ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে কেন ?

Submitted by avimanyu pramanik on Thu, 12/30/2021 - 17:37

প্রশ্ন : ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে কেন ?

ভূ-পৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে যায়, কারণ—

(১) ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুস্তরের ঘনত্ব কমতে থাকে । সমুদ্রপৃষ্ঠে বায়ুস্তরের ঘনত্ব প্রতি ঘনমিটারে ১,২০০ গ্রাম, অথচ ভূপৃষ্ঠের ৫ কিমি ঊর্ধ্বে বায়ুর ঘনত্ব সমুদ্রপৃষ্ঠের প্রায় অর্ধেক কমে যায় । ঘনত্ব কমলে স্বাভাবিক ভাবেই বায়ুর ওজন কমে যায় এবং ওজন কমলে বায়ুর চাপও কম হয় ।

(২) ভূপৃষ্ঠের ওপরের দিকে বায়ুস্তরের গভীরতা কম হওয়ার ফলে বায়ুতে অণুর পরিমাণ কম থাকায় বায়ুচাপ কম হয় । প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ূর চাপ ১ সেন্টিমিটার হারে কমে যায় । সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপকে যদি ১০০% ধরা হয়, তা হলে ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার উচ্চতায় বায়ুর চাপ মাত্র ১% হয়ে যায় ।

*****

Comments

Related Items

ঘনীভবন (Condensation)

ঘনীভবন (Condensation) : যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়, তাকে ঘনীভবন বলে । আর্দ্র বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নীচে নেমে গেলে বায়ুমণ্ডলে অবস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় । এই জলকণাসমূহ বিভিন্ন

বায়ুর আর্দ্রতা (Humidity)

বায়ুর আর্দ্রতা (Humidity) : বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বা জলীয় বাষ্পপূর্ণ বাতাসকে বায়ুর আর্দ্রতা বলে । বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে তাকে আর্দ্র বায়ু এবং কম থাকলে তাকে শুষ্ক বায়ু বলে । বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা প্রধানত বায়ুর উষ

বায়ুর আর্দ্রতা ও অধঃক্ষেপণ (Humidity and Precipitation)

বায়ুর আর্দ্রতা ও অধঃক্ষেপণ (Humidity and Precipitation):

বায়ুপ্রবাহের পরিমাপ

বায়ুপ্রবাহের পরিমাপ : বায়ু কোনদিক থেকে প্রবাহিত হচ্ছে, তা বাতপতাকার (Windvane)-এর সাহায্যে সহজেই নির্ণয় করা যায় । অ্যানিমোমিটার (Anemometer) নামক যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের গতিবেগ পরিমাপ করা হয় । বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক হল নট (১ নট = ১.৮ ক

সাময়িক বায়ু (The Periodic Winds)

সাময়িক বায়ু (The Periodic Winds) : দিনের বিভিন্ন সময়ে এবং বছরের বিভিন্ন ঋতুতে স্থল ও জলভাগের বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের পার্থক্যের ফলে সাময়িকভাবে যে বায়ু প্রবাহিত হয়, তাকে সাময়িক বায়ু বলে । এই বায়ু কয়েক প্রকারের হয়, যেমন— (১)