ছোটো প্রশ্ন ও উত্তর : পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ

Submitted by avimanyu pramanik on Sat, 03/03/2012 - 19:56

পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ - পর্বত, মালভূমি ও সমভূমি 

ছোটো প্রশ্ন ও উত্তর

প্রশ্ন:- ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) সৃষ্টির প্রধান কারণ কী  ?

উত্তর:- ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) সৃষ্টির প্রধান কারণ ভুখন্ডের পার্শ্ববর্তী চলন

প্রশ্ন:- ভারতের হিমালয় পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- হিমালয় পর্বত ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত।

প্রশ্ন:- ইউরোপের আল্পস ও জুরা পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- ইউরোপের আল্পস ও জুরা পর্বত ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- আফ্রিকার আটলাস পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- আফ্রিকার আটলাস পর্বত ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- উত্তর আমেরিকার রকি পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- উত্তর আমেরিকার রকি পর্বত ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- স্তুপ পর্বতের মাথা কেমন আকৃতির দেখতে হয় ?

উত্তর:- স্তুপ পর্বতের মাথা চ্যাপ্টা আকৃতির দেখতে হয় ।

প্রশ্ন:- ভারতের সাতপুরা পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- ভারতের সাতপুরা পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- ভারতের নীলগিরি পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- ভারতের নীলগিরি পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- ভারতের আন্নামালাই পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- ভারতের আন্নামালাই পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- ভারতের বিন্ধ্য পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- ভারতের বিন্ধ্য পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- ফ্রান্সের ভোজ পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- ফ্রান্সের ভোজ পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত।

প্রশ্ন:- জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- জার্মানির ব্ল্যাক ফরেস্ট স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain)  শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- ভারতের আরাবল্লী পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- ভারতের আরাবল্লী পর্বত ক্ষয়্জাত পর্বত বা অবশিষ্ট (Relict বা Erosional বা Residual Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- ভারতের পূর্বঘাট পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- ভারতের পূর্বঘাট পর্বত ক্ষয়্জাত পর্বত বা অবশিষ্ট (Relict বা Erosional বা Residual Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- বিহারের রাজমহল পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- বিহারের রাজমহল পর্বত ক্ষয়্জাত পর্বত বা অবশিষ্ট (Relict বা Erosional বা Residual Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- স্পেনের সিয়েরা নেভাদা পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- স্পেনের সিয়েরা নেভাদা পর্বত ক্ষয়্জাত পর্বত বা অবশিষ্ট (Relict বা Erosional বা Residual Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- ইটালির ভিসুভিয়াস পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- ইটালির ভিসুভিয়াসপর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- জাপানের ফুজিয়ামা পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- জাপানের ফুজিয়ামা পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- মেক্সিকোর পোপোক্যাটেপেটল পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- মেক্সিকোর পোপোক্যাটেপেটল পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- দক্ষিণ আমেরিকার অ্যাকনকাগুয়া পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- দক্ষিণ আমেরিকার অ্যাকনকাগুয়া পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- দক্ষিণ আমেরিকার চিম্বোরাজো পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- দক্ষিণ আমেরিকার চিম্বোরাজো পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- দক্ষিণ আমেরিকার কটোপাক্সি পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- দক্ষিণ আমেরিকার কটোপাক্সি পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- গ্রস্ত উপত্যকা (Rift Valley) কোথায় দেখা যায় ?

উত্তর:- স্তুপ পর্বতে গ্রস্ত উপত্যকা (Rift Valley) দেখা যায় ।

প্রশ্ন:- দামোদর উপত্যকা কোন শ্রেণির উপত্যকার উদাহরণ ?

উত্তর:-  দামোদর উপত্যকা হল ভারতের একটি গ্রস্ত উপত্যকার (Rift Valley) উদাহরণ ।

প্রশ্ন:- ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বতের নাম কী ?

উত্তর:- ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বত হল ব্যারেন দ্বীপ 

প্রশ্ন:- ভঙ্গিল পর্বত কোন শিলা থেকে সৃষ্টি হয় ?

উত্তর:- ভঙ্গিল পর্বত পাললিক শিলা (Sedimentary Rocks) থেকে সৃষ্টি হয় ।

প্রশ্ন:- ব্যবচ্ছিন্ন মালভূমি (Dissected Plateau) বিচ্ছিন্ন হয় মূলত কিসের দ্বারা ?

উত্তর:- ব্যবচ্ছিন্ন মালভূমি (Dissected Plateau) বিচ্ছিন্ন হয় মূলত নদী উপত্যকা দ্বারা।

প্রশ্ন:- পৃথিবীর বৃহত্তম উচ্চ-মালভূমির নাম কী ?

উত্তর:- পৃথিবীর বৃহত্তম উচ্চ-মালভূমি নাম হল তিব্বত মালভূমি

প্রশ্ন:- ঝাড়খন্ডের ছোটনাগপুর মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ? 

উত্তর:- ঝাড়খন্ডের ছোটনাগপুর মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি (Dissected Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- কর্ণাটকের মালনাদ মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:- কর্ণাটকের মালনাদ মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি (Dissected Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- মধ্যভারতের বিন্ধ্য মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:- মধ্যভারতের বিন্ধ্য মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি (Dissected Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- গ্রেট বৃটেনের ওয়েলস মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:- গ্রেট বৃটেনের ওয়েলস মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি (Dissected Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- হিমালয় ও কুনলুন পর্বতের মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:- তিব্বত মালভূমি পর্বতঘেরা মালভূমি (Intermontane Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- এলবুর্জ ও জাগ্রোস পর্বতের মধ্যে অবস্থিত ইরাণের মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:- এলবুর্জ ও জাগ্রোস পর্বতের মধ্যে অবস্থিত ইরাণের মালভূমি পর্বতঘেরা মালভূমি (Intermontane Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- পন্টিক ও টরাস মধ্যে অবস্থিত আনাতোলিয়ার মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:- পন্টিক ও টরাস মধ্যে অবস্থিত আনাতোলিয়ার মালভূমি পর্বতঘেরা মালভূমি (Intermontane Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- দাক্ষিণাত্যের ডেকানট্রাপ মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:- দাক্ষিণাত্যের ডেকানট্রাপ মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিমাংশে অবস্থিত মহারাষ্ট্র মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:- দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিমাংশে অবস্থিত মহারাষ্ট্র মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- আমেরিকা যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া-স্নেক নদীর অববাহিকায় অবস্থিত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া-স্নেক নদীর অববাহিকায় অবস্থিত মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- পূর্ব আফ্রিকার সোমালিয়া ও ইথিওপিয়ায় অবস্থিত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:- পূর্ব আফ্রিকার সোমালিয়া ও ইথিওপিয়ায় অবস্থিত মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:-  দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় (অল্টিপ্লানো) অবস্থিত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:- দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় (অল্টিপ্লানো) অবস্থিত মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- পশ্চিম মেক্সিকোয় (পশ্চিম সিয়েরা মাদ্রে ) অবস্থিত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:- পশ্চিম মেক্সিকোয় (পশ্চিম সিয়েরা মাদ্রে ) অবস্থিত মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- সমভূমি [Plains] কয় প্রকার ও কী কী ?

উত্তর:- সমভূমিকে [Plains] নানা প্রকারে ভাগ করা যায় ; যথা —(ক) পলিগঠিত সমভূমি [Alluvial Plain]  (খ) প্লাবন সমভূমি [Flood Plain]  (গ) ব-দ্বীপ সমভূমি [Deltaic Plain] (ঘ) উপকূল সমভূমি [Coastal Plain]  (ঙ) সমপ্রায় সমভূমি । এছাড়া আরও অনেক রকমের সমভূমি আছে, যেমন —তরঙ্গায়িত সমভূমি, হ্রদ-সমভূমি, লাভা সমভূমি, লোয়েস সমভূমি প্রভৃতি । 

প্রশ্ন:- উত্তর ভারতের সুবিশাল সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্রের সমভূমি কোন শ্রেণির সমভূমি ?  

উত্তর:- উত্তর ভারতের সুবিশাল সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্রের সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।

প্রশ্ন:- ইয়াংসিকিয়াং নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?

উত্তর:- ইয়াংসিকিয়াং নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।

প্রশ্ন:- মেকং নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?

উত্তর:- মেকং নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি।

প্রশ্ন:- মেনাম নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?

উত্তর:- মেনাম নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি।

প্রশ্ন:- ইরাবতী নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?

উত্তর:- ইরাবতী নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।

প্রশ্ন:- ইউফ্রেটিস নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?

উত্তর:- ইউফ্রেটিস নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।

প্রশ্ন:- টাইগ্রিস নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?

উত্তর:- টাইগ্রিস নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি।

প্রশ্ন:- মিসিসিপি-মিসৌরী নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?

উত্তর:- মিসিসিপি-মিসৌরী নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।

প্রশ্ন:- প্লাবন সমভূমি [Flood Plain] কোথায় দেখা যায় ?

উত্তর:- পৃথিবীর প্রায় সব নদীর তীরে কম-বেশি প্লাবন সমভূমি [Flood Plain] দেখা যায় ।

প্রশ্ন:- সঞ্চয়জাত সমভূমি কাকে বলে ?

উত্তর:- প্লাবন সমভূমিকে সঞ্চয়জাত সমভূমিও বলে । এই সমভূমি পলিমাটি সঞ্চিত হয়ে গঠিত হয় বলে একে সঞ্চয়জাত সমভূমি বলে । গাঙ্গেয় সমভূমি ভারতের সর্ববৃহৎ সঞ্চয়জাত সমভূমি ।  

প্রশ্ন:-  ব-দ্বীপ সমভূমি [Deltaic Plain] কোথায় দেখা যায় ?

উত্তর:- গঙ্গা, ব্রহ্মপুত্র, হোয়াংহো, ইয়াংসিকিয়াং, মিসিসিপি-মিসৌরী, নীলনদ প্রভৃতি নদ-নদীর মোহনার কাছাকাছি জায়গায় ব-দ্বীপ সমভূমি [Deltaic Plain] দেখা যায় ।

প্রশ্ন:- উপকূল সমভূমি [Coastal Plain] কোথায় দেখা যায় ?

উত্তর:- এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা প্রভৃতি সব মহাদেশের উপকূলে উপকূল সমভূমি [Coastal Plain] দেখা যায় । এই সমভূমি সাধারণত সমুদ্রের দিকে ঢালু হয় ।

প্রশ্ন:- যাবতীয় পর্বতের মধ্যে সবচেয়ে নবীন কোন শ্রেণির পর্বত ?

উত্তর:- যাবতীয় পর্বতের মধ্যে সবচেয়ে নবীন ভঙ্গিল পর্বত

প্রশ্ন:- পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কী ?

উত্তর:- পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম হল হাওয়াই দ্বীপের মৌনালোয়া

প্রশ্ন:-পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি ?

উত্তর:- পৃথিবীর বৃহত্তম সমভূমি হল ইউরেশিয়া সমভূমি

প্রশ্ন:- ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?

উত্তর:- ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল ব্যারেন দ্বীপ

প্রশ্ন:- ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী ?

উত্তর:- ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হল লাদাখ

প্রশ্ন:- পাখির পায়ের মতো দেখতে একটি ব-দ্বীপের নাম কী ?

উত্তর:- পাখির পায়ের মতো দেখতে একটি ব-দ্বীপের নাম হল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরী-মিসিসিপির ব-দ্বীপ

প্রশ্ন:- জীবাশ্ম দেখা যায় কোন শ্রেণীর পর্বতে ?

উত্তর:- জীবাশ্ম দেখা যায় ভঙ্গিল শ্রেণীর পর্বতে ।

প্রশ্ন:- পৃথিবীর ছাদ কাকে বলে ?

উত্তর:-  পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলে ।

*****

Related Items

জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

প্রশ্ন : জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

নিরক্ষীয় অঞ্চলে বায়ুর পরিচলন গতির কারণ কী ?

প্রশ্ন : নিরক্ষীয় অঞ্চলে বায়ুর পরিচলন গতির কারণ কী ?

আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি ?

প্রশ্ন : আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি ?

আবহাওয়া

জলবায়ু

বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে এবং উচ্চতা হ্রাসবৃদ্ধির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

প্রশ্ন : বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে এবং উচ্চতা হ্রাসবৃদ্ধির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক :

বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ? বায়ুচাপ বলয়ের সঙ্গে মেরুবায়ুর সম্পর্ক কী ?

প্রশ্ন :- বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক এবং বায়ুচাপ বলয়ের সঙ্গে মেরুবায়ুর সম্পর্ক কী  ?

বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক :-