Submitted by avimanyu pramanik on Mon, 09/06/2021 - 08:53

ঘনীভবন (Condensation) : যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়, তাকে ঘনীভবন বলে । আর্দ্র বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নীচে নেমে গেলে বায়ুমণ্ডলে অবস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় । এই জলকণাসমূহ বিভিন্নরূপে আকাশে ভেসে থাকে । যেমন—  (i) শিশির, (ii) কুয়াশা, (iii) ধোঁয়াশা ও (iv) মেঘ ।

(i) শিশির (Dew) : ভূপৃষ্ঠের কোনো বস্তুকণার (যেমন— ঘাস) ওপর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দুর আকারে সঞ্চিত হলে তাকে শিশির বলে । ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরের অধিক আর্দ্রতা, অতি আর্দ্র মাটি, বাতাসের শান্ত অবস্থা প্রভৃতি অনুকূল অবস্থায় শিশির সৃষ্টি হয় ।

(ii) কুয়াশা (Fog) : ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন পদার্থের জলাকর্ষী কণাসমূহকে আশ্রয় করে মেঘের মতো যে ঘনীভবন হয়, তাকে কুয়াশা বলে । ভূপৃষ্ঠ সংলগ্ন আর্দ্র বায়ুস্তর, বায়ুতে জলাকর্ষী কণার উপস্থিতি প্রভৃতি অনুকূল অবস্থা কুয়াশার সৃষ্টি করে । কুয়াশা যখন অত্যন্ত ঘন হয় তখন কুয়াশার মধ্যে ইলশেগুঁড়ির মতো বৃষ্টি হয় । একে কুজ্ঝটিকা বলে ।

(iii) ধোঁয়াশা (Smog) : দূষিত ধোঁয়াকে আশ্রয় করে যে ঘন কুয়াশার সৃষ্টি হয়, তাকে ধোঁয়াশা বলে । ধোঁয়া জলাকর্ষী কণারূপে কাজ করে বলে বৃহৎ শিল্পনগরীতে কলকারখানা ও যানবাহনের ধোঁয়াকে আশ্রয় করে গভীর ধোঁয়াশার সৃষ্টি হয় । ধোঁয়াশা অনেক সময় ৭ থেকে ১০ দিন পর্যন্ত স্থায়ী হয় । লন্ডন, টোকিয়ো, লস অ্যাঞ্জেলস প্রভৃতি শিল্পনগরীতে ধোঁয়াশার প্রকোপ অত্যন্ত বেশি । 

(iv) মেঘ (Cloud) : বায়ুমণ্ডলের নিম্নস্তরে ভাসমান অতি সূক্ষ্ম জলকণার পুঞ্জিভূত অবস্থাকে মেঘ বলে । বাতাসে ভাসমান ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয় । মেঘের জলকণাগুলির ব্যাস সাধারণত ০.০২ থেকে ০.০৬ মিমি. হয় । অধিক জলীয় বাষ্পযুক্ত ঘন কালো মেঘ থেকে প্রবল বৃষ্টিপাত হয়ে থাকে ।

*****

Comments

Related Items

ভারতের জলসম্পদ (Water resources of India)

ভারতের জলসম্পদের পরিচয় (Water resources of India) : পৃথিবীর মোট উপলব্ধ জলের পরিমাণ ১৬০ কোটি ঘন কিলোমিটার । এই জলের ৯৭% সঞ্চিত রয়েছে সাগরে লবণাক্ত জলরূপে এবং ৩% স্বাদুজল, নদীনালা, ভৌমজল ও বরফরূপে অবস্থান করছে । পৃথিবীর মোট জলভাগ ক্ষেত্রের আয়তনের মাত্র

তেজী বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন ?

প্রশ্ন : তেজী বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন ?

ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য নিরূপণ কর ।

প্রশ্ন:- ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য নিরূপণ কর

সিজিগি কাকে বলে ? এবং অ্যাপোজি ও পেরিজি কাকে বলে ?

প্রশ্ন:-  সিজিগি কাকে বলে ? এবং অ্যাপোজি ও পেরিজি কাকে বলে ?

নিউফাউন্ডল্যান্ড ও জাপানের কাছে বছরের প্রায় সবসময় কুয়াশা জমে থাকে কেন ?

প্রশ্ন : নিউফাউন্ডল্যান্ড ও জাপানের কাছে বছরের প্রায় সবসময় কুয়াশা জমে থাকে কেন ?