পৃথিবীর জলবায়ু অঞ্চল (Major climatic regions of the world)

Submitted by avimanyu pramanik on Tue, 09/07/2021 - 08:11

পৃথিবীর জলবায়ু অঞ্চল (Major climatic regions of the world) : পৃথিবীর যে সকল অঞ্চলে বছরের নির্দিষ্ট সময়ে মোটামুটি একই ধরনের বা সমধর্মী জলবায়ুগত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেই সকল অঞ্চলকে এক-একটি জলবায়ু অঞ্চল বলা হয় । পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চলগুলি হল — (i) (১) আর্দ্র নিরক্ষীয় জলবায়ু, (২) ক্রান্তীয় জলবায়ু অঞ্চল, (৩) উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, (৪) শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল, (৫) তুন্দ্রা অঞ্চল ।

(১) আর্দ্র নিরক্ষীয় জলবায়ু (Wet Equatorial Climate) : নিরক্ষরেখার উভয় পাশে ৫° থেকে ১০° অক্ষাংশের মধ্যে দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকা, আফ্রিকার কঙ্গো অববাহিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি এই জলবায়ু অঞ্চলে অবস্থিত । এখানকার গড় বার্ষিক উষ্ণতা ২৬° থেকে ২৮° সেন্টিগ্রেড ও গড় বার্ষিক বৃতিপাত ২৫০ থেকে ৩০০ সেমি. । অধিক উষ্ণতা, প্রচুর বৃষ্টিপাত, সারা বছর আর্দ্র গ্রীষ্ম ঋতু এই অঞ্চলের বৈশিষ্ট্য ।

(২) ক্রান্তীয় জলবায়ু (Tropical Climate) : এই জলবায়ু অঞ্চলকে দুই ভাগে ভাগ করে হয় । যথা— (i) ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চল ও (ii) ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু অঞ্চল । 

(i) ক্রান্তীয় মৌসুমি জলবায়ু (Tropical Monsoon Climate) : নিরক্ষরেখার উভয়দিকে ১০° থেকে ২৪° অক্ষাংশের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, পশ্চিম ও মধ্য আফ্রিকা, দক্ষিণ ও মধ্য আমেরিকা এই জলবায়ু অঞ্চলের অবস্থিত । গ্রীষ্মকালীন গড় উষ্ণতা ২৭° সেন্টিগ্রেড ও শীতকালীন গড় উষ্ণতা ১৮° সেন্টিগ্রেড । গড় বার্ষিক বৃষ্টিপাত ২০০ থেকে ২৫০ সেমি. । উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল ও শীতল শুষ্ক শীতকাল এবং ঋতুভেদে বিপরীতমুখী বায়ূপ্রবাহ এই অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ।

(ii) ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু (Tropical Hot Desert Climate) : উভয় গোলার্ধের ১৫° থেকে ৩৫° অক্ষাংশের মধ্যে আফ্রিকার সাহারা ও কালাহারি মরুভূমি, এশিয়ার আরব ও থর মরুভূমি, উত্তর আমেরিকার সোনেরান মরুভূমি, দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি ও ওশিয়ানিয়ার বৃহৎ অস্ট্রেলিয় মরুভূমি এই জলবায়ু অঞ্চলের অবস্থিত । গ্রীষ্মকালীন গড় উষ্ণতা ৩০° থেকে ৩৫° ও শীতকালীন গড় উষ্ণতা ১৮° থেকে ২৭° সেন্টিগ্রেড এবং বার্ষিক বৃষ্টিপাত ৩০ সেমি. -র কম । উষ্ণ, শুষ্ক ও চরমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু হল এই অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ।

(৩) উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল (Hot Temperate Climate) : এই জলবায়ু অঞ্চলকে তিন ভাগে ভাগ করে হয় । যথা— (i) ভূমধ্যসাগরীয় জলবায়ু, (ii) স্টেপ জলবায়ু ও (iii) চিন দেশীর জলবায়ু ।

(i) ভূমধ্যসাগরীয় জলবায়ু (Mediterranean climate) : উভয় গোলার্ধের ১৫° থেকে ৩৫° অক্ষাংশের মধ্যে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল, দক্ষিণ আফ্রিকার দক্ষিণভাগ, দক্ষিণ-পশ্চিম অস্ট্রেলিয়া, উত্তর-পশ্চিম আমেরিকা প্রভৃতি এই জলবায়ু অঞ্চলে অবস্থিত । গ্রীষ্মকালীন গড় উষ্ণতা ২০° থেকে ২৬° সে. ও শীতকালীন গড় উষ্ণতা ৫° থেকে ১০° সে. এবং বার্ষিক গড় বৃষ্টিপাত ৩০ থেকে ৯০ সেমি. । শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল এবং শীতকালীন বৃষ্টিপাত এই অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ।            

(ii) স্টেপ জলবায়ু (Steppe Climate) : উভয় গোলার্ধের ৪০° থেকে ৫৫° অক্ষাংশের মধ্যে এশিয়ার মাঞ্চুরিয়া ও তুর্কিস্তান, ইউরোপীয় রাশিয়ার দক্ষিণ ও হাঙ্গেরি, উত্তর-মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও উরুগুয়ে, অস্ট্রেলিয়ার মারে-ডার্লিং অববাহিকা ইত্যাদি এই অঞ্চলের অন্তর্গত । গ্রীষ্মকালীন গড় উষ্ণতা ১৮° থেকে ২৬° সে. ও শীতকালীন গড় উষ্ণতা ১০° থেকে ১৫° সেন্টিগ্রেড এবং বার্ষিক বৃষ্টিপাত ২০ থেকে ৫০ সেমি. । এই অঞ্চলের জলবায়ুর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল মৃদু গ্রীষ্মকাল ও অতি শীতল শীতকাল ।

(iii) চিন দেশীর জলবায়ু (China Climate) : উভয় গোলার্ধের মহাদেশের পূর্ব প্রান্তে ২৫° থেকে ৪০° অক্ষাংশের মধ্যে পূর্ব চীন, দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব আমেরিকা, দক্ষিণ আমেরিকার উপক্রান্তীয় পূর্বাঞ্চল ও পূর্ব অস্ট্রেলিয়া প্রভৃতি এই জলবায়ু অঞ্চলে অবস্থিত । গ্রীষ্মকালীন গড় উষ্ণতা ৩০° থেকে ৩৫° সে. ও শীতকালীন গড় উষ্ণতা ৩° থেকে ৫° সে. এবং গড় বার্ষিক বৃষ্টিপাত ৭৫ থেকে ১৫০ সেমি. । এই অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল গ্রীষ্মকালে অতিরিক্ত বৃষ্টিপাত ও শীতকাল শুষ্ক ।

(৪) শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল (Temperate Climate) : এই জলবায়ু অঞ্চলকে তিন ভাগে ভাগ করে হয় । যথা— (i) পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু, (ii) মহাদেশীয় জলবায়ু ও (iii) আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু ।

(i) পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু (West Coast Oceanic Climate) : উভয় গোলার্ধে মহাদেশের পশ্চিম প্রান্তে ৪০° থেকে ৬০° অক্ষাংশের মধ্যে গ্রেট ব্রিটেন, আমেরিকা ও কানাডার পশ্চিমাংশ, পশ্চিম ইউরোপ, দক্ষিণ চিলি, অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রভৃতি এই জলবায়ু অঞ্চলে অবস্থিত । গ্রীষ্মকালীন গড় উষ্ণতা ১৫° থেকে ২০° সে. ও শীতকালীন গড় উষ্ণতা ৫° থেকে ১০° সেন্টিগ্রেড এবং গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫০ থেকে ৯০ সেন্টিমিটার । সামুদ্রিক নাতিশীতোষ্ণ, সারা বছর স্বল্প বৃষ্টিপাত এই জলবায়ু অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ।

(ii) মহাদেশীয় জলবায়ু (Continental Climate) : উত্তর গোলার্ধের ৫০° থেকে ৬৫° অক্ষাংশের মধ্যে মধ্য ও পূর্ব সাইবেরিয়া, ইউরেশিয়ার পশ্চিমাংশ, উত্তর আমেরিকার উপমেরু অঞ্চল এই জলবায়ু অঞ্চলে অবস্থিত । গ্রীষ্মকালীন গড় উষ্ণতা ১০° সে. ও শীতকালীন গড় - ১৫° সে. থেকে - 45° সে. এবং বার্ষিক গড় বৃষ্টিপাত ২০ থেকে ৪০ সেমি. । দীর্ঘ শীতল শীতকাল, স্বল্প মৃদু গ্রীষ্মকাল ও চরমভাবাপন্ন জলবায়ু এই অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ।

(iii) আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু (Wet Temperate Climate) : উত্তর গোলার্ধের ৪০° থেকে ৬০° অক্ষাংশের মধ্যে মধ্য এশিয়া, পূর্ব ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্য অক্ষাংশীয় অঞ্চল এই জলবায়ু অঞ্চলে অবস্থিত । গ্রীষ্মকালীন গড় উষ্ণতা ১০° সে. ও শীতকালীন গড় উষ্ণতা - ১৫° থেকে - ২০° সে. এবং বার্ষিক গড় বৃষ্টিপাত ৫০ থেকে ১০০ সেমি. । তীব্র শীতকাল ও তুলনামূলকভাবে উষ্ণ গ্রীষ্মকাল ও প্রায় চরমভাবাপন্ন জলবায়ু এই অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ।

(৫) তুন্দ্রা অঞ্চল (Tundra Climate) : উভয় গোলার্ধের ৬০° থেকে ৮০° অক্ষাংশের মধ্যে সাইবেরিয়া ও কানাডার উত্তরাংশ, গ্রিনল্যাণ্ডের উপকূল, আন্টার্কটিকা প্রভৃতি অঞ্চল এই জলবায়ু অঞ্চলে অবস্থিত । গ্রীষ্মকালীন গড় উষ্ণতা ৩° থেকে ৪° সে. ও শীতকালীন গড় উষ্ণতা - ২০° থেকে - ৪০° সে. এবং বার্ষিক গড় বৃষ্টিপাত ৫ থেকে ২০ সেমি. । দীর্ঘ অতি শীতল শীতকাল ও শীতল গ্রীষ্মকাল এবং শীতকালীন তুষারপাত এই অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ।

****

Comments

Related Items

ভারতের জলসম্পদ (Water resources of India)

ভারতের জলসম্পদের পরিচয় (Water resources of India) : পৃথিবীর মোট উপলব্ধ জলের পরিমাণ ১৬০ কোটি ঘন কিলোমিটার । এই জলের ৯৭% সঞ্চিত রয়েছে সাগরে লবণাক্ত জলরূপে এবং ৩% স্বাদুজল, নদীনালা, ভৌমজল ও বরফরূপে অবস্থান করছে । পৃথিবীর মোট জলভাগ ক্ষেত্রের আয়তনের মাত্র

তেজী বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন ?

প্রশ্ন : তেজী বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন ?

ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য নিরূপণ কর ।

প্রশ্ন:- ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য নিরূপণ কর

সিজিগি কাকে বলে ? এবং অ্যাপোজি ও পেরিজি কাকে বলে ?

প্রশ্ন:-  সিজিগি কাকে বলে ? এবং অ্যাপোজি ও পেরিজি কাকে বলে ?

নিউফাউন্ডল্যান্ড ও জাপানের কাছে বছরের প্রায় সবসময় কুয়াশা জমে থাকে কেন ?

প্রশ্ন : নিউফাউন্ডল্যান্ড ও জাপানের কাছে বছরের প্রায় সবসময় কুয়াশা জমে থাকে কেন ?