ছোটো প্রশ্ন ও উত্তর : বায়ুপ্রবাহ, আদ্রতা ও বৃষ্টিপাত

Submitted by avimanyu pramanik on Sat, 07/21/2012 - 22:39

আবহাওয়া ও জলবায়ুর উপাদান হিসেবে বায়ুপ্রবাহ, আদ্রতা ও বৃষ্টিপাত :- 

প্রশ্ন:-  ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপ কত ?

উত্তর:-  ভূ-পৃষ্ঠে (সমুদ্রপৃষ্ঠে) বায়ুর চাপ, প্রতি বর্গ সেন্টিমিটারে ১.০৩ বা ১ কিলোগ্রাম ওজনের সমান । অর্থাৎ ভূ-পৃষ্ঠে বায়ুর চাপ ৭৬০ মিলিমিটার বা ১,০১৩.২ মিলিবার ।

প্রশ্ন:- একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ দাও ।

উত্তর:-  স্থলবায়ু অথবা সমুদ্রবায়ু অথবা মৌসুমি বায়ু হল সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ ।

প্রশ্ন:-  কোন পদ্ধতিতে সৌরতাপ ভূপৃষ্ঠে পৌছায় ?

উত্তর:-  বিকিরণ পদ্ধতিতে সৌরতাপ ভূ-পৃষ্ঠে পৌঁছায় ।

প্রশ্ন:-  কোন যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উত্তাপ পরিমাপ করা হয় ?

উত্তর:-  গরিষ্ঠ ও লঘিষ্ঠ তাপমান যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উত্তাপ পরিমাপ করা হয় ।

প্রশ্ন:-  বায়ুমণ্ডলের তাপ পরিমাপের একক কী কী ?

উত্তর:-  সেন্টিগ্রেডফারেনহাইট হল বায়ুমণ্ডলের তাপ পরিমাপের একক ।

প্রশ্ন:-  ৩২ ফারেনহাইট উষ্ণতার সঙ্গে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সমান হয় ?

উত্তর:-  ৩২ ফারেনহাইট উষ্ণতার সমান হয় সেন্টিগ্রেড ।

প্রশ্ন:-  কোন গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা বেশি ?

উত্তর:-  উত্তর গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা বেশি ।

প্রশ্ন:-  কোন গোলার্ধে সমোষ্ণ রেখাগুলির বক্রতা কম ?

উত্তর:-  দক্ষিণ গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা কম ।

প্রশ্ন:-  সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারের বায়ুচাপ কত ?

উত্তর:- সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারের বায়ুচাপ হল ৭৬০ মিলিমিটার বা ১০১৩.২ মিলিবার

প্রশ্ন:-  সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কত হ্রাস পায় ?

উত্তর:-  সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ ১ সেমি. হ্রাস পায় ।

প্রশ্ন:- অ্যানিমোমিটার কী  ?

উত্তর:-  বায়ুপ্রবাহের বেগ নির্ণয়ের যন্ত্রকে অ্যানিমোমিটার বলা হয় ।

প্রশ্ন:-  কোন অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলে ?

উত্তর:-  ৪০- ৫০ দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলা হয় ।

প্রশ্ন:-  সমুদ্র বায়ু কোন সময়ে প্রবাহিত হয় ?

উত্তর:-  সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয় ।

প্রশ্ন:-  স্থলবায়ু কোন সময়ে প্রবাহিত হয় ?

উত্তর:-  স্থলবায়ু রাত্রে প্রবাহিত হয় ।

প্রশ্ন:-  কোন মৌসুমি বায়ু দ্বারা বৃষ্টি হয় না ?

উত্তর:-  শীতকালীন মৌসুমি বাতাসের দ্বারা বৃষ্টি হয় না ।

প্রশ্ন:-  কোন বায়ু সমুদ্র বায়ু ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ ?

উত্তর:-  মৌসুমিবায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ ।

প্রশ্ন:-  চিন, জাপান প্রভৃতি দেশে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় ?

উত্তর:- চিন, জাপান প্রভৃতি দেশে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয় ।

প্রশ্ন:-  টাইফুন কি ?

উত্তর:- চিন সাগরের ঘূর্ণবাত টাইফুন নামে পরিচিত ।

প্রশ্ন:- হ্যারিকেন কি  ?

উত্তর:- পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণবাত হ্যারিকেন নামে পরিচিত ।

প্রশ্ন:-  বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঘূর্ণবাত কী কী নামে পরিচিত ?

উত্তর:- বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঘূর্ণবাত কালবৈশাখীআশ্বিনের ঝড় নামে পরিচিত ।

প্রশ্ন:-  সিরক্কো কি ?

উত্তরঃ সিসিলিতে প্রবাহিত এক প্রকার স্থানীয় বায়ুপ্রবাহের নাম হল সিরক্কো

প্রশ্ন:-  লু বাতাস কোন সময়ে প্রবাহিত হয় ।

উত্তর:-  লু বাতাস গ্রীষ্মকালে প্রবাহিত হয় ।

প্রশ্ন:-  বায়ুর আদ্রতা কোন যন্ত্রের সাহায্যে নিরূপণ করা হয় ?

উত্তর:-  বায়ুর আদ্রতা শুষ্ক ও আদ্র কুণ্ডযুক্ত হাইগ্রোমিটারের সাহায্যে নিরূপণ করা হয় ।

প্রশ্ন:-  নিয়ত বায়ু কাকে বলে ?

উত্তর:-  ভূ-পৃষ্ঠে সারাবছর ধরে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট দিক থেকে আর একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু প্রবাহ বলে ।

প্রশ্ন:- ফন কি  ?

উত্তর:- রাইন নদীর উপত্যকার উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুপ্রবাহকে ফন বলে ।

প্রশ্ন:- খামসিন কি  ?

উত্তর:- মিশরের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুপ্রবাহকে খামসিন বলে ।

প্রশ্ন :- বায়ুচাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ?

উত্তর :- ব্যারোমিটার নামক যন্ত্রের সাহায্যে বায়ুচাপ মাপা হয় ।

প্রশ্ন :- বায়ুচাপ পরিমাপের একক কী ?

উত্তর :- বায়ুচাপ পরিমাপের একক মিলিবার ।

*****

Related Items

ভারতের ভূপ্রকৃতি (Physical Emvironment of India)

ভারতের ভূপ্রকৃতি (Physical Environment of India) : ভারত একটি সুবিশাল দেশ ও এর ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় । উত্তর ভারতের জম্মু-কাশ্মীরের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত পামীর গ্রন্থি থেকে বের হওয়া হিন্দুকুশ, সুলেমান, খিরথর কারাকোরাম, হিমালয় প্রভৃতি কয়েক

ভারতের বর্তমান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ

ভারতের বর্তমান রাজ্য সমূহ (২০২১ সাল পর্যন্ত ) :

১. অন্ধ্রপ্রদেশ : এই রাজ্যের আয়তন হল ১,৬০,২০৫ বর্গ কিমি. ও রাজধানী হল অমরাবতী ।

২. অরুণাচল প্রদেশ : এই রাজ্যের আয়তন হল ৮৩,৭৪৩ বর্গ কিমি. ও রাজধানী হল ইটানগর ।

স্বাধীনতা-উত্তর ভারতের রাজ্যগুলির বিন্যাস

স্বাধীনতা-উত্তর ভারতের রাজ্যগুলির বিন্যাস : প্রায় ১০০ বছর প্রত্যক্ষভাবে ইংরেজ শাসনাধীন থাকার পর ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া ১৯৪৭ খ্রিস্টাব্দের 'ভারতের স্বাধীনতা আইন' অনুসারে ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট অবিভক্ত ভারত দ্বিখণ্ডিত হয়ে স্বাধীনতা লাভ করে এব

ভারতের ভৌগলিক অবস্থান

অবস্থান (Location) : ভারত পৃথিবীর উত্তর গোলার্ধে এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত একটি দেশ । নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ উত্তর গোলার্ধে এবং মূলমধ্যরেখার পূর্বে অর্থাৎ পূর্ব গোলার্ধে অবস্থিত অর্থাৎ ভারত উত্তর-পূর্ব গোলার্ধে অবস্থিত । ভারতের মূল ভূখণ্ড দক্ষি

ভারত (India)

ভারত :- প্রাচীন পারসিক লিপিতে 'সপ্ত সিন্ধু' কে বলা হয়েছে হপ্ত হিন্দু । সিন্ধু তীরবর্তী বসবাসকারী মানুষকে বিদেশীরা হিন্দু বলত এবং তার থেকেই হিন্দুস্থান কথাটি এসেছে । প্রাচীন পারসি শব্দ হিন্দুস (Hindus) থেকে উৎপন্ন ইণ্ডাস (Indus) থেকে ইণ্ডিয়া (INDIA) নামট