ছোটো প্রশ্ন ও উত্তর : বায়ুমণ্ডল (Atmosphere)

Submitted by avimanyu pramanik on Sat, 07/21/2012 - 22:26

প্রশ্ন:- বায়ুমণ্ডলের ঊর্ধসীমা কত ?

উত্তর:- বায়ুমণ্ডলের ঊর্ধসীমা হল ১০,০০০ কি.মি.

প্রশ্ন:- হোমোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে কত দূর উচ্চতা পর্যন্ত বিস্তৃত  ?

উত্তর:- হোমোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে ৯০ কি.মি উচ্চতা পর্যন্ত বিস্তৃত ।

প্রশ্ন:- হেটেরোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত ?

উত্তর:- হেটেরোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে ৯০ কিমি উপরে ও ১০,০০০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত ।

প্রশ্ন:-  ট্রপোস্ফিয়ার বায়ুস্তরটির ঊর্ধসীমা ভূপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত ?

উত্তর:-  ট্রপোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে ১৮ কিমি. উচ্চতা পর্যন্ত বিস্তৃত ।

প্রশ্ন:-  উভয় মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত ?

উত্তর:- উভয় মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা হল ৮ কিমি.

প্রশ্ন:- নিরক্ষরেখার উপরে  ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত ?

উত্তর:- নিরক্ষরেখার উপরে  ট্রপোস্ফিয়ারের উচ্চতা হল ১৮ কিমি.

প্রশ্ন:-  ট্রপোপজের অবস্থান বায়ুমন্ডলের কোথায় ?

উত্তর:- বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থল হল ট্রপোপজের অবস্থান ।

প্রশ্ন:-  হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর কোনটি ?

উত্তর:- হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরটি হল হাইড্রোজেন স্তর ।

প্রশ্ন:-  বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তর কোনটি ?

উত্তর:- বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তরটি হল ম্যাগনেটোস্ফিয়ার

প্রশ্ন:- বায়ুমন্ডলের প্রধান গ্যাসীয় উপাদান কোনটি ?

উত্তর:- বায়ুমন্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটি হল নাইট্রোজেন

প্রশ্ন:- বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত  ?

উত্তর:- বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ হল ২০.৯ %

প্রশ্ন:- বায়ুমন্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ কত ?

উত্তর:- বায়ুমন্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ হল ৭৮.১ %  ।

প্রশ্ন:- বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের স্বাভাবিক পরিমাণ কত ?

উত্তর:- বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের স্বাভাবিক পরিমাণ হল ০.০০৩ %

প্রশ্ন:- পৃথিবীর আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা বায়ুমণ্ডলের যে স্তরে ঘটে থাকে তার নাম কী  ?

উত্তর:- পৃথিবীর আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে ঘটে থাকে ।

প্রশ্ন:-  স্বাভাবিক উষ্ণতা হ্রাস বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়  ?

উত্তর:-  স্বাভাবিক উষ্ণতা হ্রাস বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে দেখা যায়  ।

প্রশ্ন:- ওজোন গ্যাসের স্তর বায়ুমন্ডলের কোন স্তরে রয়েছে ?

উত্তর:- ওজোন গ্যাসের স্তর বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে রয়েছে ।

প্রশ্ন:- পৃথিবীর রেডিও তরঙ্গগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসে ?

উত্তর:- পৃথিবীর রেডিও তরঙ্গগুলি বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে বাধা পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসে ।

প্রশ্ন:- আকাশকে নীল দেখায় কেন ?

উত্তর:- বায়ুমন্ডলে ধুলিকণার অবস্থিতির জন্য আকাশকে নীল দেখায় ।

প্রশ্ন:- বায়ুমন্ডলের কোন গ্যাস সৌরতাপের বন্টনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে  ?

উত্তর:- বায়ুমন্ডলের কার্বন-ডাই-অক্সাইড গ্যাস সৌরতাপের বন্টনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ।

প্রশ্ন:- জেট বিমানগুলি বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে যাতায়াত করে ?

উত্তর:- জেট বিমানগুলি বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে যাতায়াত করে ।

প্রশ্ন:- বায়ুদূষণকারী পদার্থগুলি প্রধানত বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থান করে ?

উত্তর:- বায়ুদূষণকারী পদার্থগুলি প্রধানত বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে অবস্থান করে ।

প্রশ্ন:- বায়ুমন্ডলের কোন স্তর মূলত সৌরতাপ শোষণ করে এবং ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয় ?

উত্তর:- বায়ুমন্ডলের জলীয় বাস্পের স্তর মূলত সৌরতাপ শোষণ করে এবং ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয় ।

প্রশ্ন:- বায়ুমন্ডলের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয় ?

উত্তর:- বায়ুমন্ডলের ওজোন গ্যাসের স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয় ।

প্রশ্ন:- বায়ুমন্ডলের কোন গ্যাস জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা পালন করে  ?

উত্তর:- বায়ুমন্ডলের কার্বন-ডাই-অক্সাইড গ্যাস জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা পালন করে ।

***

Related Items

নদীর বহন কাজ কী কী প্রক্রিয়ায় সংঘটিত হয় এবং নদীর অবঘর্ষ ক্ষয় ও ঘর্ষণ ক্ষয়ের মধ্যে পার্থক্য কী ?

প্রশ্ন : নদীর বহন কাজ কী কী প্রক্রিয়ায় সংঘটিত হয় এবং নদীর অবঘর্ষ ক্ষয় ও ঘর্ষণ ক্ষয়ের মধ্যে পার্থক্য কী ?

বায়ুর কাজ কোথায় বেশি দেখা যায় ? বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়সাধন এবং বহন করে ?

প্রশ্ন:- বায়ুর কাজ কোথায় বেশি দেখা যায় ? বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়সাধন এবং বহন করে ?

প্রধানত মরুভূমি অঞ্চলেই বায়ুর ক্ষয়কাজ সবচেয়ে বেশি হয় । এর কারণ হল—

রেগোলিথ (Regolith) কী ?

প্রশ্ন:-  রেগোলিথ (Regolith) কী ?

জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক কী এবং আবহবিকারের ফলাফল কী কী ?

প্রশ্ন:- জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক কী এবং আবহবিকারের ফলাফল কী কী ?

উত্তর:- আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি কম বেশি প্রায় সর্বত্র কাজ করলেও কোনো বিশেষ ধরনের আবহবিকার বিশেষ কোনো জলবায়ু অঞ্চলেই বেশি কাজ করে, যেমন—

জলদ্বারা কীভাবে আবহবিকার সংঘটিত হয় ?

প্রশ্ন:- জলদ্বারা কীভাবে আবহবিকার সংঘটিত হয় ?

(১) বৃষ্টিবহুল অঞ্চলে জল বছরের পর বছর ধরে আঘাত করে করে শিলাখন্ডগুলিকে দুর্বল করে ফেলে এবং এতে শিলাখন্ডগুলি ক্রমশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়;