১ "আসছে নবীন — জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন !" — উদ্ধৃতিটির তাৎপর্য লেখো । [মাধ্যমিক-২০১৭]
উঃ- "আসছে নবীন — জীবন হারা অ-সুন্দরে করতে ছেদন ।"
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের "প্রলয়োল্লাস" কবিতায় চলমান জীবনের জয়গান গাওয়া হয়েছে । কালের অগ্রগতিতে জীবন এসে হাত ধরে নূতনের । শাশ্বত জীবন ধারায় যা কিছু অ-সুন্দর তার বিনাশ ঘটিয়ে বিশ্বচরাচরে নূতনের আহ্বানকে মুক্ত করে । ধ্বংসের মাঝেই লুকিয়ে থাকে সৃষ্টির বীজ । তাই চির আশাবাদী কবি পরাধীন ভারতীয়দের জীবনহারা অ-সুন্দর জীবনের ইতি টেনে নবীনকেই স্থায়ী আসন দিতে চেয়েছেন ।