Submitted by avimanyu pramanik on Fri, 06/25/2021 - 17:23

প্রপাত কূপ [Plunge pool] : নদীর গতিপথের যে অংশে জলপ্রপাতের জলধারা সজোরে এসে পড়ে সেখানে এই জলধারা সজোরে এসে পড়ার ফলে এবং জলধারাবাহিত শিলাখণ্ডের আঘাতে জলপ্রপাতের পাদদেশে হাঁড়ির মতো গোলাকার গর্তের সৃষ্টি হয়, তাকে প্রপাতকূপ বা প্লাঞ্জপুল বলে । জলপ্রপাতের উচ্চতা ও জলের পরিমাণের ওপর প্রপাতকূপের আয়তন ও গভীরতা নির্ভর করে । ঝাড়খন্ডের হুড্রু জলপ্রপাতে প্রপাতকূপ দেখা যায় । মধ্যপ্রদেশের পাঁচমারিতে লিটল ফল জলপ্রপাতের নীচে প্রপাত্কুপ আছে । জলপ্রপাতের উপস্থিতির ফলে নীচের কোমল শিলাস্তরের ভিতরের অংশের দ্রুত ক্ষয় হওয়ায় এই ধরনের জলপ্রপাত ধীরে ধীরে পিছনের দিকে সরে আসতে থাকে, একে জলপ্রপাতের পশ্চাদপসরণ বলে ।

*******

Comments

Related Items

শল্কমোচন বা গোলাকার বিচূর্ণীভবন কাকে বলে ?

প্রশ্ন:-  শল্কমোচন বা গোলাকার বিচূর্ণীভবন কাকে বলে ?

খন্ডবিখন্ডিকরণ বা প্রস্তরখন্ড বিশরণ অথবা, পিন্ড বিশরণ কাকে বলে ?

প্রশ্ন-  খন্ডবিখন্ডিকরণ বা প্রস্তরখন্ড বিশরণ অথবা, পিন্ড বিশরণ কাকে বলে ?

রাসায়নিক আবহবিকার কাকে বলে ? রাসায়নিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা কর ।

প্রশ্ন:-  রাসায়নিক আবহবিকার কাকে বলে ? রাসায়নিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা কর ।

যান্ত্রিক আবহবিকার কাকে বলে ? যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা কর

প্রশ্ন:- যান্ত্রিক আবহবিকার কাকে বলেযান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা কর ।

আবহবিকার (Weathering) কাকে বলে এবং কয় প্রকার ?

প্রশ্ন:- আবহবিকার (Weathering) কাকে বলে এবং কয় প্রকার ?