মরু অঞ্চলের প্রসারণ প্রতিরোধের পন্থা (Methods of controlling desertification)

Submitted by avimanyu pramanik on Thu, 07/29/2021 - 20:13

মরু অঞ্চলের প্রসারণ প্রতিরোধের পন্থা (Methods of controlling desertification) : জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) অনুসারে আফ্রিকার সাহেল অঞ্চল, ইথিওপিয়া ও সোমালিয়া অঞ্চলে মরুকরণ প্রক্রিয়া এমন পর্যায়ে গেছে যে সেখানকার ক্ষতিগ্রস্ত ভূমি মরুভূমির কবল থেকে রক্ষা করা অসম্ভব । কিন্তু কয়েকটি অঞ্চলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে মরুভূমির কবল থেকে ভূমির পুনরুদ্ধার করা সম্ভব । যেমন—

(১) মরু জলবায়ুর উপযুক্ত অর্থাৎ খরা সহনশীল বৃক্ষরোপণের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় রোধ,

(২) পুনর্বনসৃজন,

(৩) বনসৃজনের সাহায্যে অসংবদ্ধ বালিকে সুস্থিত করা,

(৪) সম্ভাব্য এলাকায় নদীতে বাঁধ দিয়ে সেচ ব্যবস্থা চালু করা,

(৫) মাত্রাহীন পশুচারণ নিয়ন্ত্রণ ও জনবসতিকে পুনর্বাসনের মাধ্যমে সামাজিক ব্যবস্থার নিয়ন্ত্রণ,

(৬) সুপরিকল্পিত ভূমি ব্যবহারের মাধ্যমে জমির অতি ব্যবহার ও অপব্যবহার রোধ করা,

(৭) খরা প্রতিরোধী উদ্ভিদ সৃজন ও ফসলের চাষ প্রভৃতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভূমির পুনরুদ্ধার করে মরু অঞ্চলের প্রসারণ রোধ করা যেতে পারে ।

সাহেল অঞ্চলে মরুকরণ প্রতিরোধে সাহারা মরুভূমির পার্শ্ববর্তী ১১টি দেশ বৃহৎ সবুজের দেওয়াল (Great Green Wall) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে । এই প্রকল্পে মরুভূমির মধ্যে দিয়ে পশ্চিম-পূর্বে ৭,৭৭৫ কিমি. দীর্ঘ এবং ১.১৭ লক্ষ বর্গ কিমি. অঞ্চল জুড়ে সবুজ গাছের দেওয়াল গড়ে তোলা হয়েছে । ভারতেও থর মরুভূমির প্রসার রোধে আরাবল্লি ছাড়িয়ে দিল্লি পর্যন্ত আড়াআড়িভাবে সবুজ গাছের দেওয়াল গড়ে তোলা হচ্ছে ।

****

Comments

Related Items

ভারতের জলসম্পদ (Water resources of India)

ভারতের জলসম্পদের পরিচয় (Water resources of India) : পৃথিবীর মোট উপলব্ধ জলের পরিমাণ ১৬০ কোটি ঘন কিলোমিটার । এই জলের ৯৭% সঞ্চিত রয়েছে সাগরে লবণাক্ত জলরূপে এবং ৩% স্বাদুজল, নদীনালা, ভৌমজল ও বরফরূপে অবস্থান করছে । পৃথিবীর মোট জলভাগ ক্ষেত্রের আয়তনের মাত্র

তেজী বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন ?

প্রশ্ন : তেজী বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন ?

ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য নিরূপণ কর ।

প্রশ্ন:- ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য নিরূপণ কর

সিজিগি কাকে বলে ? এবং অ্যাপোজি ও পেরিজি কাকে বলে ?

প্রশ্ন:-  সিজিগি কাকে বলে ? এবং অ্যাপোজি ও পেরিজি কাকে বলে ?

নিউফাউন্ডল্যান্ড ও জাপানের কাছে বছরের প্রায় সবসময় কুয়াশা জমে থাকে কেন ?

প্রশ্ন : নিউফাউন্ডল্যান্ড ও জাপানের কাছে বছরের প্রায় সবসময় কুয়াশা জমে থাকে কেন ?