গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে ঔপনিবেশিক সমাজের সমালোচনা

Submitted by avimanyu pramanik on Wed, 01/06/2021 - 22:59

ব্যঙ্গচিত্র-জাতাসুরগগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে ঔপনিবেশিক সমাজের সমালোচনা (Critique of Colonial Society in Gaganendranath Tagore's Caricature  1867-1938) :-

উনিশ শতকের দ্বিতীয় দশক থেকে গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন । সমাজের বিভিন্ন অসঙ্গতিকে মূল বিষয় করে তীব্র ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি তাঁর চিত্রগুলি এঁকেছেন । সমকালীন বাংলার ও ঔপনিবেশিক সমাজের চিত্র তিনি তাঁর ব্যঙ্গচিত্রগুলিতে তুলে ধরেছেন । তাঁর ব্যঙ্গচিত্রগুলি রামানন্দ চট্টোপাধ্যায় 'প্রবাসী' ও 'মডার্ন রিভিউ' পত্রিকাতে প্রকাশ করেন । এ ছাড়াও তাঁর ব্যঙ্গচিত্রগুলি ভারতী, নারায়ণ, আগমনী ও বার্ষিক বসুমতীতে প্রকাশিত হয় । তাঁর আঁকা ব্যঙ্গচিত্রগুলিকে তিনটি ভাগে ভাগ করা যায়, যেমন— (i) সামাজিক সমস্যমূলক ব্যঙ্গচিত্র, (ii) ব্যক্তিবিশেষে ক্রিয়াকর্মমুলক ব্যঙ্গচিত্র (iii) রাজনৈতিক অনুষঙ্গমূলক ব্যঙ্গচিত্র । তাঁর জীবদ্দশায় ব্যঙ্গচিত্রগুলির তিনটি সংকলন প্রকাশিত হয় । সঙ্কলন তিনটি হল— (i) বিরুপ বজ্র, (ii) অদ্ভুত লোক, (iii) নব হুল্লোড় । আর একটি ব্যঙ্গচিত্র সংকলন তাঁর মৃত্যুর পরে প্রকাশিত হয় । জাতাসুর (Millstone of Caste), পরভূতের কাকলি (Courtesy to countrymen), বিদ্যার কারখানা (Cramming Machine), বাকযন্ত্র (The Auto Speechola) প্রভৃতি হল তাঁর আঁকা উল্লেখযোগ্য কয়েকটি ব্যঙ্গচিত্র । জাতাসুর ব্যঙ্গচিত্রে ভারতীয় সমাজে প্রচলিত জাতপাত ও বর্ণবৈষম্য ব্যবস্থার তীব্র সমালোচনা ফুটে উঠেছে । চিত্রটিতে দেখা যায়, বিশালাকার এক জাঁতার ওপর বসে হোম ও পূজা আহ্নিক করছেন মুণ্ডিত মস্তকবিশিষ্ট এক ব্রাহ্মন, যার হাতে রয়েছে পুঁথি । জাঁতটিকে ঘোরাচ্ছে এক হাস্যরত কঙ্কাল যা ধ্বংস বা মৃত্যুর প্রতীক । আর এই জাঁতার নীচে অসংখ্য নিম্নবর্ণের মানুষ নিষ্পেষিত হচ্ছে । এভাবে গগনেন্দ্রনাথ ঠাকুর তাঁর ব্যঙ্গচিত্রের মধ্যে দিয়ে সমাজব্যবস্থার সমালোচনা করেছেন ।

****

Comments

Related Items

পরিবেশের ইতিহাস (History of Environment)

পরিবেশের ইতিহাস (History of Environment) : যুদ্ধ, নগরায়ণ, শিল্পায়ন প্রভৃতির ফলে বর্তমানকালে বিশ্বের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ক্রমে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে । এই পরিস্থিতিতে সাম্প্রতিককালে মানুষ নিজেদের সুষ্ঠভাবে বেঁচে থাকার তাগিদে পর

শহরের ইতিহাস (History of the City)

শহরের ইতিহাস (History of the City) : প্রাচীনকাল থেকে গ্রামগুলি ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে শহরে পরিণত হয়েছে । তাই প্রতিটি শহরের বিবর্তনের একটি নির্দিষ্ট ইতিহাস থাকে । বিভিন্ন শহরের এই বিবর্তনের ইতিহাস নিয়ে আজকাল বিভিন্ন গবেষক গবেষনার

স্থানীয় ইতিহাস (Local History)

স্থানীয় ইতিহাস (Local History) : বিগত শতক পর্যন্ত বিভিন্ন দেশের ইতিহাস রচনায় জাতীয় স্তরের ইতিহাসের আলোচনাই শুধু গুরুত্ব পেয়ে এসেছে । স্থানীয় ইতিহাসের চর্চার তেমন সেভাবে প্রসার ঘটেনি । আধুনিককালে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন স্থানের স্থানীয় ইতিহাসের চর্চা শু

স্থাপত্যের ইতিহাস (History of Architecture)

স্থাপত্যের ইতিহাস (History of Architecture) : প্রাচীন কালের গুহায় বসবাসকারী মানুষ যখন থেকে ঘরবাড়ি তৈরি করতে শিখেছে, সেদিন থেকেই স্থাপত্য শিল্পের সূত্রপাত ঘটেছে । আধুনিক ইতিহাস চর্চায় স্থাপত্যের ইতিহাসচর্চা প্রাসঙ্গিক হয়ে উঠেছে । স্থাপত্

বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস

বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস : আদিম যুগে মানুষ যখন থেকে চাকার আবিষ্কার করতে শিখেছে এবং পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে শিখেছে তখন থেকেই বিবর্তনের পথ বেয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যা ধাপে ধাপে উন্নতির শিখরে পৌঁছেছে । সভ্যতার বিকাশে, জা