Submitted by avimanyu pramanik on Fri, 06/25/2021 - 21:36

পলল ব্যজনী (Alluvial Cone) : পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে নেমে আসার সময়ে নদীর মাধ্যগতিতে গতিপথের ঢাল হঠাৎ কমে যাওয়ার কারণে নদীর গতিবেগ হ্রাস পায় । স্রোতের বেগ কমে যাওয়ায় পার্বত্য অঞ্চল থেকে বয়ে নিয়ে আসা নুড়ি, বালি, কাঁকর, কাদামাটি, শিলাচূর্ণ, পলিমাটি প্রভৃতি নদী আর বহন করতে পারে না । তখন সেগুলি বহন ও সঞ্চয়কার্যের ফলে নদী তার দুই তীরে সঞ্চিত করে এবং নানা রকম ভূমিরূপ গঠন করে । নদী তার বাহিত বোঝাকে সম্পূর্ণ বহন করতে না পেরে পর্বতের পাদদেশে পলি, বালি, কাঁকর, শিলাখণ্ড প্রভৃতি সঞ্চয় করে হাতপাখার মত একটি ত্রিকোণাকার শঙ্কু আকৃতির ভূমিরূপ গড়ে তোলে । একে পলল ব্যজনী বা পলল শঙ্কু বলে । এরপর নদী ওই পলল ব্যজনীর ওপর দিয়ে বিভিন্ন শাখায় ভাগ হয়ে প্রবাহিত হয় । ফলে ওই পলল ব্যজনী প্রায়-গোলাকার ভূমিরূপ দেখতে অনেকটা হাতপাখার মতো হয় । হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ঘর্ঘরা, গণ্ডক প্রভৃতি নদীর গতিপথে এই ধরণের পলল ব্যজনী প্রায়শই দেখা যায় ।

****

Comments

Related Items

নদী (River)

যে সকল বাহ্যিক প্রাকৃতিক শক্তি (exogenetic forces) ভূমিরূপের ক্রমাগত পরিবর্তন ঘটিয়ে চলেছে নদী তাদের মধ্যে প্রধানতম ।

বহির্জাত প্রক্রিয়া ও এর দ্বারা সৃষ্ট ভূমিরূপ (Exogenetic Processes and resultant Landforms)

বহির্জাত শক্তি (Exogenetic forces) :- যেসব প্রাকৃতিক শক্তিসমূহ, যেমন— নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ প্রভৃতি প্রতিনিয়ত ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের কাছাকাছি উপপৃষ্ঠীয় অংশে ক্রিয়াশীল থেকে ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠীয় অংশের পরিবর্তন ঘটিয়ে ভূমিরূপ গঠন করে আসছে, তাদেরকে বা

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের ভূপ্রকৃতি

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের ভূপ্রকৃতি

মাধ্যমিকের নমুনা বিকল্পীয় প্রশ্নোত্তর :-

 ১. শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে—   [মাধ্যমিক-২০১৮]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারত (India)

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারত (India)

মাধ্যমিকের নমুনা বিকল্পীয় প্রশ্নোত্তর :-

১. ভারতের নবীনতম রাজ্যটি হল—                [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বর্জ্য ব্যবস্থাপনা (Management of Waste)

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বর্জ্য ব্যবস্থাপনা (Management of Waste)

মাধ্যমিকের নমুনা বিকল্পীয় প্রশ্নোত্তর :-

১. বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি গুলি হল—          [মাধ্যমিক-২০১৭]