বৃষ্টিপাত নির্ণয় ও সমবর্ষণরেখা (Rainfall and Isohyets)

Submitted by avimanyu pramanik on Wed, 08/22/2012 - 11:49

বৃষ্টিপাত নির্ণয় (Determination of Rainfall):- কোনো জায়গায় কতটা বৃষ্টি হয়েছে তা বৃষ্টিমাপক যন্ত্র (Rain Gauge) দিয়ে মাপ করা হয় । শীতপ্রধান অঞ্চলে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয় । ঐ তুষার গলে যে জল হয় তা মেপে সেখানকার বৃষ্টিপাতের পরিমাণ নির্ণয় করা হয় ।  

সমবর্ষণরেখা (Isohyets):- ভূপৃষ্ঠের সর্বত্র বৃষ্টিপাতের পরিমাণ সমান নয় । কোথাও বেশি বৃষ্টিপাত হয়, কোথাও মাঝারি বৃষ্টিপাত হয় আবার কোথাও কম বৃষ্টিপাত হয় । ভূপৃষ্ঠের যে সব জায়গায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ এক রকম, সেই সব জায়গাগুলিকে যে রেখার সাহায্যে যুক্ত করে মানচিত্রে দেখানো হয় তাকে সমবর্ষণরেখা বলে । অর্থাৎ ভূপৃষ্ঠের সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলি মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় সেই রেখাকে সমবর্ষণরেখা বলে ।  

সাধারণভাবে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি । নিরক্ষীয় অঞ্চল থেকে উভয়দিকে ক্রান্তীয় অঞ্চল পর্যন্ত এলাকায় যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে । উপক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় । উপক্রান্তীয় অঞ্চলে মহাদেশসমূহের পশ্চিমপ্রান্তে বৃষ্টিপাতের অভাবে মরুভূমির সৃষ্টি হয়েছে । নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি । পৃথিবীর দুই মেরু ও মেরুপ্রদেশে এবং উঁচু পর্বতের মাথায় অতিরিক্ত ঠান্ডার প্রভাবে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয় ।      

*****

Related Items

উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলে ? উষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

প্রশ্ন : উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলেউষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

প্রশ্ন : দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

উত্তর : সকালে এবং বিকালে কোনো স্থান থেকে সূর্য অনেক দূরে থাকে বলে সূর্যরশ্মি

(১) পৃথিবীপৃষ্ঠের সেই স্থানে তুলনামূলক ভাবে বেশি তির্যকভাবে পড়ে,

(২) বেশি পরিমাণ বায়ুস্তর ভেদ করে আসে এবং

পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

প্রশ্ন :- পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

প্রশ্ন : অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?

প্রশ্ন:- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?