প্রশ্ন :- আউট-ওয়াস সমভূমি ও প্লায়া হ্রদ কাকে বলে উদাহরণ সহ লেখ ।
উত্তর:- আউট-ওয়াস সমভূমি [Out-Wash-Plain] :- পর্বতের হিমবাহ উত্তাপে গলতে শুরু করলে, হিমবাহ বাহিত পাথর, কাঁকর, নুড়ি, বালি প্রভৃতি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চিত হয়ে যে বিশাল সমভূমির সৃষ্টি হয় তাকে আউট ওয়াস সমভূমি বলে ।
প্লায়া হ্রদ (Playa Lake) : প্রবল বায়ুপ্রবাহের ফলে মরুভূমির বালি অপসারিত হয়ে ছোটো বড়ো অনেক গর্তের সৃষ্টি হলে সেই গর্তগুলি যদি খুব গভীর হয়ে ভূগর্ভের জলস্তরকে স্পর্শ করে, তাহলে ভুগর্ভস্থ জল ও বৃষ্টির জল জমা হয়ে সেখানে যে হ্রদের সৃষ্টি হয়, তাকে প্লায়া হ্রদ বলে । মরুভূমির প্রখর তাপে অত্যাধিক বাষ্পীভবনের জন্য সাধারনত এইসব হ্রদের জল লবনাক্ত হয়ে থাকে । রাজস্থানের সম্বর হ্রদ হল প্লায়া হ্রদের একটি ভারতীয় উদাহরণ । এই অঞ্চলের প্লায়া হ্রদগুলি ধান্দ নামে পরিচিত ।
*****