ভঙ্গিল পর্বতের উৎপত্তির মহীখাত তত্ত্ব ব্যাখ্যা কর

Submitted by avimanyu pramanik on Sat, 12/25/2021 - 20:46

প্রশ্ন:- ভঙ্গিল পর্বতের (Fold Mountain) উৎপত্তির মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইন থিয়োরি (Geosyncline Theory) ব্যাখ্যা করো ।

উত্তর:  ভঙ্গিল পর্বতের উৎপত্তির কারণ সম্পর্কে নানান মতবাদ প্রচলিত আছে, এদের মধ্যে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলির মধ্যে একটি হল মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইন থিয়োরি :—

মহীখাত তত্ত্ব (Geosyncline Theory) : ভূ-তাত্ত্বিকদের মতে, এখন যেসব জায়গায় ভঙ্গিল পর্বতগুলো অবস্থান করছে, অতি প্রাচীন কালে সেখানে ছিল বিস্তীর্ণ অবনত অঞ্চল- ভুতাত্ত্বিক ভাষায় যার নাম মহীখাত বা অগভীর সমুদ্র । পরবর্তীকালে যুগ যুগ ধরে পলি পড়ে এই অগভীর সমুদ্র প্রায় ভরাট হয়ে গিয়েছিল । ক্রমাগত পলি জমার ফলে নীচের পলিস্তর পাললিক শিলায় পরিণত হয় । এক সময় পলিস্তর বৃদ্ধির ফলে নিম্নমুখী চাপের পরিমাপও বেড়ে যায় । এর পর প্রবল পার্শ্বচাপের ফলে পাললিক শিলাস্তরে ভাঁজ পড়তে থাকে । পরবর্তীকালে এইসব ভাঁজগুলো দৃঢ়ভাবে সংঘবদ্ধ ও উঁচু হয়ে ভঙ্গিল পর্বতের [Fold Mountain] সৃষ্টি করেছে ।

*****

Comments

Related Items

ভারতের লৌহ-ইস্পাত শিল্প

ভারতের লৌহ-ইস্পাত শিল্প (Iron and Steel Industry of India) : লৌহ-ইস্পাত শিল্পের উল্লেখযোগ্য কাঁচামাল হল— (i) আকরিক লোহা, (ii) কয়লা, (iii) ম্যাঙ্গানিজ, (iv) চুনাপাথর, (v) ডলোমাইট, (vi) ক্রোমিয়াম, (vii) টাংস্টেন, (viii) নিকেল, (ix) প্রচুর বিদ্যুৎ, (x) অপর

ভারতের খাদ্যশস্য — গম

গম (Wheat) : খাদ্যশস্য হিসাবে ভারতে ধানের পরেই গমের স্থান । বর্তমানে পৃথিবীর মোট গম উৎপাদনের প্রায় শতকরা ১২ ভাগ গম ভারতে উৎপন্ন হয় । গম উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে । চিন পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে ।

ভারতের খাদ্যশস্য — ধান

ভারতের খাদ্যশস্য — ধান (Paddy) : ভারতের প্রধান খদ্যশস্য হল ধান । পৃথিবীর মোট ধান উৎপাদনের প্রায় শতকরা ২৩ ভাগ ধান ভারতে উৎপন্ন হয় । ধান উৎপাদনে ভারত বর্তমানে পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে ও চিন প্রথম স্থান অধিকার করে ।

ভারতের জলসেচের বিভিন্ন পদ্ধতি

ভারতের জলসেচের বিভিন্ন পদ্ধতি (Irrigation System of India) : ভারতে সাধারণত তিনটি পদ্ধতির সাহায্যে জলসেচ করা হয়, যথা— (১) কুপ ও নলকূপ, (২) পুকুর ও জলাশয় এবং (৩) সেচখাল ।

ভারতবর্ষের কৃষিতে জলসেচ ব্যবস্থার গুরুত্ব

 ভারতবর্ষের কৃষিতে জলসেচ ব্যবস্থার গুরুত্ব (Importance of Irrigation System in India) : পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল মঁওসিরাম (চেরাপুঞ্জি) ভারতে অবস্থিত হলেও ভারতের কৃষিকাজে জলসেচ ব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।  নিম্নলিখিত ক