অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন

Submitted by avimanyu pramanik on Wed, 02/03/2021 - 22:55

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন (Non Co-operation Movement and the Working Class):- 

অহিংস অসহযোগ আন্দোলনের সময় সারা ভারতে শ্রমিকরা আন্দোলনে শামিল হয় । এই সময় বাংলায় শ্রমিক আন্দোলন অত্যন্ত শক্তিশালী ওঠে । শ্রমিকদের কাজের সময় কমানো, বেতন বৃদ্ধি করা, ভারতীয়দের হাতে স্বায়ত্তশাসন দান প্রভৃতি অহিংস অসহযোগ আন্দোলনে যোগদানকারী শ্রমিকদের অন্যতম লক্ষ্য ছিল । ১৯২০ খ্রিস্টাব্দে ভারতের প্রায় সমস্ত শিল্পক্ষেত্রেই শ্রমিক ধর্মঘট পালিত হয় । শুধু বাংলাতেই প্রায় ১৩৭টি শ্রমিক ধর্মঘট হয় । টাটা লৌহ ও ইস্পাত কারখানায় প্রায় ৩০ হাজার শ্রমিক ধর্মঘটে অংশগ্রহণ করে । অসমের চা বাগানের কুলিদের ওপর কুমিল্লা চাঁদপুরে গোর্খা সেনারা গুলি চালালে ইস্টবেঙ্গল রেল ও স্টিমার কোম্পানির শ্রমিকরা চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলে । ১৯২০ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে মজুরি বৃদ্ধির দাবিতে এবং ১৯২১ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কলকাতার ট্রাম কোম্পানির কর্মীরা ধর্মঘট পালন করে । ১৯২০ খ্রিস্টাব্দে কলকাতা, দিল্লী ও সিমলার সরকারি প্রেসে ধর্মঘট পালিত হয় । কোনো এক ইউরোপীয় অফিসার শ্রমিকের মাথা থেকে গান্ধি টুপি খুলে নিলে তার প্রতিবাদে ১৯২১ খ্রিস্টাব্দের ১৪ই ডিসেম্বর কলকাতা ডকের প্রায় ৫ হাজার শ্রমিক কর্মবিরতি পালন করে ধর্মঘটে শামিল হয় । ১৯২১ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে প্রিন্স অব ওয়েলস ভারতে এলে জাতীয় কংগ্রেস বয়কটের ডাক দেয় এবং এর সমর্থনে শ্রমিকরা ভারতব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেয় । বোনাসের দাবিতে ১৯২২ খ্রিস্টাব্দে গুজরাটের সুরাটে প্রায় ৩ হাজার সুতাকল শ্রমিক ধর্মঘটে শামিল হয় । আমেদাবাদের বস্ত্রশিল্পে ২০ শতাংশ মজুরি কমিয়ে দেওয়া হলে ১৯২৩ খ্রিস্টাব্দে শ্রমিকেরা কর্মবিরতি পালন করে । ১৯২৪ খ্রিস্টাব্দে মজুরি কমানোর প্রতিবাদে বোম্বাই -এ বস্ত্রশিল্প কারখানাগুলিতে ১.৫ লক্ষেরও বেশি শ্রমিক ধর্মঘট করে । বেঙ্গল নাগপুর রেলওয়ে শ্রমিকরা একটানা ২৬ দিন ধর্মঘট চালায় । লিলুযার রেলশ্রমিকরা এবং চেঙ্গাইল বাউরিয়ার চটকল শ্রমিকরাও ধর্মঘটে শামিল হয় ।

১৯২০ খ্রিস্টাব্দের ৩১শে অক্টোবর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC (All India Trade Union Congress) প্রতিষ্ঠিত হয় । নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হন লালা লাজপত রায় ও সহ-সভাপতি হন জোসেফ ব্যাপ্তিস্তা এবং দেওয়ান চমনলাল প্রথম সাধারণ সম্পাদক হন । বোম্বাইতে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতির ভাষণে লালা লাজপত রায় ভারতীয় শ্রমিকদের সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং জাতীয় রাজনীতিতে অংশগ্রহণের আবেদন জানান । পরবর্তী তিনটি অধিবেশনে শ্রমিকদের জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় ও শ্রমিক আন্দোলন দমনের উদ্দেশ্যে শ্রমিকদের ওপর পুলিশ ও সামরিক বাহিনীর নির্যাতনের প্রতিবাদ করা হয় । ১৯২০ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে শ্রমিক আন্দোলন ও শ্রমিক সংগঠনে পূর্ণ সমর্থন জানানো হয় । ১৯২৫ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হলে কমিউনিস্টের নেতৃত্বে শ্রমিক আন্দোলনের ব্যাপক প্রসার ঘটে । সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয় শ্রমিকরা ধর্মঘট পালন করে নিজেদের আর্থিক দাবিদাওয়ার বাইরে বেরিয়ে এসে সাম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলনের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ।

*****

Comments

Related Items

বিশ্ববিদ্যালয় কমিশন (Indian universities Act, 1904)

লর্ড কার্জন প্রতিক্রিয়াশীল শাসক হলেও শিক্ষার ব্যাপারে তিনি খুবই উৎসাহী ছিলেন । লর্ড কার্জন স্যার টমাস র‍্যালের সভাপতিত্বে ১৯০২ খ্রিস্টাব্দে 'র‍্যালে কমিশন' গঠন করেছিলেন । এটি 'ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন' নামেও পরিচিত । স্যার টমাস র‍্যালে ছিলেন বড়লাটের কার্যনির্বাহক সমিতির আইন সদস্য । এই কমিশন ...

হান্টার কমিশন (Hunter Education Commission)

১৮৮২ খ্রিস্টাব্দে লর্ড রিপণের সময় উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয় । এই কমিশনের কাজ ছিল দেশে ইংরেজি শিক্ষার অগ্রগতি পর্যালোচনা করা । শিক্ষার প্রসারে হান্টার কমিশনের ভূমিকা এক অভিনব অধ্যায়ের সূচনা করেছিল । হান্টার কমিশনের সুপারিশগুলি ছিল ....

উডের ডেসপ্যাচ (Wood's Despatch of 1854)

শিক্ষা সংক্রান্ত নানা সমস্যার সমাধান করার জন্য ১৮৫৪ খ্রিস্টাব্দে কোম্পানির পরিচালক সমিতির সভাপতি স্যার চার্লস উড 'শিক্ষা বিষয়ক প্রস্তাব' (Wood's Education Despatch) নামে একটি শিক্ষা নীতি রচনা করে ভারতে পাঠান । ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস উডের সুপারিশ ...

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতে 'হাফটোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন—     [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল—       [মাধ্যমিক -২০১৭]