউনিখ চুক্তিকে 'সম্মানজনক শান্তি' বলেছিলেন ।

প্রশ্ন:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল ?

উত্তর:- জার্মানির পোল্যান্ড আক্রমণ করাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ।

প্রশ্ন:- মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তর:- ১৯৩৮ খ্রিস্টাব্দের ২৯শে সেপ্টেম্বর মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয় ।

প্রশ্ন:- রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তর:- ১৯৩৯ খ্রিস্টাব্দের ২৩শে আগস্ট -এর মধ্যরাত্রে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ।

প্রশ্ন:- দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় ?

উত্তর:- ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ।

প্রশ্ন:- রুশ-জার্মান অনাক্রমণ চুক্তিকে অগ্রাহ্য করে কবে জার্মানি রাশিয়া আক্রমণ করে ?

উত্তর:- ১৯৪১ খ্রিস্টাব্দের ২২শে জুন রুশ-জার্মান অনাক্রমণ চুক্তিকে অগ্রাহ্য করে জার্মানি রাশিয়া আক্রমণ করে ।

প্রশ্ন:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল

প্রশ্ন:-  দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট

প্রশ্ন:-  কোন যুদ্ধে জার্মানি রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় ?

উত্তর:- স্টালিনগ্রাডের যুদ্ধে জার্মানি রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় ।

প্রশ্ন:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে কবে ইতালি আত্মসমর্পণ করতে বাধ্য হয় ?

উত্তর:-  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ১৯৪৩ খ্রিস্টাব্দে ইতালি আত্মসমর্পণ করতে বাধ্য হয় ।

প্রশ্ন:-  কবে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে ?

উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দের ৭ই মে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে ।

প্রশ্ন:-  জাপান কবে আত্মসমর্পণ করে ?

উত্তর:- জাপান ১৯৪৫ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আত্মসমর্পণ করে ।

প্রশ্ন:- সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় ।

প্রশ্ন:- কোন সম্মেলনে জাতিপুঞ্জ সনদ গৃহিত হয় ?

উত্তর:- সানফ্রান্সিসকো সম্মেলনে জাতিপুঞ্জ সনদ গৃহিত হয় ।

প্রশ্ন:- আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?

উত্তর:- নেদার ল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত ।

প্রশ্ন:- ইতালিতে ফ্যাসিস্ট দলের নেতার নাম কী ?

উত্তর:- ইতালির ফ্যাসিস্ট দলের নেতার নাম ছিল বেনিটো মুসোলিনি

প্রশ্ন:- জার্মানির নাৎসি দলের নেতা কে ছিলেন ?

উত্তর:-  জার্মানির নাৎসি দলের প্রধান নেতা ছিলেন অ্যাডলফ হিটলার

প্রশ্ন:-  কত খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- প্রথম বিশ্ব যুদ্ধের পরবর্তী কালে ১৯১৯ খ্রিস্টাব্দে জাতি সংঘ প্রতিষ্ঠিত হয় ।

প্রশ্ন:- কোন্‌ ঘটনাকে কেন্দ্র করে এবং কবে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শুরু হয় ?

উত্তর :- জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে তার দু’দিন পরে, ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩রা সেপ্টেম্বর ইংল্যান্ড ও ফ্রান্স তাদের পূর্ব ঘোষণা অনুসারে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ।

*****

Related Items

১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি

১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি (Characteristics of the Revolt of 1857) : ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯শে মার্চ ব্যারাকপুর সেনা ছাউনিতে সিপাহি মঙ্গল পাণ্ডে প্রথম ব্রিটিশশক্তির বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং ক্রমে দেশের বিভিন্ন স্থানে নানা ব্যক্তির

সংঘবদ্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

সংঘবদ্ধতার গোড়ার কথা (Early Stages of Collective Action) : ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩শে জুন রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির যুদ্ধে পরাজিত করলে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয় । এই যুদ্ধের একশো বছর পর ১

পাবনার কৃষকবিদ্রোহ (১৮৭০ খ্রিস্টাব্দে)

পাবনার কৃষকবিদ্রোহ (Peasants' Revolt in Pabna)  :- ১৯৫৯-৬০ খ্রিস্টাব্দের নীল্ বিদ্রোহের পরবর্তীকালে ব্রিটিশ শাসিত ভারতে পূর্ববঙ্গের পাবনা জেলায় কৃষকদের ওপর জমিদারদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে ১৮৭০ খ্রিস্টাব্দে কৃষকরা যে বিদ্রোহ ঘোষণা করে তা '

নীল বিদ্রোহ (Indigo Revolt)

নীল বিদ্রোহ (Indigo Revolt) : অষ্টাদশ শতকের শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের বস্ত্রশিল্পে নীলের চাহিদা প্রবল ভাবে বৃদ্ধি পেলে মুনাফালোভী ইংরেজরা দাদনের জালে আবদ্ধ করে ছলে, বলে, কৌশলে দিল্লি থেকে ঢাকা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে কৃষকদের নীলচ

বাংলায় ফরাজি আন্দোলন (Farazi Movement in Bengal)

ফরাজি আন্দোলন (Farazi Movement):- ঊনিশ শতকে বাংলায় সংঘটিত কৃষক-বিদ্রোহগুলির মধ্যে অন্যতম ছিল ফরাজি আন্দোলন । 'ফরাজি' শব্দটি আরবি শব্দ 'ফরজ' থেকে এসেছে । ফরজ শব্দের অর্থ হল 'আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য' । ইসলাম ধর্ম সংস্কারের উদ্দেশ্যে হা