একই অক্ষাংশে অবস্থিত হলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে বরফ জমে না, অথচ ল্যাব্রাডর উপকূলে বরফ জমে — এর কারণ কী ?

Submitted by avimanyu pramanik on Thu, 12/30/2021 - 10:47

প্রশ্ন : একই অক্ষাংশে অবস্থিত হলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে বরফ জমে না, অথচ ল্যাব্রাডর উপকূলে বরফ জমে — এর কারণ কী ?

উত্তর : ব্রিটিশ দ্বীপপূঞ্জ ও ল্যাব্রাডর উপকূল একই অক্ষাংশে অবস্থিত হলেও ব্রিটিশ দ্বীপপূঞ্জের পাশ দিয়ে উষ্ণ উপসাগরীয় স্রোত প্রবাহিত হয়, তাই ব্রিটিশ দ্বীপপূঞ্জের বায়ুমণ্ডল উষ্ণ হওয়ায় নিকটস্থ সমুদ্রে বরফ জমে না । কিন্তু ল্যাব্রাডর উপকূলের পাশ দিয়ে হিমমণ্ডল থেকে আসা অতি শীতল ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হয় বলে ল্যাব্রাডর উপকূলের বায়ুমন্ডলে তাপমাত্রা কম থাকায় ওই উপকূলে বরফ জমে ।

*****

Comments

Related Items

স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার উৎপত্তি পরস্পর সংযুক্ত কেন ?

প্রশ্ন:- স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার উৎপত্তি পরস্পর সংযুক্ত কেন ?

উদাহরণ সহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা কর ।

প্রশ্ন:- উদাহরণ সহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা কর ।

উত্তর : স্তূপ পর্বতের প্রধান বৈশিষ্ট্যগুলি হল—

১) স্তূপ পর্বতের [Block Mountain] মাথা কিছুটা চ্যাপ্টা হয়;

২) এই পর্বতের ঢাল বেশ খাড়া হয়;

ভঙ্গিল পর্বতের (Fold Mountain) বৈশিষ্ট্য কী কী ?

প্রশ্ন:- ভঙ্গিল পর্বতের [Fold Mountain] বৈশিষ্ট্য কী কী ?

উত্তর:  ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি হল—

ভঙ্গিল পর্বতের উৎপত্তির পাতসঞ্চালন তত্ত্ব ব্যাখ্যা কর

প্রশ্ন:- ভঙ্গিল পর্বতের (Fold Mountain) উৎপত্তির পাতসঞ্চালন তত্ত্ব ব্যাখ্যা করো ।

ভঙ্গিল পর্বতের উৎপত্তির মহীখাত তত্ত্ব ব্যাখ্যা কর

প্রশ্ন:- ভঙ্গিল পর্বতের (Fold Mountain) উৎপত্তির মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইন থিয়োরি (Geosyncline Theory) ব্যাখ্যা করো ।