অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন

Submitted by avimanyu pramanik on Wed, 02/03/2021 - 22:55

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন (Non Co-operation Movement and the Working Class):- 

অহিংস অসহযোগ আন্দোলনের সময় সারা ভারতে শ্রমিকরা আন্দোলনে শামিল হয় । এই সময় বাংলায় শ্রমিক আন্দোলন অত্যন্ত শক্তিশালী ওঠে । শ্রমিকদের কাজের সময় কমানো, বেতন বৃদ্ধি করা, ভারতীয়দের হাতে স্বায়ত্তশাসন দান প্রভৃতি অহিংস অসহযোগ আন্দোলনে যোগদানকারী শ্রমিকদের অন্যতম লক্ষ্য ছিল । ১৯২০ খ্রিস্টাব্দে ভারতের প্রায় সমস্ত শিল্পক্ষেত্রেই শ্রমিক ধর্মঘট পালিত হয় । শুধু বাংলাতেই প্রায় ১৩৭টি শ্রমিক ধর্মঘট হয় । টাটা লৌহ ও ইস্পাত কারখানায় প্রায় ৩০ হাজার শ্রমিক ধর্মঘটে অংশগ্রহণ করে । অসমের চা বাগানের কুলিদের ওপর কুমিল্লা চাঁদপুরে গোর্খা সেনারা গুলি চালালে ইস্টবেঙ্গল রেল ও স্টিমার কোম্পানির শ্রমিকরা চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলে । ১৯২০ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে মজুরি বৃদ্ধির দাবিতে এবং ১৯২১ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কলকাতার ট্রাম কোম্পানির কর্মীরা ধর্মঘট পালন করে । ১৯২০ খ্রিস্টাব্দে কলকাতা, দিল্লী ও সিমলার সরকারি প্রেসে ধর্মঘট পালিত হয় । কোনো এক ইউরোপীয় অফিসার শ্রমিকের মাথা থেকে গান্ধি টুপি খুলে নিলে তার প্রতিবাদে ১৯২১ খ্রিস্টাব্দের ১৪ই ডিসেম্বর কলকাতা ডকের প্রায় ৫ হাজার শ্রমিক কর্মবিরতি পালন করে ধর্মঘটে শামিল হয় । ১৯২১ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে প্রিন্স অব ওয়েলস ভারতে এলে জাতীয় কংগ্রেস বয়কটের ডাক দেয় এবং এর সমর্থনে শ্রমিকরা ভারতব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেয় । বোনাসের দাবিতে ১৯২২ খ্রিস্টাব্দে গুজরাটের সুরাটে প্রায় ৩ হাজার সুতাকল শ্রমিক ধর্মঘটে শামিল হয় । আমেদাবাদের বস্ত্রশিল্পে ২০ শতাংশ মজুরি কমিয়ে দেওয়া হলে ১৯২৩ খ্রিস্টাব্দে শ্রমিকেরা কর্মবিরতি পালন করে । ১৯২৪ খ্রিস্টাব্দে মজুরি কমানোর প্রতিবাদে বোম্বাই -এ বস্ত্রশিল্প কারখানাগুলিতে ১.৫ লক্ষেরও বেশি শ্রমিক ধর্মঘট করে । বেঙ্গল নাগপুর রেলওয়ে শ্রমিকরা একটানা ২৬ দিন ধর্মঘট চালায় । লিলুযার রেলশ্রমিকরা এবং চেঙ্গাইল বাউরিয়ার চটকল শ্রমিকরাও ধর্মঘটে শামিল হয় ।

১৯২০ খ্রিস্টাব্দের ৩১শে অক্টোবর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC (All India Trade Union Congress) প্রতিষ্ঠিত হয় । নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হন লালা লাজপত রায় ও সহ-সভাপতি হন জোসেফ ব্যাপ্তিস্তা এবং দেওয়ান চমনলাল প্রথম সাধারণ সম্পাদক হন । বোম্বাইতে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতির ভাষণে লালা লাজপত রায় ভারতীয় শ্রমিকদের সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং জাতীয় রাজনীতিতে অংশগ্রহণের আবেদন জানান । পরবর্তী তিনটি অধিবেশনে শ্রমিকদের জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় ও শ্রমিক আন্দোলন দমনের উদ্দেশ্যে শ্রমিকদের ওপর পুলিশ ও সামরিক বাহিনীর নির্যাতনের প্রতিবাদ করা হয় । ১৯২০ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে শ্রমিক আন্দোলন ও শ্রমিক সংগঠনে পূর্ণ সমর্থন জানানো হয় । ১৯২৫ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হলে কমিউনিস্টের নেতৃত্বে শ্রমিক আন্দোলনের ব্যাপক প্রসার ঘটে । সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয় শ্রমিকরা ধর্মঘট পালন করে নিজেদের আর্থিক দাবিদাওয়ার বাইরে বেরিয়ে এসে সাম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলনের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ।

*****

Comments

Related Items

অলিন্দ যুদ্ধ -র সংক্ষিপ্ত বিবরণ দাও ।

প্রশ্ন:-  অলিন্দ যুদ্ধ -র সংক্ষিপ্ত বিবরণ দাও ।

স্যার স্ট্যাফোর্ড ক্রীপ্‌স কী উদ্দেশ্যে ভারতে আসেন ? তাঁর প্রস্তাবগুলি কী ছিল ? তাঁর ব্যর্থতার কারণ কী ?

প্রশ্ন:-  স্যার স্ট্যাফোর্ড ক্রীপ্‌স কী উদ্দেশ্যে ভারতে আসেন ? তাঁর প্রস্তাবগুলি কী ছিল ? তাঁর ব্যর্থতার কারণ কী ?

স্যার স্ট্যাফোর্ড ক্রীপস -এর ভারতে আসার উদ্দেশ্য—

কীভাবে ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় ? আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণি কী ভূমিকা গ্রহণ করে ?

প্রশ্ন:- কীভাবে ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় ? আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণি কী ভূমিকা গ্রহণ করে ?

সুভাষচন্দ্রের বামপন্থী মানসিকতা সম্পর্কে আলোচনা কর । কোন পরিস্থিতিতে সুভাষচন্দ্র বাংলা কংগ্রেসের সভাপতি পদ থেকে বহিষ্কৃত হন ?

প্রশ্ন:- সুভাষচন্দ্রের বামপন্থী মানসিকতা সম্পর্কে আলোচনা কর । কোন পরিস্থিতিতে সুভাষচন্দ্র বাংলা কংগ্রেসের সভাপতি পদ থেকে বহিষ্কৃত হন ?

কংগ্রেসে সমাজতন্ত্রী দলের উদ্ভব কীভাবে হয় ? সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন কেন ?

প্রশ্ন:- কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব কীভাবে হয় ? সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন কেন ?

কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভবের কারণগুলির মধ্যে নিম্নলিখিত কারণগুলি উল্লেখ করা যেতে পারে—